রিপোর্টে বলা হয়, প্রথমে দ্যা ভাইপার র্যান্ডি অরটনের জেতার জন্য কথা শুরু হয় কিন্তু পরবর্তীতে রিডলকেই বেছে নেওয়া হয় উইনার হিসাবে কিন্তু শেষ মুহূর্তে গিয়ে তাকে পালটিয়ে ব্রককে জেতানো হয়। প্রসঙ্গত উল্লেখ্য রিডল হল র্যান্ডির ট্যাগ টিম পার্টনার, তারা দুজনে মিলে RK-Bro টিম তৈরি করে এবং কিছুদিন আগেই তারা Otis ও Chad Gable এর টিমের কাছে তাদের RAW Tag Team চ্যাম্পিয়নশিপের খেতাব হারায়।
মজার ব্যাপার হচ্ছে বিস্ট ইনকারনেট ব্রক লেসনার নিজেই এই দুই সম্ভাব্য বিজয়ীকে এলিমিনেট করে। রয়্যাল রাম্বালে লেসনার প্রবেশের তিন মিনিটের মধ্যে অন্য চারজনের পরে Drew McIntyre কে এলিমিনেট করে দ্বিতীয়বারের মতো রয়্যাল রাম্বাল জিতে রেসেলমেনিয়া ৩৮ এর মেইন ইভেন্টে নিজের জায়গা পাক্কা করে নেয়। আশা করা হচ্ছে রেসেলমেনিয়াতে গিয়ে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য ফাইট হবে লেসনার এবং রোমান রেইন্সের মধ্যে।
কোন মন্তব্য নেই
কমেন্ট করার জন্য ধন্যবাদ!