মুস্তাফা আলির যেসব ফ্যানেরা তার রিলিজের এবং AEW তে জয়েনের অপেক্ষাই ছিল তাদেরকে নিরাশ করার মতো খবর পাওয়া গেছে। আলি নিজে ট্যুইট করে জানিয়েছেন যে ফ্যানেরা তাকে হয়তো আরও আড়াই বছর রিঙে দেখতে পাবে না-


এখন আলি মেপে মেপে আড়াই বছরের সময় কেন বললেন সেই ব্যাপারে আপনাদের প্রশ্ন থাকতে পারে, আসলে ব্যাপারটা হল তার সঙ্গে করা WWE এর চুক্তির বৈধতা থাকবে এখনও আড়াই বছর পর্যন্ত, আর এই সময়ে WWE না চাইলে মুস্তাফা নিজে থেকে রিলিজও হতে পারবে না আর অন্য কোন কোম্পানিতে যোগও দিতে পারবে না। WWE যদি তাকে TV তে না নিয়ে আসতে চাই তাহলে তাকে এই আড়াই বছর বেকার ঘরে বসেই কাাটাতে হতে পারে যেটা তার রেসলিং ক্যারিয়ারের মারাত্বক প্রকারের ক্ষতিসাধন করতে পারে।


আলিকে আগের বছরের নভেম্বর মাসের পরে আর রিঙে দেখা যায়নি। শোনা যায় সেই সময় তাকে “New America” নামক স্টোরিলাইন করাবার প্ল্যান চলছিল যেখানে তার পরিচয়ের জন্য কীভাবে তাকে স্টেরিওটাইপের শিকার হতে হয় সেটা দেখানো হত। কিন্তু পরবর্তীতে সেই স্টোরিলাইনকে পরিবর্তিত করে এমন কিছু জিনিস আনা হয় যেটা আলি করতে প্রত্যাখ্যান করে। এর ফলে ভিন্সের সাথে তার প্রচণ্ড কথা কাটাকাটি হয়, এরপর থেকেই তাকে আর টিভিতে দেখা যায়নি।


আগের মাসে আলি এও বলেছিলেন যে তিনি রয়্যাল রাম্বালে অংশগ্রহণ করতে চান না এবং তিনি WWE থেকে রিলিজ পেতে চান। WWE এর আগেও এমন কয়েকজন রেসলারকে রিলিজ করেছে যারা নিজে থেকে রিলিজ পেতে চেয়েছিল, কিন্তু আলির মতো কেউই সোশ্যাল মিডিয়ার সাহায্যে পাবলিকালি রিলিজ চেয়ে বসেনি। এই কারণেই হয়তো WWE নিজের মর্জাদা রক্ষায় আলিকে রিলিজ দিতে নারাজ। আলি কিছুদিন আগে ট্যুইটারে নীচের ভিডিওটা প্রকাশ করে তার রিলিজের আবেদন জানায়-


আলি হল বর্তমানে প্রো-রেসলিং জগতের সেরা ইন রিং পারফর্মারদের মধ্যে একজন। যদিও দুঃখের ব্যাপার হচ্ছে তার ক্যারিয়ারের বেশিরভাগ সময়েই আলি ক্রিয়েটিভ টিমের সুনজরে থাকেননি। আলি যদিও রিঙের মধ্যে নিজের ইন রিং এবং মাইক স্কিলের পরিচয় দিয়ে গেছেন কিন্তু তার ক্যারেক্টারটাকে সেইমতো বিল্ডই করা হয়নি। ২০১৮ তে ক্রুজারওয়েট থেকে স্ম্যাকডাউনে আনার পরেও তার ক্যারিয়ারের প্রতি সুবিচার করা হয়নি।


এরপরে তার ক্যারিয়ারের সবথেকে বড় পতন হয় ২০২০ সালের মাঝে যখন তাকে স্ম্যাকডাউনের রহস্যময় হ্যাকারের ভূমিকায় আনা হয়, তখন ভাবা হয়েছিল আলি তার যোগ্য পুশ পাবে কিন্তু পরে দেখা যায় WWE তাকে সেই রোল থেকে একদম সরিয়ে দেই। পরে WWE মেনে না নিলেও আলি নিজেই কনফার্ম করেছেন যে তার জন্যই হ্যাকার ক্যারেক্টারটিকে নির্মান করা হয়েছিল। এরপরে আলিকে Retribution নামক ব্যর্থ টিমের লিডার করা হয়, যেটা রেসলিং ইতিহাসের সবচেয়ে বেকার স্টোরিলাইনের মধ্যে একটা ছিল।


এরপরে মনে হচ্ছিল আলির রিলিজ পাওয়া শুধু সময়ের অপেক্ষা কিন্তু WWE ২০২১ এ ৮০ -এরও বেশী রেসলারকে রিলিজ করলেও আলিকে রিলিজ করেনি। স্ম্যাকডাউনের টপ স্টার Drew McIntyre ও Xavier Woods ইনজুরির কারণে বাইরে থাকলেও আলিকে কোন সুযোগ দেওয়া হয়নি। মনে করা হয় ২০১৯ এর শুরুতে তাকে পুশ দেওয়ার প্ল্যান করা হয়েছিল কিন্তু সেই সময় তার ইনজুরির কারণে তার প্রাপ্য পুশটা দেওয়া হয় কোফি কিংস্টনকে।


আলির নিজের কোন দোশ না থাকা সত্বেও শুধুমাত্র খারাপ ভাগ্য বা খারাপ ম্যানেজমেন্টের কারণে আজকে সে মেইন রোস্টারে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। আশা করি রিলিজ না পেলেও WWE এর সাথে ঝামেলা মিটিয়ে আলিকে শীঘ্রই অন স্ক্রিনে তার প্রাপ্য পুশ পেতে দেখতে পাবো।

মুস্তফা আলিকে রিলিজ দিতে অস্বীকার করলো WWE!

মুস্তাফা আলির যেসব ফ্যানেরা তার রিলিজের এবং AEW তে জয়েনের অপেক্ষাই ছিল তাদেরকে নিরাশ করার মতো খবর পাওয়া গেছে। আলি নিজে ট্যুইট করে জানিয়েছেন যে ফ্যানেরা তাকে হয়তো আরও আড়াই বছর রিঙে দেখতে পাবে না-


এখন আলি মেপে মেপে আড়াই বছরের সময় কেন বললেন সেই ব্যাপারে আপনাদের প্রশ্ন থাকতে পারে, আসলে ব্যাপারটা হল তার সঙ্গে করা WWE এর চুক্তির বৈধতা থাকবে এখনও আড়াই বছর পর্যন্ত, আর এই সময়ে WWE না চাইলে মুস্তাফা নিজে থেকে রিলিজও হতে পারবে না আর অন্য কোন কোম্পানিতে যোগও দিতে পারবে না। WWE যদি তাকে TV তে না নিয়ে আসতে চাই তাহলে তাকে এই আড়াই বছর বেকার ঘরে বসেই কাাটাতে হতে পারে যেটা তার রেসলিং ক্যারিয়ারের মারাত্বক প্রকারের ক্ষতিসাধন করতে পারে।


আলিকে আগের বছরের নভেম্বর মাসের পরে আর রিঙে দেখা যায়নি। শোনা যায় সেই সময় তাকে “New America” নামক স্টোরিলাইন করাবার প্ল্যান চলছিল যেখানে তার পরিচয়ের জন্য কীভাবে তাকে স্টেরিওটাইপের শিকার হতে হয় সেটা দেখানো হত। কিন্তু পরবর্তীতে সেই স্টোরিলাইনকে পরিবর্তিত করে এমন কিছু জিনিস আনা হয় যেটা আলি করতে প্রত্যাখ্যান করে। এর ফলে ভিন্সের সাথে তার প্রচণ্ড কথা কাটাকাটি হয়, এরপর থেকেই তাকে আর টিভিতে দেখা যায়নি।


আগের মাসে আলি এও বলেছিলেন যে তিনি রয়্যাল রাম্বালে অংশগ্রহণ করতে চান না এবং তিনি WWE থেকে রিলিজ পেতে চান। WWE এর আগেও এমন কয়েকজন রেসলারকে রিলিজ করেছে যারা নিজে থেকে রিলিজ পেতে চেয়েছিল, কিন্তু আলির মতো কেউই সোশ্যাল মিডিয়ার সাহায্যে পাবলিকালি রিলিজ চেয়ে বসেনি। এই কারণেই হয়তো WWE নিজের মর্জাদা রক্ষায় আলিকে রিলিজ দিতে নারাজ। আলি কিছুদিন আগে ট্যুইটারে নীচের ভিডিওটা প্রকাশ করে তার রিলিজের আবেদন জানায়-


আলি হল বর্তমানে প্রো-রেসলিং জগতের সেরা ইন রিং পারফর্মারদের মধ্যে একজন। যদিও দুঃখের ব্যাপার হচ্ছে তার ক্যারিয়ারের বেশিরভাগ সময়েই আলি ক্রিয়েটিভ টিমের সুনজরে থাকেননি। আলি যদিও রিঙের মধ্যে নিজের ইন রিং এবং মাইক স্কিলের পরিচয় দিয়ে গেছেন কিন্তু তার ক্যারেক্টারটাকে সেইমতো বিল্ডই করা হয়নি। ২০১৮ তে ক্রুজারওয়েট থেকে স্ম্যাকডাউনে আনার পরেও তার ক্যারিয়ারের প্রতি সুবিচার করা হয়নি।


এরপরে তার ক্যারিয়ারের সবথেকে বড় পতন হয় ২০২০ সালের মাঝে যখন তাকে স্ম্যাকডাউনের রহস্যময় হ্যাকারের ভূমিকায় আনা হয়, তখন ভাবা হয়েছিল আলি তার যোগ্য পুশ পাবে কিন্তু পরে দেখা যায় WWE তাকে সেই রোল থেকে একদম সরিয়ে দেই। পরে WWE মেনে না নিলেও আলি নিজেই কনফার্ম করেছেন যে তার জন্যই হ্যাকার ক্যারেক্টারটিকে নির্মান করা হয়েছিল। এরপরে আলিকে Retribution নামক ব্যর্থ টিমের লিডার করা হয়, যেটা রেসলিং ইতিহাসের সবচেয়ে বেকার স্টোরিলাইনের মধ্যে একটা ছিল।


এরপরে মনে হচ্ছিল আলির রিলিজ পাওয়া শুধু সময়ের অপেক্ষা কিন্তু WWE ২০২১ এ ৮০ -এরও বেশী রেসলারকে রিলিজ করলেও আলিকে রিলিজ করেনি। স্ম্যাকডাউনের টপ স্টার Drew McIntyre ও Xavier Woods ইনজুরির কারণে বাইরে থাকলেও আলিকে কোন সুযোগ দেওয়া হয়নি। মনে করা হয় ২০১৯ এর শুরুতে তাকে পুশ দেওয়ার প্ল্যান করা হয়েছিল কিন্তু সেই সময় তার ইনজুরির কারণে তার প্রাপ্য পুশটা দেওয়া হয় কোফি কিংস্টনকে।


আলির নিজের কোন দোশ না থাকা সত্বেও শুধুমাত্র খারাপ ভাগ্য বা খারাপ ম্যানেজমেন্টের কারণে আজকে সে মেইন রোস্টারে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। আশা করি রিলিজ না পেলেও WWE এর সাথে ঝামেলা মিটিয়ে আলিকে শীঘ্রই অন স্ক্রিনে তার প্রাপ্য পুশ পেতে দেখতে পাবো।

কোন মন্তব্য নেই

কমেন্ট করার জন্য ধন্যবাদ!