The Greatest to ever do it. #GodMode pic.twitter.com/UoeCi7HVR2
— Roman Reigns (@WWERomanReigns) ১২ ফেব্রুয়ারী, ২০২২
স্ম্যাকডাউনে রেইন্সের ইন্টারভিউর শেষের দিকে তিনি বলেন, ২ বছর আগে রেসেলমেনিয়াতে গোল্ডবার্গের হয়তো একটা সুযোগ ছিল, কিন্তু এখন পরিস্থিতি একদম ভিন্ন এবং বর্তমান ইউনিভার্সাল চ্যাম্পিয়ন রেইন্স এলিমিনেশন চেম্বারের ম্যাচ নিয়ে নিজের উপরে পুরো আত্মবিশ্বাসী আছেন। দ্যা ট্রাইবাল চিফ ইন্টারভিউ শেষ করেন গোল্ডবার্গের উদ্দেশ্যে এই টিপ্পনী কেটে যে- তিনি 'গোল্ডবার্গকে গোল্ডবার্গ করবেন' অর্থাৎ ধ্বংস করে দেবেন।
২০২২ এর রয়্যাল রাম্বালে রোমান তার প্রাক্তন টিম শিল্ডের সদস্য সেথ রলিন্স এর বিরুদ্ধে ম্যাচে ডিস্কোয়ালিফিকেশনের মাধ্যমে টাইটেল নিজের কাছে রাখেন। সেই ম্যাচে সেথ রোমানকে হারাবার কাছাকাছি চলে আসার পরে রোমান সেথকে গিলোটিন চোক হোল্ডে ধরে রেখে দেই, রেফারির বলা সত্বেও না ছাড়াই সেথকে ডিস্কোয়ালিফিকেশনের মাধ্যমে জয়ী ঘোষণা করা হয় ও রোমানের টাইটেল বেঁচে যায়।
রয়্যাল রাম্বাল শেষ হবার পরের স্ম্যাকডাউনের গোল্ডবার্গ রিটার্ন করে রোমান রেইন্সকে টাইটেলের জন্য চ্যালেঞ্জ করেছিলেন। রেইন্স এতদিন লেসনারের সাথে ফিউড করছিলেন কিন্তু এবারে লেসনারের প্রাক্তন শত্রু গোল্ডবার্গের সাথেই ফিউড করবেন। যদি রোমান ব্রকের সাথে ফিউড জারি রাখতে চান তাহলে এলিমিনেশন চেম্বারে গোল্ডবার্গকে হারানো ছাড়া উপাই নাই।
কোন মন্তব্য নেই
কমেন্ট করার জন্য ধন্যবাদ!