আপনারা অনেকেই হয়তো শুনেছেন শেন মিকম্যান এবং WWE এর মধ্যে চলা ঝামেলার ব্যাপারে। যারা জানেন না তাদেরকে বলে দেই রয়্যাল রাম্বালের পরেই নাকি শেনকে রিলিজ করে দেওয়া হয়, কারণ হিসাবে মনে করা হচ্ছে রয়্যাল রাম্বালের প্রোডিউসার হিসাবে ব্যর্থতা এবং স্ক্রিপ্টের উপর বেজায় হস্তক্ষেপ।


শেনের বিরুদ্ধে অভিযোগ এসেছিল যে রয়্যাল রাম্বালে নিজেকে স্পটলাইটে আনার জন্য তিনি অনেক রেসলারের বুকিং খারাপ করেন। এমন রিউমর শোনা গেছে যে শেন নাকি রাম্বাল ম্যাচে ১ নম্বর স্থানে প্রবেশ করতে চেয়েছিলেন যাতে নিজেকে হাইলাইট করা যায় কিন্তু সেটা বাস্তবায়িত হয়নি এবং শেন শেষের দিকে প্রবেশ করেন।


এমনও রিপোর্ট পাওয়া গেছে যে রয়্যাল রাম্বেলে শেন ও র‍্যান্ডি অরটনের প্রবেশের স্থান তাদেরকে না জানিয়েই অদল-বদল করা হয়েছিল। শুরুতে ঠিক হয়েছিল শেন আসবে ২৯ নম্বরে এবং র‍্যান্ডি আসবে ২৮ এ, কিন্তু ২৮ নম্বরে শেনের থিমসং বাজলে শেন হকচকিয়ে যান। তখন র‍্যান্ডি তাকে বলে যে 'Here Comes The Money' থিমসং এ সে যেতে পারবে না এবং তারপরে শেনকেই যেতে হয়।


পরে জানা যায় ভিন্স শেনের রয়্যাল রাম্বালের প্ল্যানে একদমই খুশি ছিলেন না। শেন রয়্যাল রাম্বালের স্ক্রিপ্টকে নিজের সুবিধামতো পরিচালনা করতে চেয়েছিলেন যার ফলে ভিন্স নিজে দায়িত্ব নিয়ে সেই প্ল্যান পরিবর্তন করেন এবং পরে তার পুত্রকে কোম্পানি থেকে রিলিজ করার সিদ্ধান্ত নেন।


এমনও শোনা গেছে ব্রক লেসনার পর্যন্ত শেনের প্ল্যানে খুশি ছিলেন না এবং রয়্যাল রাম্বালের শেষে যা হবে তা নিয়ে তাদের মধ্যে ঝামেলাও লেগেছিল, ভিন্সও নাকি ব্রককেই সমর্থন করছিলেন এই ব্যাপারে। মোটের উপরে শেন WWE তে নিজের আইডিয়া পুশ করতে শুরু করেছিলেন। শেষপর্যন্ত ভিন্স মিকম্যান এবং WWE এর অন্যান্য ক্রিয়েটিভরা শেনের স্ক্রিপ্টকে পরিবর্তন করে নিশ্চিত করেছিলেন যেন রয়্যাল রাম্বাল শেন মিকম্যানের অধীনে না চলে।


পরবর্তীতে মনে করা হচ্ছে শেনকে চুপচাপ রিলিজ করে দেওয়া হয়েছে এবং স্ক্রিপ্ট রাইটারেরা শেনকে নিয়ে করা প্ল্যান যেমন Raw তে পাঠানো, এলিমিনেশন চেম্বারে খেলানো এবং রেসেলমেনিয়ার সব প্ল্যান ক্যান্সেল করে দিয়েছেন। Shane O'Mac হয়তো আর কোনদিন WWE তে রিটার্ন করবেন না আর করলেও আগে বাকিদের সাথে তার সম্পর্ক স্বাভাবিক হওয়ার অপেক্ষা করতে হবে।


এমতাবস্থায় WWE এর প্রাক্তন স্ক্রিপ্ট রাইটার এবং ক্রিয়েটিভ টিমের সদস্য Vince Russo একটা ট্যুইটের মাধ্যমে শেন মিকম্যানকে নিজের প্রমোশন খোলার প্রস্তাব দিয়েছেন। রুশো ইঙ্গিত করেছেন শেনের জন্য এটা একদম সঠিক সময় নিজের এক্সপেরিয়েন্স এবং আর্থিক সামর্থে একটা রেসলিং কোম্পানি খুলে দেওয়ার। রুশো ভিন্স মিকম্যান এবং টোনি খানের উদ্দেশ্যে ব্যঙ্গ করে বলেছেন-


"এটা শুধু বলে রাখছি, তবে হয়তো এখন শেন মিকম্যানের নিজের রেসলিং প্রমোশন শুরু করা উচিত। তার কাছে যথেষ্ট অভিজ্ঞতা/অর্থ/কৌশল এবং জ্ঞান আছে। এছাড়াও শেন অন্য দুইজন বড় প্রোমোটারের মতো একটা 'মার্ক (এমন রেসলিং ফ্যান যারা রেসলিং স্ক্রিপ্টেড কিনা জানে না)' না এবং অবশ্যই একটা বদমাশ তো নয়ই। এটা করলে সবথেকে প্রথমে আমিই তাকে সাপোর্ট করবো।"


শেন মিকম্যান ছোটবেলা থেকেই রেসলিং ইন্ডাস্ট্রির মধ্যেই বেড়ে উঠেছেন এবং একসময় তাকেই ভিন্স মিকম্যানের উত্তরাধিকারী হিসাবে গণ্য করা হতো, কিন্তু বর্তমানে WWE এর অভ্যন্তরীণ পরিস্থিতি একদমই আলাদা। এখন আপনাদের কি মনে হয় বাস্তবসম্মত ভাবে কি শেন নিজের কোন রেসলিং কোম্পানি খুলতে পারবেন? কমেন্টে জানান।

রিলিজের পর শেন নতুন রেসলিং কোম্পানি খুলছেন?

আপনারা অনেকেই হয়তো শুনেছেন শেন মিকম্যান এবং WWE এর মধ্যে চলা ঝামেলার ব্যাপারে। যারা জানেন না তাদেরকে বলে দেই রয়্যাল রাম্বালের পরেই নাকি শেনকে রিলিজ করে দেওয়া হয়, কারণ হিসাবে মনে করা হচ্ছে রয়্যাল রাম্বালের প্রোডিউসার হিসাবে ব্যর্থতা এবং স্ক্রিপ্টের উপর বেজায় হস্তক্ষেপ।


শেনের বিরুদ্ধে অভিযোগ এসেছিল যে রয়্যাল রাম্বালে নিজেকে স্পটলাইটে আনার জন্য তিনি অনেক রেসলারের বুকিং খারাপ করেন। এমন রিউমর শোনা গেছে যে শেন নাকি রাম্বাল ম্যাচে ১ নম্বর স্থানে প্রবেশ করতে চেয়েছিলেন যাতে নিজেকে হাইলাইট করা যায় কিন্তু সেটা বাস্তবায়িত হয়নি এবং শেন শেষের দিকে প্রবেশ করেন।


এমনও রিপোর্ট পাওয়া গেছে যে রয়্যাল রাম্বেলে শেন ও র‍্যান্ডি অরটনের প্রবেশের স্থান তাদেরকে না জানিয়েই অদল-বদল করা হয়েছিল। শুরুতে ঠিক হয়েছিল শেন আসবে ২৯ নম্বরে এবং র‍্যান্ডি আসবে ২৮ এ, কিন্তু ২৮ নম্বরে শেনের থিমসং বাজলে শেন হকচকিয়ে যান। তখন র‍্যান্ডি তাকে বলে যে 'Here Comes The Money' থিমসং এ সে যেতে পারবে না এবং তারপরে শেনকেই যেতে হয়।


পরে জানা যায় ভিন্স শেনের রয়্যাল রাম্বালের প্ল্যানে একদমই খুশি ছিলেন না। শেন রয়্যাল রাম্বালের স্ক্রিপ্টকে নিজের সুবিধামতো পরিচালনা করতে চেয়েছিলেন যার ফলে ভিন্স নিজে দায়িত্ব নিয়ে সেই প্ল্যান পরিবর্তন করেন এবং পরে তার পুত্রকে কোম্পানি থেকে রিলিজ করার সিদ্ধান্ত নেন।


এমনও শোনা গেছে ব্রক লেসনার পর্যন্ত শেনের প্ল্যানে খুশি ছিলেন না এবং রয়্যাল রাম্বালের শেষে যা হবে তা নিয়ে তাদের মধ্যে ঝামেলাও লেগেছিল, ভিন্সও নাকি ব্রককেই সমর্থন করছিলেন এই ব্যাপারে। মোটের উপরে শেন WWE তে নিজের আইডিয়া পুশ করতে শুরু করেছিলেন। শেষপর্যন্ত ভিন্স মিকম্যান এবং WWE এর অন্যান্য ক্রিয়েটিভরা শেনের স্ক্রিপ্টকে পরিবর্তন করে নিশ্চিত করেছিলেন যেন রয়্যাল রাম্বাল শেন মিকম্যানের অধীনে না চলে।


পরবর্তীতে মনে করা হচ্ছে শেনকে চুপচাপ রিলিজ করে দেওয়া হয়েছে এবং স্ক্রিপ্ট রাইটারেরা শেনকে নিয়ে করা প্ল্যান যেমন Raw তে পাঠানো, এলিমিনেশন চেম্বারে খেলানো এবং রেসেলমেনিয়ার সব প্ল্যান ক্যান্সেল করে দিয়েছেন। Shane O'Mac হয়তো আর কোনদিন WWE তে রিটার্ন করবেন না আর করলেও আগে বাকিদের সাথে তার সম্পর্ক স্বাভাবিক হওয়ার অপেক্ষা করতে হবে।


এমতাবস্থায় WWE এর প্রাক্তন স্ক্রিপ্ট রাইটার এবং ক্রিয়েটিভ টিমের সদস্য Vince Russo একটা ট্যুইটের মাধ্যমে শেন মিকম্যানকে নিজের প্রমোশন খোলার প্রস্তাব দিয়েছেন। রুশো ইঙ্গিত করেছেন শেনের জন্য এটা একদম সঠিক সময় নিজের এক্সপেরিয়েন্স এবং আর্থিক সামর্থে একটা রেসলিং কোম্পানি খুলে দেওয়ার। রুশো ভিন্স মিকম্যান এবং টোনি খানের উদ্দেশ্যে ব্যঙ্গ করে বলেছেন-


"এটা শুধু বলে রাখছি, তবে হয়তো এখন শেন মিকম্যানের নিজের রেসলিং প্রমোশন শুরু করা উচিত। তার কাছে যথেষ্ট অভিজ্ঞতা/অর্থ/কৌশল এবং জ্ঞান আছে। এছাড়াও শেন অন্য দুইজন বড় প্রোমোটারের মতো একটা 'মার্ক (এমন রেসলিং ফ্যান যারা রেসলিং স্ক্রিপ্টেড কিনা জানে না)' না এবং অবশ্যই একটা বদমাশ তো নয়ই। এটা করলে সবথেকে প্রথমে আমিই তাকে সাপোর্ট করবো।"


শেন মিকম্যান ছোটবেলা থেকেই রেসলিং ইন্ডাস্ট্রির মধ্যেই বেড়ে উঠেছেন এবং একসময় তাকেই ভিন্স মিকম্যানের উত্তরাধিকারী হিসাবে গণ্য করা হতো, কিন্তু বর্তমানে WWE এর অভ্যন্তরীণ পরিস্থিতি একদমই আলাদা। এখন আপনাদের কি মনে হয় বাস্তবসম্মত ভাবে কি শেন নিজের কোন রেসলিং কোম্পানি খুলতে পারবেন? কমেন্টে জানান।

কোন মন্তব্য নেই

কমেন্ট করার জন্য ধন্যবাদ!