ট্রিপল এইচ - এনার ব্যাপারে জানেনা এরকম রেসলিং ফ্যান পাওয়া দুঃসাধ্য কাজ কিন্তু দ্যা গেমের ব্যাপারে কথা বলতে গেলেই মাথাতে আসে অন্য রেসলারদের ক্যারিয়ার ধ্বংস করার কথা। আমরা সবাই জানি যে দ্যা গেম এককালে WWE তে একাই রাজত্ব করতো এবং তার পথে যারাই আসতো তাদেরকেই বারি করে দেওয়া হতো বা স্পটলাইট থেকে সরিয়ে দেওয়া হত। কিন্তু অনেক ফ্যানই হয়তো জানেনা যে ট্রিপল এইচ বেশ কয়েকজন রেসলারের ক্যারিয়ারও তৈরি করে দিয়েছে।

দ্যা রক, স্টিভ অস্টিন, দ্যা আন্ডারটেকার, হাল্ক হোগেন, শন মাইকেল ইত্যাদি লেজেন্ডদের সঙ্গে সমসাময়িক ট্রিপল এইচ অ্যাটিটিউড এরার পরে রুথলেস আগ্রেশন এরা এবং পরবর্তীতে পিজি এরার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।


এছাড়াও Cerebral Assassin নামে পরিচিত ট্রিপল এইচ নিজের হাতে NXT তৈরি করেছে, যার মাধ্যমে WWE এর ভবিষ্যৎ তৈরি হয়েছে এবং বর্তমানেও হচ্ছে। রিঙের ভেতরের এবং বাইরের উভয় ক্ষেত্রেই The King of Kings এর সাহায্য পাওয়া ব্যক্তির অভাব নেই, তাদের মধ্যে আমরা আজকে এমন ৫ জনের নাম করবো যাদের ক্যারিয়ার তৈরিতে ব্যাপকভাবে ট্রিপল এইচের হাত ছিল :


5) Chris Benoit : ২০০০ সালের ডেবিউ করা এই রেসলারের ইন রিং পারফর্মেন্স বরাবরই টপ ক্লাস ছিল। রেসলিং জগতে ফ্যানদের মধ্যে নাম করেছিল তার টেকনিক্যাল রেসলিং! ২০০৪ সাল আসতে আসতে বেনোয়া কোম্পানির সর্বসেরা বেবিফেসদের মধ্যে একজন ছিল এবং তখনই সে রয়্যাল রাম্বালেরও বিজয়ী হয়।


রেসেলমেনিয়া ২০ তে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য ট্রিপল এইচ, বেনোয়া এবং শন মাইকেলের মধ্যে ট্রিপল থ্রেট ম্যাচ হয় যেখানে ট্রিপল এইচ নিজে বেনোয়ার কাছে ট্যাপ আউট করে বেনোয়ার জন্য ইতিহাসের পাতায় নাম লিখতে সাহায্য করে।


এরপরেই বেনোয়াকে মেইন ইভেন্ট প্লেয়ার এবং কোম্পানির টপ স্টারদের মধ্যে গুনতে শুরু করা হয়। ট্রিপল এইচের বিরুদ্ধে তার রাইভেলারি এবং টাইটেল ডিফেন্ডের জন্য রেসলিং ফ্যানেরা আজও তাকে মনে রাখে। 


৪) Daniel Bryan : আমরা সবাই জানি WWE এর ইতিহাসে সেরা টেকনিশিয়ানদের নাম করলে ড্যানিয়েল ব্রায়েনের নামও চলে আসবে। যদিও বর্তমানে সে AEW তে Bryan Danielson নামে রেসলিং করে তবুও WWE ফ্যানেরা তাকে ভুলতে পারবে না, যার একটা কারণ হল ট্রিপল এইচের সঙ্গে ২০১৩-১৪ সালে করা তার ফিউড।


দ্যা গেম ট্রিপল এইচের স্টেবল অথরিটি স্টোরিলাইনে ব্রায়েনকে B+ প্লেয়ার বলে দাগিয়ে দিয়েছিল, যার পরে ব্রায়েনের সব বাঁধা অতিক্রম করে রেসেলমেনিয়া ৩০ এ Triple H, Batista এবং Randy Orton -কে হারিয়ে WWE World Heavyweight Championship জেতা রেসলিং ফ্যানেরা চিরতরে মনে রাখবে। 


এরপরেই ব্রায়েন WWE এর হেডলাইনার এবং টপ পারফর্মারদের মধ্যে একজন হয়, যার ক্রেডিট ব্রায়েনের ট্যালেন্টের পাশাপাশি ট্রিপল এইচকেও দিতে হয়। 


৩) Seth Rollins : WWE এর সঙ্গে চুক্তি করার পর থেকেই ট্রিপল এইচ ও সেথ রলিন্স এর সম্পর্ক গুরু-শিশ্যের মতো ছিল। সেথ দ্যা শিল্ডের সদস্য হিসাবে ডেবিউ করলেও শিল্ড থেকে তাকে ভেঙ্গে বার করে আনে ট্রিপল এইচ এবং সেখান থেকেই তার টপ রেসলার হওয়ার যাত্রা শুরু হয়।  দ্যা অথরিটিতে ট্রিপল এইচ ও সেথ একসাথে অনেকদিন কাজ করে, যার দৌলতে রলিন্স এই যুগের সর্বসেরা ইনরিং পারফর্মারদের মধ্যে একজন হয়।


সেথ মানি ইন দ্যা ব্যাংক জিতে WWE চ্যাম্পিয়ন হয় কিন্তু ইনজুরির কারণে তাকে টাইটেল ভ্যাকান্ট করতে হয়। ফিরে আসার পরে এই ট্রিপল এইচের সাথেই তার ফিউড শুরু হয়, রেসেলমেনিয়া ৩৩ এ গিয়ে সেথ দ্যা গেমকে হারিয়ে নিজের ক্যারিয়ার মজবুর করে। দ্যা গেমের সাহায্যে সেথের ক্যারিয়ারের নতুন পর্ব শুরু হয়। 


২) Batista : আমরা সবাই পরিচিত Evolution স্টেবলের সঙ্গে, যার সদস্যের প্রত্যেকেই WWE তে রাজত্ব করেছিল। সেই স্টেবলের একজন মেম্বার ছিলেন বাতিস্তা এবং তার লিডার ছিল ট্রিপল এইচ স্বয়ং। এভোলীউশনের কোচ এবং সিনিয়র মেম্বার ছিলেন রিক ফ্ল্যেয়ার, ভবিষ্যৎ ছিল র‍্যান্ডি এবং শক্তি ছিল বাতিস্তা।


যদিও সেই স্টেবলের পার্ট হওয়ার কথা বাতিস্তার ছিল না কিন্তু আসার পরে বাতিস্তা সুযোগ হাতছাড়া করেনি এবং ইভোলিউশনে নিজের জায়গা পাক্কা করে নেই। এই লিস্টের অন্য সবাইয়ের মতো বাতিস্তাও স্পটলাইটে আসে যখন ট্রিপল এইচের সঙ্গে তার ফিউড শুরু হয় এবং রেসেলমেনিয়া ২১ এ গিয়ে বাতিস্তা দ্যা গেমকে পরাজিত করে  World Heavyweight Championship জিতে নেয়। 


তখন অনেকেই মনে করেছিল বাতিস্তার টাইটেল রেইন দীর্ঘস্থায়ী হবে না কিন্তু সবাইকে ভুল প্রমাণিত করে সে Backlash ও  Vengeance পিপিভিতে ট্রিপল এইচের উপর ডমিনেট করে টাইটেল ডিফেন্ড করে। কাজেই বাতিস্তার ক্যারিয়ারে ট্রিপল এইচের অবদান ভুলার মতো নয়।


১) Randy Orton : গত দুই দশকের সেরা রেসলারদের নাম করলে একদম প্রথমদিকে নাম আসবে দ্যা ভাইপার র‍্যান্ডি অরটনের। দ্যা লেজেন্ড কিলার আমাদেরকে অনেক মনে রাখার মতো ফিউড উপহার দিয়েছেন।  তার ক্যারিয়ার শুরু হয় ইভোলিউশন টিমে ট্রিপল এইচ এবং রিক ফ্লেয়ারের ছত্রছায়াই। ইভোলিউশনে থাকার ফলে অরটন ভবিষ্যতের জন্য তৈরি হয় এবং তারপরে ইভোলিউশনের আন্ডারে সহজেই Intercontinental এবং  World Heavyweight Championship জিতে নেয়।


বাকি সবাইয়ের মতো অরটনও ট্রিপল এইচদের বিরুদ্ধে ফিউডের মাধ্যমে বেবিফেস টার্ন করে ফ্যান ফেবারিটে পরিণত হয়। ট্রিপল এইচের সঙ্গে সুদীর্ঘ ফিউডের পরে ২০০৭ সালে নো মার্সি পিপিভিতে গিয়ে অরটন দ্যা গেমকে পরজিত করে WWE Championship এর খেতাব অর্জন করে।


রেসেলমেনিয়া ২৫ এর আগে তাদের ফিউড আবার শুরু হলে অরটন মিকম্যান ফ্যামিলির সবাইকে একে একে ধ্বংস করে দেই। অরটনের করা এই ফিউডটাই তার ক্যারিয়ারের সেরা ফিউডের মধ্যে একটি, যার জন্য এখনও তাকে মনে রাখা হয়।


অরটনের হিরো হয়ে বা রাইভ্যাল হয়ে উভয় দিক দিয়েই ট্রিপল এইচ তার ক্যারিয়ারের উপর ছাপ রেখে যায়, ফ্যানেদের চোখের সামনেই অরটন লেজেন্ডে পরিণত হয়। সেইজন্য আমার মতে অরটনই হল ট্রিপল এইচের সাপোর্ট পাওয়া সর্বশ্রেষ্ঠ রেসলার।

ট্রিপল এইচের তৈরি করা সেরা ৫ রেসলার!

ট্রিপল এইচ - এনার ব্যাপারে জানেনা এরকম রেসলিং ফ্যান পাওয়া দুঃসাধ্য কাজ কিন্তু দ্যা গেমের ব্যাপারে কথা বলতে গেলেই মাথাতে আসে অন্য রেসলারদের ক্যারিয়ার ধ্বংস করার কথা। আমরা সবাই জানি যে দ্যা গেম এককালে WWE তে একাই রাজত্ব করতো এবং তার পথে যারাই আসতো তাদেরকেই বারি করে দেওয়া হতো বা স্পটলাইট থেকে সরিয়ে দেওয়া হত। কিন্তু অনেক ফ্যানই হয়তো জানেনা যে ট্রিপল এইচ বেশ কয়েকজন রেসলারের ক্যারিয়ারও তৈরি করে দিয়েছে।

দ্যা রক, স্টিভ অস্টিন, দ্যা আন্ডারটেকার, হাল্ক হোগেন, শন মাইকেল ইত্যাদি লেজেন্ডদের সঙ্গে সমসাময়িক ট্রিপল এইচ অ্যাটিটিউড এরার পরে রুথলেস আগ্রেশন এরা এবং পরবর্তীতে পিজি এরার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।


এছাড়াও Cerebral Assassin নামে পরিচিত ট্রিপল এইচ নিজের হাতে NXT তৈরি করেছে, যার মাধ্যমে WWE এর ভবিষ্যৎ তৈরি হয়েছে এবং বর্তমানেও হচ্ছে। রিঙের ভেতরের এবং বাইরের উভয় ক্ষেত্রেই The King of Kings এর সাহায্য পাওয়া ব্যক্তির অভাব নেই, তাদের মধ্যে আমরা আজকে এমন ৫ জনের নাম করবো যাদের ক্যারিয়ার তৈরিতে ব্যাপকভাবে ট্রিপল এইচের হাত ছিল :


5) Chris Benoit : ২০০০ সালের ডেবিউ করা এই রেসলারের ইন রিং পারফর্মেন্স বরাবরই টপ ক্লাস ছিল। রেসলিং জগতে ফ্যানদের মধ্যে নাম করেছিল তার টেকনিক্যাল রেসলিং! ২০০৪ সাল আসতে আসতে বেনোয়া কোম্পানির সর্বসেরা বেবিফেসদের মধ্যে একজন ছিল এবং তখনই সে রয়্যাল রাম্বালেরও বিজয়ী হয়।


রেসেলমেনিয়া ২০ তে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য ট্রিপল এইচ, বেনোয়া এবং শন মাইকেলের মধ্যে ট্রিপল থ্রেট ম্যাচ হয় যেখানে ট্রিপল এইচ নিজে বেনোয়ার কাছে ট্যাপ আউট করে বেনোয়ার জন্য ইতিহাসের পাতায় নাম লিখতে সাহায্য করে।


এরপরেই বেনোয়াকে মেইন ইভেন্ট প্লেয়ার এবং কোম্পানির টপ স্টারদের মধ্যে গুনতে শুরু করা হয়। ট্রিপল এইচের বিরুদ্ধে তার রাইভেলারি এবং টাইটেল ডিফেন্ডের জন্য রেসলিং ফ্যানেরা আজও তাকে মনে রাখে। 


৪) Daniel Bryan : আমরা সবাই জানি WWE এর ইতিহাসে সেরা টেকনিশিয়ানদের নাম করলে ড্যানিয়েল ব্রায়েনের নামও চলে আসবে। যদিও বর্তমানে সে AEW তে Bryan Danielson নামে রেসলিং করে তবুও WWE ফ্যানেরা তাকে ভুলতে পারবে না, যার একটা কারণ হল ট্রিপল এইচের সঙ্গে ২০১৩-১৪ সালে করা তার ফিউড।


দ্যা গেম ট্রিপল এইচের স্টেবল অথরিটি স্টোরিলাইনে ব্রায়েনকে B+ প্লেয়ার বলে দাগিয়ে দিয়েছিল, যার পরে ব্রায়েনের সব বাঁধা অতিক্রম করে রেসেলমেনিয়া ৩০ এ Triple H, Batista এবং Randy Orton -কে হারিয়ে WWE World Heavyweight Championship জেতা রেসলিং ফ্যানেরা চিরতরে মনে রাখবে। 


এরপরেই ব্রায়েন WWE এর হেডলাইনার এবং টপ পারফর্মারদের মধ্যে একজন হয়, যার ক্রেডিট ব্রায়েনের ট্যালেন্টের পাশাপাশি ট্রিপল এইচকেও দিতে হয়। 


৩) Seth Rollins : WWE এর সঙ্গে চুক্তি করার পর থেকেই ট্রিপল এইচ ও সেথ রলিন্স এর সম্পর্ক গুরু-শিশ্যের মতো ছিল। সেথ দ্যা শিল্ডের সদস্য হিসাবে ডেবিউ করলেও শিল্ড থেকে তাকে ভেঙ্গে বার করে আনে ট্রিপল এইচ এবং সেখান থেকেই তার টপ রেসলার হওয়ার যাত্রা শুরু হয়।  দ্যা অথরিটিতে ট্রিপল এইচ ও সেথ একসাথে অনেকদিন কাজ করে, যার দৌলতে রলিন্স এই যুগের সর্বসেরা ইনরিং পারফর্মারদের মধ্যে একজন হয়।


সেথ মানি ইন দ্যা ব্যাংক জিতে WWE চ্যাম্পিয়ন হয় কিন্তু ইনজুরির কারণে তাকে টাইটেল ভ্যাকান্ট করতে হয়। ফিরে আসার পরে এই ট্রিপল এইচের সাথেই তার ফিউড শুরু হয়, রেসেলমেনিয়া ৩৩ এ গিয়ে সেথ দ্যা গেমকে হারিয়ে নিজের ক্যারিয়ার মজবুর করে। দ্যা গেমের সাহায্যে সেথের ক্যারিয়ারের নতুন পর্ব শুরু হয়। 


২) Batista : আমরা সবাই পরিচিত Evolution স্টেবলের সঙ্গে, যার সদস্যের প্রত্যেকেই WWE তে রাজত্ব করেছিল। সেই স্টেবলের একজন মেম্বার ছিলেন বাতিস্তা এবং তার লিডার ছিল ট্রিপল এইচ স্বয়ং। এভোলীউশনের কোচ এবং সিনিয়র মেম্বার ছিলেন রিক ফ্ল্যেয়ার, ভবিষ্যৎ ছিল র‍্যান্ডি এবং শক্তি ছিল বাতিস্তা।


যদিও সেই স্টেবলের পার্ট হওয়ার কথা বাতিস্তার ছিল না কিন্তু আসার পরে বাতিস্তা সুযোগ হাতছাড়া করেনি এবং ইভোলিউশনে নিজের জায়গা পাক্কা করে নেই। এই লিস্টের অন্য সবাইয়ের মতো বাতিস্তাও স্পটলাইটে আসে যখন ট্রিপল এইচের সঙ্গে তার ফিউড শুরু হয় এবং রেসেলমেনিয়া ২১ এ গিয়ে বাতিস্তা দ্যা গেমকে পরাজিত করে  World Heavyweight Championship জিতে নেয়। 


তখন অনেকেই মনে করেছিল বাতিস্তার টাইটেল রেইন দীর্ঘস্থায়ী হবে না কিন্তু সবাইকে ভুল প্রমাণিত করে সে Backlash ও  Vengeance পিপিভিতে ট্রিপল এইচের উপর ডমিনেট করে টাইটেল ডিফেন্ড করে। কাজেই বাতিস্তার ক্যারিয়ারে ট্রিপল এইচের অবদান ভুলার মতো নয়।


১) Randy Orton : গত দুই দশকের সেরা রেসলারদের নাম করলে একদম প্রথমদিকে নাম আসবে দ্যা ভাইপার র‍্যান্ডি অরটনের। দ্যা লেজেন্ড কিলার আমাদেরকে অনেক মনে রাখার মতো ফিউড উপহার দিয়েছেন।  তার ক্যারিয়ার শুরু হয় ইভোলিউশন টিমে ট্রিপল এইচ এবং রিক ফ্লেয়ারের ছত্রছায়াই। ইভোলিউশনে থাকার ফলে অরটন ভবিষ্যতের জন্য তৈরি হয় এবং তারপরে ইভোলিউশনের আন্ডারে সহজেই Intercontinental এবং  World Heavyweight Championship জিতে নেয়।


বাকি সবাইয়ের মতো অরটনও ট্রিপল এইচদের বিরুদ্ধে ফিউডের মাধ্যমে বেবিফেস টার্ন করে ফ্যান ফেবারিটে পরিণত হয়। ট্রিপল এইচের সঙ্গে সুদীর্ঘ ফিউডের পরে ২০০৭ সালে নো মার্সি পিপিভিতে গিয়ে অরটন দ্যা গেমকে পরজিত করে WWE Championship এর খেতাব অর্জন করে।


রেসেলমেনিয়া ২৫ এর আগে তাদের ফিউড আবার শুরু হলে অরটন মিকম্যান ফ্যামিলির সবাইকে একে একে ধ্বংস করে দেই। অরটনের করা এই ফিউডটাই তার ক্যারিয়ারের সেরা ফিউডের মধ্যে একটি, যার জন্য এখনও তাকে মনে রাখা হয়।


অরটনের হিরো হয়ে বা রাইভ্যাল হয়ে উভয় দিক দিয়েই ট্রিপল এইচ তার ক্যারিয়ারের উপর ছাপ রেখে যায়, ফ্যানেদের চোখের সামনেই অরটন লেজেন্ডে পরিণত হয়। সেইজন্য আমার মতে অরটনই হল ট্রিপল এইচের সাপোর্ট পাওয়া সর্বশ্রেষ্ঠ রেসলার।

কোন মন্তব্য নেই

কমেন্ট করার জন্য ধন্যবাদ!