রেসলিং ফ্যানেদের মধ্যে সকলেরই জানার ইচ্ছা থাকে তাদের প্রিয় রেসলার বা তাদের প্রতিপক্ষ ঠিক কত টাকা আয় করে, তাই আজকে নিয়ে এলাম WWE এবং AEW রেসলারদের বার্ষিক আয় এবং তাদের ব্রান্ড সম্পর্কিত তথ্য।

বেশিরভাগ রেসলারদের সঙ্গেই কোম্পানির দীর্ঘস্থায়ী চুক্তি করা থাকে, সাধারনত কোন রেসলারের ট্যালেন্টের কথা বিচার করে ১ থেকে ১০ বছরের চুক্তি করা হয়। এই কন্ট্রাক্টের সঙ্গে রেসলারেরা বার্ষিক বেতন, মার্চেন্ডাইস বিক্রির অংশ এবং পরিবহনের খরচ পায়। একজন সাধারণ রেসলার গড়ে  ৫ লাখ থেকে ১০ লাখ ডলার পর্যন্ত আয় করে থাকে।

আপনাদের সুবিধার্থে মিলিয়ন বা বিলিয়নের পরিবর্তে আমাদের এখানে প্রচলিত অঙ্কে আয়ের রাশি দেওয়া হয়েছে, প্রতিটি রাশিই আমেরিকান ডলার বা USD তে দেওয়া আছে। উল্লেখ্য, বর্তমানে Covid-19 চলাকালীন পরিস্থিতিতে অনেক রেসলারকে কোম্পানি থেকে রিলিজ করে দেওয়া হয়েছে বা হচ্ছে, ফলে কিছু রেসলার চুক্তির আওতায় নাও থাকতে পারে।

রেসলারদের বার্ষিক আয় ২০২২!