WWE এর সর্বশ্রেষ্ঠ ম্যানেজারদের মধ্যে অন্যতম পল হেইম্যান রোমান রেইন্স এবং ব্রক লেসনারের সাম্প্রতিক কালের মাইক স্কিলের প্রশংসা করেছেন। দ্যা রিংগার এর "The Masked Man Show" নামক পডক্যাস্টে হেইমেন জানিয়েছেন যে তিনি তার ক্লায়েন্টদের রিসেন্ট মাইক পারফরমেন্সে প্রভাবিত হয়েছেন। সেই ব্যাপারে বিস্তারিত বলতে গিয়ে হেইমেন প্রথমে দ্যা ট্রাইব্যাল চিফ রোমান রেইন্সের কথা বলেন-


"ট্রাইব্যাল চিফের ভূমিকা যে মানুষ পালন করবে তাকে ২০ বছর বয়সী নির্মল-সুদর্শন ব্যক্তি হলে চলবে না। তাকে আরও বেশী পরিপক্ব এবং দৃঢ় হতে হবে। ট্রাইব্যাল চিফ হওয়ার যোগ্যতা পাওয়ার আগেই ট্রাইব্যাল চিফ হিসাবে কথা বলা শোভা পায়না। তাই রোমান এতদিনে গিয়ে এই রোলে বেশ মানানসয়ী হয়েছে কারণ এটাই তার আসল রূপ, এইভাবেই সে নিজেকে দেখে। আমি বলতে চাই যে বর্তমানে স্ম্যাকডাউন হল সর্বশ্রেষ্ঠ রিয়্যালিটি শো কারণ আপনারা প্রকৃত রোমান রেইন্সকে প্রথমবারের মতো দেখতে পাচ্ছেন।"


রোমানের নিজের আসল রূপ দেখাবার প্রশংসা করে পল দ্যা বিস্ট ইনকারনেট ব্রক লেসনারের ব্যাপারে কথা বলা শুরু করেন-


"ব্রকের ব্যাপারে বললে বলা যায়, ব্রক কখনও কথা বলার প্রয়োজনীয়তা অনুভব করেনি। ব্রক লেসনার সেটাই করে যেটা সে নিজে করতে চাই এবং ব্রক লেসনার এমন কিছু করে না যেটা সে করতে অনিচ্ছুক। যখন ব্রক রিটার্ন করলো তখন এতদিন বাদে আসার পরে তার পারসোনালিটি পরিবর্তিত হয় এবং সে নিজের উপরে আত্মবিশ্বাস পেয়ে হয়তো বলে 'ধুর, আমি নিজের মতোই কাজ করবো এবং সবাই এই কাজকেই পছন্দ করলে করবে নাহলে করবে না! আমি সবাইকে আসল ব্রক লেসনারের ঝলক দেখাবো', যেটা আমাদের সবাইয়ের প্রত্যাশার থেকেও অনেক বেশী উজ্জ্বল, তীক্ষ্ণ ও বেটার ভার্সন ছিল ব্রক লেসনারের।"


লেসনার ২০২২ এর রয়্যাল রাম্বাল বিজয়ী হয় এবং খুব সম্ভবত রেসেলমেনিয়াতে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য রোমান রেইন্সকে ফেস করবে। আপনাদের কি মতামত ব্রক ও রোমানের বর্তমান মাইক স্কিল নিয়ে? তারা কি পল হেইমানের আন্ডারে থেকে কিছু উন্নতি করতে পেরেছে? কমেন্টে জানাবেন।

রোমান ও ব্রকের মাইক স্কিলের প্রশংসা করলেন পল হেইম্যান

ট্রিপল এইচ - এনার ব্যাপারে জানেনা এরকম রেসলিং ফ্যান পাওয়া দুঃসাধ্য কাজ কিন্তু দ্যা গেমের ব্যাপারে কথা বলতে গেলেই মাথাতে আসে অন্য রেসলারদের ক্যারিয়ার ধ্বংস করার কথা। আমরা সবাই জানি যে দ্যা গেম এককালে WWE তে একাই রাজত্ব করতো এবং তার পথে যারাই আসতো তাদেরকেই বারি করে দেওয়া হতো বা স্পটলাইট থেকে সরিয়ে দেওয়া হত। কিন্তু অনেক ফ্যানই হয়তো জানেনা যে ট্রিপল এইচ বেশ কয়েকজন রেসলারের ক্যারিয়ারও তৈরি করে দিয়েছে।

দ্যা রক, স্টিভ অস্টিন, দ্যা আন্ডারটেকার, হাল্ক হোগেন, শন মাইকেল ইত্যাদি লেজেন্ডদের সঙ্গে সমসাময়িক ট্রিপল এইচ অ্যাটিটিউড এরার পরে রুথলেস আগ্রেশন এরা এবং পরবর্তীতে পিজি এরার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

ট্রিপল এইচের তৈরি করা সেরা ৫ রেসলার!

রেসলিং জগতকে চমকে দেওয়ার মতো নিউজ শোনা গেছে, ব্রক লেসনারের নাকি রয়্যাল রাম্বাল জেতার কোন কথাই ছিল না! PWInsider এর রিপোর্ট অনুযায়ী রয়্যাল রাম্বাল ২০২২ জেতার কথা ছিল আসলে Riddle এর। সেই রিপোর্টে আরও বলা হয় যে রয়্যাল রাম্বাল অনুষ্ঠিত হওয়ার সপ্তাহ খানেক আগে থেকে স্ক্রিপ্টে অনেক ধরনের পরিবর্তন করা হয় যার মধ্যে নাকি মেইন ইভেন্ট রাম্বাল ম্যাচও বাদ যায়নি। শেষ মুহূর্তে ডিসিশন নেওয়া হয়েছিল যে ব্রক সারপ্রাইজ এন্ট্রান্স করবে এবং রাম্বালের বিজয়ী হবে। 


রিপোর্টে বলা হয়, প্রথমে দ্যা ভাইপার র‍্যান্ডি অরটনের জেতার জন্য কথা শুরু হয় কিন্তু পরবর্তীতে রিডলকেই বেছে নেওয়া হয় উইনার হিসাবে কিন্তু শেষ মুহূর্তে গিয়ে তাকে পালটিয়ে ব্রককে জেতানো হয়। প্রসঙ্গত উল্লেখ্য রিডল হল র‍্যান্ডির ট্যাগ টিম পার্টনার, তারা দুজনে মিলে RK-Bro টিম তৈরি করে এবং কিছুদিন আগেই তারা Otis ও Chad Gable এর টিমের কাছে তাদের RAW Tag Team চ্যাম্পিয়নশিপের খেতাব হারায়।

ব্রেকিং: লেসনারের রাম্বাল জেতার কথাই ছিল না!

প্রাক্তন WWE এবং TNA সুপারস্টার এবং United States চ্যাম্পিয়ন Ken Anderson যাকে আমরা Mr. Kennedy নামে চিনতাম তার নামে গুরুতর অভিযোগ আনা হয়েছে। অ্যান্ডারসন নিজে একটা রেসলিং স্কুল চালাতেন যার নাম ছিল School of Professional Wrestling, তো এই স্কুলের ছাত্রদেরকেই প্রতারণার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।


তার বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে যে তার প্রতিষ্ঠান অনেক দিন ধরেই বন্ধ আছে এবং এলাকার অন্যান্য জিম খুলে গেলেও তার প্রতিষ্ঠান এখনও খুলেনি। এমনও অভিযোগ আছে যে ২ বছর কেটে যাওয়ার পরেও অনেক ছাত্রকে কোনরকমের ট্রেইনিং দেওয়া শুরু করাই হয়নি নাকি!


অনেক ছাত্রই বলেছে যে অ্যান্ডারসন  তাদের সাথে খুব কমই যোগাযোগ রাখতো এবং নতুন করে আর সেই প্রতিষ্ঠান খুলবে বলেও মনে হয়না।  এই সন্দেহের আগুনে ঘি ঢালার কাজ করেছে অ্যান্ডারসনের স্কুলের ওয়েবসাইট ডাউন হওয়া।

প্রাক্তন রেসলারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ!

অনেক মাস অপেক্ষার পরে ফাইনালি রয়্যাল রাম্বেল ২০২২ আয়োজিত হল, কিন্তু পুরুষের ৩০ জনের রাম্বেল যেটা কিনা পুরো পিপিভির মেইন ইভেন্ট ছিল সেটা শেষ হতে মাত্র সারে ৫১ মিনিট সময় লাগলো, যেটা ২০১০ এর পরে সবথেকে কম সময়ে শেষ হওয়া রাম্বাল ম্যাচ। অর্থাৎ খুব কম রেসলারই নিজেদের প্রতিভার প্রতি সুবিচার করার সুযোগ পেয়েছে এইবারের রাম্বালে।

নিয়ম অনুযায়ী ৩০ জনের রাম্বালে বিজয়ী হবে একজনই, অর্থাৎ বাদ যাবে বাকি ২৯ জন, যাদের মধ্যে অনেক জনের কাছ থেকেই ভালো পারফর্মেন্সের আশা করেছিলাম আমরা যেটা বাস্তবায়িত হয়নি। আজকের পোস্টে এমন ৫ জনের নাম করবো যাদের আরো বেশিক্ষণ টিকে থাকা উচিত ছিল।

৫ রেসলার যারা রয়্যাল রাম্বালে হতাশ করেছে!

Royal Rumble, WWE এর সবচেয়ে বড় ৪ পিপিভি এর স্টার্টার প্যাক। নানা রকম এক্সপেক্টেশন, রিটার্ন, স্যারপ্রাইজ ও ম্যাচ কোয়ালিটির জন্য বিখ্যাত এই PPV, প্রত্যেক বছর কোনো না কোনো ভাবে এই এক্সপেক্টেশন পূরণ করে এই Royal Rumble! কিন্তু এবছর কোনো ভাবেই পূরণ হলো না। কেনো, কোন দিক দিয়ে খারাপ লেগেছে আগে তাই বলি!

১) Roman Vs Rollins Underwhelming Finish :


এ বছর Rumble এর সবচেয়ে ইন্টারেস্টিং ম্যাচ ছিলো এটা। অপোনেন্ট Seth হওয়ার রেজাল্ট টা নিয়ে টেনশন হচ্ছিলো। প্রোমো কাট, ইন্টেন্স সব দিক দিয়ে জোস ছিলো। এখন অপেক্ষা ছিলো কেমন ডেলিভার করে। ম্যাচের শুরুতে Seth এর Shield এর থিম, ভেস্ট পড়ে আসাটা মাস্টারপিস স্টোরিটেলিং ছিলো। কিন্তু ভাই এটুকুই শেষ। ম্যাচটা মোর দ্যান এ্যাভারেজ, আশা অনুযায়ী অনেক কম পেলাম। তারপরে আবার DQ ফিনিশ! চিন্তা করা যায়? অন্তত সেথ কে সোজাসুজি হারাতেও পারতো, অন্তত একটা ভালো ম্যাচ পেতাম। কিন্তু তাও হলো না৷ এটা First Disappointment!

রয়্যাল রাম্বাল ২০২২: হতাশাজনক রিভিউ ও রেজাল্ট

বিঃদ্রঃ এই পোস্টে লেখা সমস্ত তথ্য লেখকের একান্ত মতামত, আমাদের তরফে কোন তথ্যের ক্রেডিট বা দায়িত্ব নেওয়া হচ্ছে না। পোস্টটি বৃহতাকার হলেও অতি গুরুত্বপূর্ণ, তাই একবারে না পারলে কয়েকবারে পড়ুন।

কটা বড় পোস্ট নিয়ে আবারো লেখার ইচ্ছা হলো। এবারের পোস্টটা ক্লিক (Kliq) নিয়ে। যারা এই ব্যাপারে খুব পরিস্কারভাবে জানেন না, তাদের জন্য ক্লিকের ব্যাপারে আগে একটু বিষদ বলে নেই। ক্লিক হলো পেশাদার রেসলারদের নিয়ে একটা গ্রুপবিশেষ, যারা নিজেদের স্বার্থে রেসলিং কোম্পানিতে একটা রেভোলিউশন জাতীয় করেছিলো, এবং রেসলিং ইন্ডাস্ট্রি কিছুটা লাভ, এবং ভয়াবহরকম ক্ষতির সম্মুখীন হয়েছিলো এদের একতাবদ্ধতার ফলস্বরূপ; যার প্রমান এখনো পাওয়া যায়।

ক্লিকের এইসব রেসলারেরা ছিলেন যথাক্রমে শন মাইকেলস, ট্রিপল এইচ, কেভিন ন্যাশ, স্কট হল, শন ওয়ালটম্যান, প্রমুখ। ক্লিকের ইতিহাস হলো প্রো-রেসলিং জগতের সবচেয়ে নিন্দনীয় ইতিহাসের একটি, যার ভেতরে মন্ট্রিয়ল স্ক্রিউজবসহ আরও অনেক ঘটনাই ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ক্লিকের গঠন ও বিচরন বিস্ময়করভাবে প্রো-রেসলিং ইতিহাসের অনেক মাইলফলকের প্রত্যক্ষ কারন, আবার অনেক অঘটনের নেপথ্য মাধ্যমও বটে।

এখানে অনেকের অনেক প্রিয় রেসলার বা পারসোনালিটি সম্পর্কে হয়তো অনেক ঘৃণ্য তথ্য জানা যাবে, সেক্ষেত্রে আমি চাই, প্রকৃত সত্যটা সবাই জানুক, আমাদের প্রিয় রেসলারেরা সবসময়েই আমাদের মনোরঞ্জন করেন, তবে প্রত্যেকেই ব্যক্তিগত জীবনে পৃথক, আমাদের মতো তাদেরও সবারই কিছু ব্যক্তিগত ব্যাপার আছে যেগুলো তারা চান না কেউ জানুক। আসুন জেনে নেই, ক্লিক ও তাদের এসব ইতিহাস সম্পর্কে।

The Kliq : রেসলিং ইন্ডাস্ট্রির গোপন ইতিহাস