জন সিনার থেকে বেশী সময় ধরে WWE এর ফেস হিসাবে প্রতিনিধিত্ব করেছে এমন কোন রেসলারের নাম করা মুশকিল। যদিও সিনার পূর্বে আসা হাল্ক হোগেন, স্টিভ অস্টিন এবং দ্যা রক-দেরকেও WWE এর মেগাস্টার বলা চলে কিন্তু তাদের কেউই সিনার মতো এত বছর ধরে কোম্পানির ফেস হিসাবে রাজত্ব করেনি। যদিও জন সিনার এক প্রাক্তন ম্যানেজারের মতে এইসব কিছুই সম্ভব ছিল না একজন রেসলারের অবদান ছাড়া।

সিনাকে যখন প্রায় রিলিজ করে দেওয়া হয়েছিল!

প্রফেশনাল রেসলার এবং WWE এর প্রাক্তন সুপারস্টার Dalip Singh Rana ওরফে  The Great Khali আজকে বৃহস্পতিবারে ভারতীয় জনতা পার্টি বা BJP জয়েন করলেন। আজকে সকালে খালি দিল্লিতে বিজেপির হেডকোয়ার্টারে পৌঁছালে তাকে বিজেপির তরফ থেকে সংবর্ধনা জানানো হয়।


পরবর্তীতে দুপুর ১ টা নাগাদ অনুষ্ঠানের মাধ্যমে তাকে পার্টিতে স্বাগত জানানো হয়। কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির সিনিয়র লিডার জিতেন্দ্র সিং বলেন "আমাদের সাথে খালির যোগ দেওয়া দেশের যুবক সহ সাধারণ মানুষকে প্রেরণা যোগাবে।" 

দ্যা গ্রেট খালি বিজেপিতে যোগ দিলেন!

২০০৩ সালে ট্রিপল এইচ একটা ফ্যাকশন তৈরি করার নির্ণয় নিলে জন্ম নেই WWE ইতিহাসের অন্যতম সেরা ফ্যাকশনের মধ্যে একটি "ইভোলিউশন"। এই গ্রুপের সদস্যরা ছিলেন দ্যা গেম ট্রিপল এইচ নিজে, নেচার বয় রিক ফ্লেয়ার, দ্যা ভাইপার র‍্যান্ডি অরটন এবং দ্যা অ্যানিম্যাল খ্যাত বাতিস্তা। এই গ্রুপের প্রত্যেকেই তখন WWE এর মুখ্য ভূমিকায় ছিলেন ফলে গ্রুপটি আগামী কয়েক বছর ধরেই রাজত্ব করে যায়।


মনে করা হয় এভোলিউশনের আইডিয়াটা এসেছিল আগেকার একটা রেসলিং স্টেবল 'The Four Horsemen' থেকে, যার ৪ মেম্বারের মধ্যে একজন ছিলেন রিক ফ্লেয়ার নিজেই। ইভোলিউশনের লিডার ছিলেন ট্রিপল এইচ, মেন্টর ছিলেন রিক ফ্লেয়ার এবং বাকি দুই যুবক র‍্যান্ডি ও বাতিস্তা ছিল WWE এর আগামী প্রজন্মের প্রতীক। অর্থাৎ এই গ্রুপের মধ্যে রেসলিং এর ৩ টি জেনারেশন একত্রে ছিল অতীত- রিক, বর্তমান- ট্রিপল এইচ এবং ভবিষ্যৎ- র‍্যান্ডি এবং বাতিস্তা। এই কারণেই গ্রুপটার নাম ছিল ইভোলিউশন যার অর্থ হল বিবর্তন।

Evolution যেভাবে WWE কে চিরতরে বদলে দিয়েছিল!

১) WWE Ronda Rousey এর সঙ্গে আলোচনা করেছিল Raw এর প্রোমো নিয়ে। গত Raw তে Ronda বেকির সঙ্গে যে প্রোমো করে সেটার মান নিয়ে অনেক ফ্যান অভিযোগ করেছিল। WWE তে রিটার্ন করে মহিলাদের রয়্যাল রাম্বাল জিতা এই ডিভার সঙ্গে ফ্যানেদের আগেও ঝামেলা লেগেছিল, যদিও পরের স্ম্যাকডাউনে রন্ডা ভালোই প্রোমো কাটে।


২) আমরা জানি গত মাসে Samoa Joe কে WWE রিলিজ করে দিয়েছিল। এটা নিয়ে জো সোশ্যাল মিডিয়াই তেমন একটা কথা বলেননি। রিসেন্টলি জো এই ব্যাপারে ট্যুইট করে জানান," আমার ট্যুইটার ব্যবহার না করার কারণ ছিল আমি এমনিতেই খুশি ছিলাম"। তিনি সোশ্যাল মিডিয়া ব্যবহার না করলে বেশী খুশি ও আশাবাদী থাকার কথা বলেন।

রেসলিং খাস খবর, ৮ ফেব্রুয়ারি ২০২২

আপনারা অনেকেই হয়তো শুনেছেন শেন মিকম্যান এবং WWE এর মধ্যে চলা ঝামেলার ব্যাপারে। যারা জানেন না তাদেরকে বলে দেই রয়্যাল রাম্বালের পরেই নাকি শেনকে রিলিজ করে দেওয়া হয়, কারণ হিসাবে মনে করা হচ্ছে রয়্যাল রাম্বালের প্রোডিউসার হিসাবে ব্যর্থতা এবং স্ক্রিপ্টের উপর বেজায় হস্তক্ষেপ।


শেনের বিরুদ্ধে অভিযোগ এসেছিল যে রয়্যাল রাম্বালে নিজেকে স্পটলাইটে আনার জন্য তিনি অনেক রেসলারের বুকিং খারাপ করেন। এমন রিউমর শোনা গেছে যে শেন নাকি রাম্বাল ম্যাচে ১ নম্বর স্থানে প্রবেশ করতে চেয়েছিলেন যাতে নিজেকে হাইলাইট করা যায় কিন্তু সেটা বাস্তবায়িত হয়নি এবং শেন শেষের দিকে প্রবেশ করেন।

রিলিজের পর শেন নতুন রেসলিং কোম্পানি খুলছেন?