পরবর্তীতে দুপুর ১ টা নাগাদ অনুষ্ঠানের মাধ্যমে তাকে পার্টিতে স্বাগত জানানো হয়। কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির সিনিয়র লিডার জিতেন্দ্র সিং বলেন "আমাদের সাথে খালির যোগ দেওয়া দেশের যুবক সহ সাধারণ মানুষকে প্রেরণা যোগাবে।"
মনে করা হয় এভোলিউশনের আইডিয়াটা এসেছিল আগেকার একটা রেসলিং স্টেবল 'The Four Horsemen' থেকে, যার ৪ মেম্বারের মধ্যে একজন ছিলেন রিক ফ্লেয়ার নিজেই। ইভোলিউশনের লিডার ছিলেন ট্রিপল এইচ, মেন্টর ছিলেন রিক ফ্লেয়ার এবং বাকি দুই যুবক র্যান্ডি ও বাতিস্তা ছিল WWE এর আগামী প্রজন্মের প্রতীক। অর্থাৎ এই গ্রুপের মধ্যে রেসলিং এর ৩ টি জেনারেশন একত্রে ছিল অতীত- রিক, বর্তমান- ট্রিপল এইচ এবং ভবিষ্যৎ- র্যান্ডি এবং বাতিস্তা। এই কারণেই গ্রুপটার নাম ছিল ইভোলিউশন যার অর্থ হল বিবর্তন।
২) আমরা জানি গত মাসে Samoa Joe কে WWE রিলিজ করে দিয়েছিল। এটা নিয়ে জো সোশ্যাল মিডিয়াই তেমন একটা কথা বলেননি। রিসেন্টলি জো এই ব্যাপারে ট্যুইট করে জানান," আমার ট্যুইটার ব্যবহার না করার কারণ ছিল আমি এমনিতেই খুশি ছিলাম"। তিনি সোশ্যাল মিডিয়া ব্যবহার না করলে বেশী খুশি ও আশাবাদী থাকার কথা বলেন।
শেনের বিরুদ্ধে অভিযোগ এসেছিল যে রয়্যাল রাম্বালে নিজেকে স্পটলাইটে আনার জন্য তিনি অনেক রেসলারের বুকিং খারাপ করেন। এমন রিউমর শোনা গেছে যে শেন নাকি রাম্বাল ম্যাচে ১ নম্বর স্থানে প্রবেশ করতে চেয়েছিলেন যাতে নিজেকে হাইলাইট করা যায় কিন্তু সেটা বাস্তবায়িত হয়নি এবং শেন শেষের দিকে প্রবেশ করেন।