রক যেমন ছিলেন তার মাইক স্কিলে অনবদ্য, তেমনি গিমিক প্লেয়িংয়ে দুর্ধর্ষ। 'রকy Maivia' নামে ডেবিউ করার পর থেকে 'Nation of Domination' এর নেতা, 'Corporate Rock', "The People's Champ" থেকে 'Hollywood Rock' সবগুলো গিমিকেই ছিলেন তিনি সফল। কিন্তু প্রশ্ন যখন আসে সেরা গিমিকের, তখন আমি কোনটিকে বেছে নিবো? "The People's Champ" নাকি 'Hollywood Rock' কে?
দ্যা রক! WWE তথা প্রো-রেসলিং জগতের এক আইকনিক নাম। যাকে বলা হয় 'The most ELECTRIFYING man in sports entertainment'!
Survivor Series! এই শব্দ দুটি শুনলেই আমাদের সামনে ভেসে উঠে দুইটি দলের চিত্রপট! মনে পড়ে যায় Raw Vs SmackDown এর লড়াইয়ের কথা! Survivor Series এমন একটি ইভেন্ট, যার অনেক স্মৃতি মনের মধ্যে গেঁথে থাকার কথা। ঠিক তার মধ্যেই একটি ২০১৪ সালের Survivor Series এর Team Cena ও Team Authority এর মধ্যকার '৫ vs ৫ Traditional Survivor Series' ম্যাচ, যার পদে পদে ছিলো নানান চমক!
• The History :
Seth Rollins, Randy Orton ও Kane কে নিয়ে Authority তাদের প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে থাকে। October ২৭, ২০১৪ এর এপিসোডে Triple H ও Stephanie McMahon, John Cena কে Authority তে যোগদান করতে বলেন। কিন্তু Cena প্রত্যুত্তরে না বলে দেন। তখন Triple H বলেন, "You can't face the future. Future will run through you." এই বলে তিনি John Cena কে এমন ৪ জনকে খুঁজে বের করতে বলেন, যারা সিস্টেমের বিরুদ্ধে গিয়ে, Authority এর বিরুদ্ধে গিয়ে Survivor Series এ লড়াই করবে।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)