আসল নাম

 Eduardo Gory Guerrero Llanes

জন্মদিন

৯ অক্টোবর, ১৯৬৭

জন্মস্থান

El Paso, Texas, US

বাসস্থান

Scottsdale, Arizona, US

উচ্চতা

৫ ফুট ৮ ইঞ্চি (১.৭৩ মি)

ওজন

১০০ কেজি (২২০ পাউন্ড)

ট্রেনার

Gory Guerrero

অভিষেক

৫  সেপ্টেম্বর, ১৯৮৬

মৃত্যু দিন

১৩ নভেম্বর ২০০৫


১৯৬৭ সালের ৯ অক্টোবর লিজেন্ডারি মেক্সিকান Guerrero রেসলিং ফ্যামিলিতে জন্ম হয়েছিল এক পুত্রশিশুর। মা-বাবা শখ করে বংশধারার সাথে মিলিয়ে নাম রেখেছিলেন Eduardo Gory Guerrero Yañez একটু বড় নাম ই। তখন হয়ত অনেকেই ভাবেন নি এই ছোট্ট শিশুটি ই একদিন তাদের লেগাসিকে রেসলিং দুনিয়ার সর্বোচ্চ শিখরে নিয়ে যাবে! বিশ্বব্যাপী কোটি কোটি রেসলিং ফ্যানদের কাছে "Latino Heat" হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে! নামের সাথে কর্মের সত্যিকার সু-বিচার করবে!

হ্যাঁ, কথা হচ্ছিলো Viva La Raza র সত্ত্বাধিকারীকে নিয়ে, বলছিলাম Eddie Guerrero র কথা। Gory Guerrero র সুযোগ্য পুত্র, পিউর ব্লাড বইছিলো যার শরীরে। বাবা Gory ও তার ক্যারিয়ারে কম অর্জন করেন নি, যোগ্যতার ষোলকলা ই পূর্ণ করেছিলেন। তিনি ছিলেন তার সময়ের অন্যতম শ্রেষ্ঠ রেসলার, বিশেষ করে হার্ডকোর রেসলিংয়ে তার সময়কার রাজা, যখন ৯০-২০০০ দশকের অন্যতম সেরা হার্ডকোর রেসলার হিসেবে খ্যাত Tommy Dreamer, Sandman দের জন্মও হয় নি। উদ্ভাবক ছিলেন ইতিহাসের অন্যতম হার্ডকোর সাবমিশন ম্যানুভার Camel Clutch এর।

♦ এডির ব্যক্তিগত জীবন :

১৯৬৭ সালের ৯ অক্টোবর Eddie র জন্ম হয়েছিল টেক্সাসের এল পাসোতে। যা মূলত আমেরিকার অঙ্গরাজ্য। কিন্তু তার ফ্যামিলি ছিলো ল্যাটিন আমেরিকান বংশধারার অর্থাৎ তিনি ছিলেন মূলত ল্যাটিন অরিজিনের। নিজের সত্যিকার মাতৃভূমি, অরিজিন থেকে দূরে থেকেও তিনি তার অরিজিনের কৃষ্টি ভূলেন নি। ফেমাসও হয়েছিলেন তার অরিজিনের ভিত্তির ওপর ই। তিনি সুপ্রসিদ্ধ মেক্সিকান Guerrero রেসলিং ফ্যামিলিতে জন্মেছিলেন।

ব্যক্তিগত জীবনে Vickie Guerrero ছিলো তার সহ-ধর্মিনী। তাদের Shaul Marie, Sherilyn Amber এবং Kaylie Marie নামে তিনটি কন্যাসন্তান রয়েছে। তিনি ছিলেন একজন প্র্যাকটিসিন খ্রিস্টান। Chris Benoit, Dean Malenko, Rey Mysterio, Batista প্রমুখরা ছিলেন তার বাস্তব জীবনের কাছের বন্ধু।

অতিরিক্ত ড্রাগ নেয়ার কারনে ২০০৫ সালে, মাত্র ৩৮ বছর বয়সে তিনি আমাদেরকে ছেড়ে চলে যান। Eddie ছিলো Vicckie Gurrero এর Husband। স্বামীর প্রতি শ্রদ্ধা রেখে এরপর আর কখনো ভিকি বিয়ে করেনি। Eddie ছিলো তার সময়ের সেরা High Flyer...। 

এছাড়াও এডির দুইটি পোষা কুকুর ছিল, তিনি কুসংস্কারে বিশ্বাসী ছিলেন না, তিনি স্কুলজীবনে লাজুক স্বভাবের ছিলেন, তাঁর প্রিয় সিরিজ ছিল “Friends”, তাঁর প্রিয় খাদ্য ছিল Cheesecake, তাঁর জীবনের অন্যতম লক্ষ্য ছিল বিনীত হওয়া, তিনি স্বীকার করেছেন যে তিনি একটু রগচটা স্বভাবের ছিলেন, তিনি Low-Ride গাড়ি অনেক পছন্দ করতেন, তিনি Fajita নামক এক সুস্বাদু খাবার বানাতে পারতেন।

♦ এডির রেসলিং ক্যারিয়ার :

দুনিয়াব্যাপী ফ্যানদের হৃদয়ের মণিকোটায় জায়গা করে নেয়া এই লিজেন্ডের বর্ণালী ক্যারিয়ারের দিকে একটু নজরপাত করা যাক -

• এডির রেসলিং জগতে প্রবেশ এবং ম্যাক্সিকান ক্যারিয়ার :

রেসলিংয়ে ডেবুউ করেন ১৯৮৭ সালে, অর্থাৎ তিনি Chris Jericho এরও আগ থেকে নিজের রেসলিং ক্যারিয়ার শুরু করেন। Jericho র ডেবুউ হয়েছিল ১৯৯০ সালে। রেসলিংয়ে তার হাতে কড়ি ঘটে স্বীয় পিতা দ্বারা। পিতা Gory Guerrero র নিজ হাতে গড়ে উঠছিলেন ভবিষ্যতের এই Latino Heat! Eddie তার ক্যারিয়ারের সূচনা করেন মেক্সিকান রেসলিং প্রমো CMLL এ, পরে আসেন মেক্সিকান প্রমো WWA তে। Eddie র ক্যারিয়ারের গ্রাউন্ড লেবেলের ডেভলাপমেন্ট হয় মূলত এসব মেক্সিকান রেসলিং প্রমোসমূহেই। বিশেষ করে AAA (Asistencia Asesoria Y Administracion) তে।

তিনি সেখানে Art Barr র সাথে (যিনি পরবর্তীতে তার রিয়াল লাইফের বন্ধু তেও পরিণত হোন) La Pareja Del Terror (The Pair Of Terror) নামক হিল ট্যাগ টিম স্ট্যাবল ঘটন করেন। মূলত এ ট্যাগ টিম কম্বিনেশন ই থাকে লাইমলাইটে নিয়ে আসে। Barr কে নিয়ে ১৯৯৪ সালে খেলেন তার ক্যারিয়ারের একমাত্র ৫★(স্টার) ম্যাচটি। অত :পর তাদের এ স্ট্যাবলের ব্রেক আপ ঘটে তখন যখন ততকালীন ECW র কর্তা Paul Heyman এর চোখ পড়ে Eddie র ওপর এবং তাকে নিয়ে আসেন তার কোম্পানিতে। Art এরও আসার সম্ভাবনা ছিলো কিন্তু ১৯৯৫ সালেই তিনি মারা যান। (Art এর মৃত্যুও হয়েছিল হার্ট এট্যাকে!)

• NJPW, ECW এবং WCW ক্যারিয়ার :

এরপর Eddie বিখ্যাত জাপানী রেসলিং প্রমো NJPW তেও রেসলিং করেন। সেখানে তিনি জাপানী প্রো-রেসলিংয়ের মাক্সধারী ঐতিহ্যবাহী "Black Tiger " এর দ্বিতীয় ভার্শন হোন (Black Tiger হলো জাপানী এনিম কারেক্টর Tiger Mask এর চতুর্থ রূপ)। হ্যাঁ, Eddie একসময় মাক্সধারী রেসলারও ছিলেন। ১৯৯৬ সাল পর্যন্ত ছিলেন ওখানে।

১৯৯৫ সালে ECW তে আসার পর অভিষেক ম্যাচে ই হয়ে যান ECW World Television Champion। এই চ্যাম্পিয়নশীপ টাইটেলের জন্য রেসলিং য়ের "Ice Man" খ্যাত Dean Malenko এবং ২ Cold Scorpio র সাথে তার ECW ক্যারিয়ারের বেশীরভাগ ফিউড হয়। ঐ বছরের আগষ্টের ৬ তারিখ ECW তে তিনি তার শেষ ম্যাচ খেলেন যা ড্র হয়। এ ক্ষুদ্র সময় ই তিনি এতো ফ্যান-ফেবরাইট হয়ে ওঠেন যে, যাওয়ার সময় এরিনার ক্রাউড "Please Don't Go" বলে তাকে বাধাপ্রাপ্ত করে।

এর মধ্যে ১৯৮৯ সালে তিনি WCW তেও রেসলিং করেন। যদিও তাকে জবার বানিয়ে রাখা হয়, তাই চলে যান সেখান থেকে। পরবর্তীতে অর্থাৎ ১৯৯৫ সালের লাস্টে ECW ছাড়ার পর আবারও WCW তে ফিরে আসেন। এবার সাথে ছিলেন তার ওল্ড বাডিস Dean Malenko এবং Chris Benoit, যারা NJPW এবং ECW তেও তার সাথে রেসলিং করেছিলেন। WCW তে তার অনেক মেমোরেবল ও বিখ্যাত ফিউড আছে। যেমন- United States Heavyweight Championship এর জন্য Ric Flair, Page, Dean Malenko দের সাথে ফিউড;Cruiserweight Championship এর জন্য Chris Jericho, Rey Mysterio Jr দের সাথে ফিউড; তার ভাতিজা Chavo এবং Latino World Order এর সাথে ফিউডও অন্যতম। "The Filthy Animals" নামে Rey Mysterio Jr আর Konnan কে নিয়ে তিনি একটি স্ট্যাবলও ঘটন করেন সেখানে।

• এডির WWE তে আগমন :

২০০০ সালে এডি WWF (বর্তমান WWE) র সাথে কন্ট্রাক্টে যুক্ত হোন, এবারও তার সাথে ছিলেন তার পুরনো বাডিস এবং ততকালীন WCW স্টার্স Benoit, Malenko এবং Saturn। তারা ঐ সময়কার Raw Is War এ 'The Radicalz' নামে New Outlaws দের বিপক্ষে ডেবুউ করেন। ঐ ম্যাচে Frog Splash দেয়ার সময় Eddie এলবোর ইঞ্জুরিতে পড়েন, ফলে কিছুদিনের জন্য তাকে রিংয়ের বাইরে থাকতে হয়। এরপর মার্চের দিকে তাকে আবারও দেখা যায় Chyna র সাথে, চায়নার প্রতি ক্রাস খাওয়া রেসলার হিসেবে। ঐসময় Eddie চায়নাকে "Mamacita"(প্রিয় বস্তুকে বুঝাতে একধরণের ভালোবাসার শব্দ) বলে সম্বোধন করেন। তাদের মধ্যে হালকা মিঠা, হালকা ঝাঁজ, হালকা বিরহের স্টোরি চলতে থাকে অনেক সময় ধরে। তাদের মধ্যকার ঐ সময়কার স্টোরিলাইন, কেমিস্ট্রি, ফানি মুমেন্ট, সেগমেন্ট, ফিউডগুলো ছিল চোখে পড়ার মতো(ঐ সময় নিজে দেখেছি ঐ ফিউডগুলো)। বিভিন্ন ঘটন, অঘটনের মধ্যে দিয়ে এই ফিউডের সময় WWE তে তিনি তার ফার্স্ট Intercontinental টাইটেল ম্যাচও জিতেন। একপর্যায়ে কিছুটা ভূল বুঝাবুঝি আর অভিমান বশত Chyna আর Eddie র সম্পর্ক ছেদ(স্ক্রিপ্টেড) ঘটে। ঐ সময় ই তিনি Hadry Boyz, Lita, Essa Rios, Chris Jericho, Benoit, X-Pac প্রমুখের সাথে বিভিন্ন ফিউডে জড়ান। পূর্ব ফ্র্যাকশন "The Radicalz" দের সাথেও তার রি-ইউনিয়ন ঘটে। কিন্তু এসময় তার ক্যারিয়ারে কিছুটা কালো রাত্রি নেমে আসে, তাকে মদ্যপ অবস্থায় পুলিশ এরেস্ট করে, এঘটনার ফলে WWF তাকে সাসপেন্ড করে দেয়।

• ইন্ডিতে এবং আবার WWE তে প্রবেশ :

এরপর কিছুদিনের জন্য ইন্ডিপেন্ডেন্ট সার্কিটে চলে যান। সেখানে তিনি Ring Of Honour প্রমোশনের ডেবিউ শোতে Super Crazy র মুখোমুখি হোন। ইন্ডি সার্কিটে কিছুদিন রেসলিং করার পর WWE তাকে আবারও তাদের শোতে রিটার্ন করায়। এবার Eddie- RVD, Rey Mysterio Jr, Chavo, Kurt Angle, Big Show, Ric Flair, John Cena প্রমুখের সাথে কিছু স্মরণীয় ফিউড করেন। ঐসময় Guerrero দের বিখ্যাত স্লোগান "We Lie, We Cheat, And We Steal, But At Least We're Honest About It " এর সূচনা হয় এবং চরমভাবে পপুলারিটি পায়। পরে তিনি Tajiri, Mysterio র সাথে টিম-আপ করেন, তারা Tag Team Champions ও হোন আবার ব্রেক-আপও হয়।

তখন পর্যন্ত তিনি মিড-কার্ডার ই ছিলেন। Eddie নিজেকে মেইন-ইভেন্টার রেসলার হিসেবে প্রমাণ করেন ২০০৪ সালের ২৯ জানুয়ারি SmackDown ব্র‍্যান্ডের একটি Royal Rumble ম্যাচ জিতে, এর ফলে তিনি WWE টাইটেলের জন্য No ১ Contender ও নির্বাচিত হোন এবং ততকালীন WWE চ্যাম্পিয়ন Brock Lesnar এর সাথে ফিউড শুরু করেন। এ ধারায় ঐ বছরের No Way Out পে-পার-ভিউ তে ক্যারিয়ারে প্রথমবারের মতো তিনি WWE Champion হোন। একই সাথে WWE ইতিহাসের Eleventh Triple-Crown এবং Sixth Grand Slam চ্যাম্পিয়ন ও।

এরপর Kurt Angle ও JBL এর সাথে শুরু হয় তার ঐতিহাসিক ফিউড, যাতে পরে তার ভাতিজা Chavo এবং Chavo র বাবা যোগ দেয়। JBL এর কাছে তাকে টাইটেলও হারাতে হয়। Kurt এবং JBL এর সাথের ফিউডগুলোতে ব্যাপকভাবে পার্সোনাল হানাহানীমূলক Kayfabe বৈশিষ্ট্যের নমুনা দেখা যায়।

করুণ মৃত্যুর শেষদিকে তার ফরমার ট্যাগ পার্টনার Rey Mysterio Jr র সাথে হিল গিমিকে ফিউড করেন কিছুদিন, তখন তিনি তার বিখ্যাত Catchphrase "Lie, Cheat, And Steal" এর ডার্ক রিমিক্স ভার্শন থিম হিসেবে ব্যবহার করতে থাকেন। এটা ছিলো তার সিগনেচার ও। শেষদিকে Batista র সাথে একটি ছোট্ট ফিউড হয় এবং World Title ম্যাচে তিনি তার সাথে হেরে যান। ম্যাচটির শেষে তিনি শেষবারের মতো Face টার্ন করেন।

WWE তে তার শেষ ম্যাচ ছিলো Mr. Kennedy র সাথে, যে ম্যাচটি তিনি তার সিগনেচার Lie, Cheat, And Steal দিয়ে জয়লাভ করেন। যেদিন তিনি মারা যান সেদিন তার, Batista এবং Randy Orton এর মাঝে World Heavyweight Championship এর জন্য একটি ট্রিপল থ্রেট ম্যাচ হয়ার কথা ছিলো। কিন্তু ম্যাচটি কেবল 'ছিল' রূপে ই থেকে যায়, Eddie র আর খেলা হয় নি।

♦ মৃত্যু ও সম্মাননা :

• এডির মৃত্যু নিয়ে ভুল ধারনা :

২০০৫ সালের ১৩ই নভেম্বরে এই রেসলিং কিংবদন্তির অপ্রত্যাশিত মৃত্যু ঘটে। যে কিনা নিজের ক্যারিয়ারের সেরা সময় চলাকালীন সকলকে অবাক করে দিয়ে অস্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করে। Eddie Guerrero এর মৃত্যুর কারণ নিয়ে আজও অনেকেই মনের মধ্যে অনেক ভুল ধারণা রাখে। অনেকেই মনে করে যে সে রিংয়ের মধ্যে হার্ট এট্যাক করে মারা যায় এবং JBL তখন তাকে পিন করে, কিন্তু সেটা একদম ভুল, তখন সে আদও মারা যায়নি।

২০০৫ সালের ১৩ই নভেম্বরে Minneapolis এ নিজের হোটেল রূমে Eddie এর ভাগ্নে, Chavo তাকে অচেতন অবস্থায় খুজে পায়। ঘটনাস্থলে ডাক্তাররা আসলে তারা তাকে মৃত ঘোষণা করে। পরে জানা যায়, অতিরিক্ত ড্রাগ নেওয়ার কারণে হার্ট এট্যাকের মাধ্যমে তার মৃত্যু ঘটে। Eddie এর স্ত্রী Vickie Guerrero, যে কিনা আগে Raw এর জেনারেল ম্যানেজার ছিল, সে জানায় যে পুরো সপ্তাহজুড়েই Eddie অসুখে ভুগছিল। তার মৃত্যুর ১৭ দিন পর Chavo জানায় যে, Eddie প্রতিদিন কঠোর ট্রেনিংয়ের মাধ্যমে নিজের শারীরিক ফিটনেসকে আরো উন্নত করার চেষ্টা করছিল। ময়নাতদন্তে জানা যায় মূলত হার্ট-এটাকের কারণে তিনি মারা যান। মাত্র ৩৮ বছর বয়সে এই লেজেন্ডারী কীর্তিমান রেসলারের বর্ণালী জীবনের অবসান ঘটে।

• মৃত্যুর পরবর্তী সম্মাননা :

Eddie Guerrero এর অকাল মৃত্যুতে পুরো রেসলিং ইন্ডাস্ট্রি শোকাহত হয়। তার মৃত্যুর পরের Raw ও SmackDown শো দুটি তার সম্মানার্থে রাখা হয়, সে সপ্তাহের জন্য WWE এর সকল স্টোরিলাইন স্থগিত করা হয় এবং কোন রেসলারকেই জোরপূর্বক রেসলিং করতে বলা হয় না, যদিও অনেকে স্বেচ্ছায় ম্যাচ খেলে। তার মধ্যে Eddie এর ভাগ্নে, Chavo Guerrero ও ছিল, যে কিনা নিজের আংকেলের প্রতি সম্মান জানিয়ে তার ফিনিশিং মুভ Frog Splash ব্যাবহার করে ম্যাচটি জিতে।

WWE র দুটি ব্র্যান্ড RAW এবং SmackDown তাকে নিয়ে পৃথক পৃথক Tribute প্রদর্শন করে। সে সপ্তাহের Raw শুরু হয় WWE এর তৎকালীন সকল রেসলার এবং কিছু কর্মচারীদের এন্ট্রেন্স এর স্থানে দাড়িয়ে থাকা অবস্থায়। সেখানে WWE এর মালিক Vince McMahon, Eddie এর ব্যাপারে একটা বক্তৃতা দেয়। তারপর সকলে নীরবতা পালন করে এবং ১০ বার বেল বাজে। এ পর্যন্ত অনেক কিংবদন্তী রেসলাররাই মারা গিয়েছে, কিন্তু খুব কম রেসলারই এরকম সম্মানে সম্মানিত হয়েছে।

তার সম্মানার্থে "Ten-Bell Salute" দেয়া হয় Chavo, Mysterio, Christian, CM Punk, Benoit প্রমুখরা তাকে নিয়ে Tribute করেন, অনেকে তার প্রতি সম্মান প্রদর্শনান্তে তাদের ম্যাচে Frog Flash ফিনিশার মুভ হিসেবে ব্যবহার করেন এবং তাদের কিছু ম্যাচ Eddie র প্রতি উৎসর্গিতও করেন, অন্যান্য রেসলাররা হাতে "E G " ব্যাজ ধারণ করেও তার প্রতি তাদের সম্মান প্রদর্শন করেন। এর মধ্যে Wrestlemania তে Rey Mysterio র World Championship ম্যাচ টি ছিল অন্যতম, যা তিনি Eddie র প্রতি উৎসর্গিত করেন।

অন্যান্য প্রো-রেসলিং প্রমোও এই লেজেন্ডের প্রতি তাদের সম্মান এবং ট্রিবিউট প্রদর্শন করে। TNA তাদের পে-পার-ভিউ "TNA Genesis", Eddie র প্রতি উৎসর্গিত করে, ROH তাদের পরবর্তী শোর নাম রাখে "Night Of Tribute", অপরদিকে CZW ও তাদের কার্ডে Eddie র প্রতি "Ten-Bell Salute" প্রদর্শন করে। আমেরিকান রক ব্যান্ড ৩ Doors Down তার প্রতি Tribute প্রদর্শনে "Here Without You" গানটি গায়। তাকে নিয়ে পরবর্তীতে অনেকগুলো ট্রিবিউট সং গাওয়া হয়। যার মধ্যে Boyce Avenue র "Hear Me Now", Lilian Garcia র "Live On" অন্যতম।

২০০৬ সালের ১ এপ্রিল বিখ্যাত এই লেজেন্ড কে WWE তাদের Hall Of Fame-এ ইন্ডাক্ট করে। রেসলিং ক্যারিয়ারে তার অসংখ্য অর্জনের মাঝে বিশেষভাবে উল্লেখযোগ্য হল-Wrestling Observer Newsletter কর্তৃক তাকে একাধারে ২০০৪ ও ২০০৫ সালের "Most Charismatic" রেসলারের খেতাবে ভূষিত করা। অপরদিকে Pro Wrestling Illustrated তাকে ২০০২ ও ২০০৪ সালের "Most Inspirational Wrestler Of The Year" এর খেতাবে ভূষিত করে। PWI এর রাঙ্কিং- এ ২০০৪ সালের ওয়ার্ল্ড-ওয়াইড ৫০০ জন বেস্ট প্রো-রেসলারের তালিকায় তার অবস্থান ছিল দ্বিতীয়।

Eddie ছিলেন এমন একজন রেসলার যাকে রেসলিং করতে গিয়ে অবর্ণনীয় পেইন সহ্য করতে হয়েছে। তার মুভসেট ই ছিল এরকম, যেগুলাতে হাই ইম্পেক্ট ও গভীর ইঞ্জুরিতে ভোগার সম্ভাবনা থাকে। পিঠের ইঞ্জুরি, পা ও পায়ের আঙ্গুলের অসহ্য পেইন নিয়ে তাকে প্রতিটা ম্যাচে রেসলিং করতে হত, তিনি তার পায়ের আঙ্গুলের কিছু অংশ খুঁইয়েও ফেলেছিলেন। তাকে অনেক বার এসবের জন্য পেইন মেডিকেশন রিহেভ(পুনর্বাসন) য়েও যেতে হয়েছে। অতিরিক্ত পেইন কিলার নিতে হয়েছে। যা ছিল তার নিত্যসঙ্গী। এসব কিছু নিয়েও তিনি আমাদের এন্টারটেইন করে গিয়েছেন। তার "Lie, Cheat, Steal" গিমিকটা হিল ক্যাটাগরির হলেও দর্শকরা এটাকে চরমভাবে পছন্দ করতো, এন্টারটেইনড হত, উপরন্তু তার এধরণের বিহেভ করার সময় এরিনা জুড়ে দর্শকদের তার প্রতি চিয়ার্সগুলো ছিল দেখার মতো। অর্থাৎ তিনি ছিলেন ঐসময়ে দর্শকদের এন্টারটেইনিংয়ের প্রাণ-ভোমরা। যা তিনি এখনোও রয়ে গেছেন এবং ভবিষ্যতেও থাকবেন প্রতিটি রেসলিং ফ্যানের অন্তরের মণিকোটায়, চোখের কোণের ঐ অশ্রুকণায়!

তিনি একজন ভাল স্বামী, একজন ভাল পিতা, একজন ভাল সন্তান, একজন ভাল বন্ধু, একজন ভাল সহকর্মী এবং সর্বোপরি একজন ভাল মানুষ ছিলেন। তাঁর হটাৎ মৃত্যুর এই ঘটনাকে WWE এর ইতিহাসে অন্যতম সবচেয়ে দু:খজনক ঘটনা বলেও আখ্যায়িত করা হয়। WWE তে তাঁর অবদান অবিস্মরণীয়, তাঁর শূন্যস্থান কখনো পূরণ হওয়ার নয়।

• এডির ব্যাপারে কয়েকটি অজানা কথা :

১) সে Mexicoএর Juarez এ জন্মগ্রহন করেন।

২) সে ৯ অক্টোবর, ১৯৬৭ সালে জন্মগ্রহন করে।  তিনি তাঁর বাবা-মার ছয়জন সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ।

৩) সে Guerrero Wrestling Family থেকে এসেছেন। এ পরিবার থেকে মোট ৬ জন রেসলার এসেছেন।

৪) তার আসল নাম Eduardo Gory Guerrero Llane। তার বাবার নাম Gory Guerrero যে তার Trainer ও ছিলেন।

৫) ১৯৮৭ সালে সে মেক্সিকোতে একজন প্রো রেসলার হিসেবে DEBUTE করেন।

৬) তার ফিনিশিং মুভ ছিল Frog splash  এবং সিগনেচার মুভগুলি ছিল - Three Amigos, Tornado DDT, Power Bomb, Figure For Leg Lock, Vertical, Monkey Flip, Europium Upper Lock & Top Rope Drop Kick।

৭) Eddie Guerrero স্মেকডাউনের প্রথম ট্রিপল ক্রাউন চ্যাম্পিয়ন।

৮) Eddie Guerrero তাঁর সবচেয়ে ভাল বন্ধু এবং ট্যাগ টিম পার্টনার Art Barr এর স্মরণে তাঁর ফিনিশিং মুভ Frog Splash ব্যবহার করত। ১৯৯৫ সালে তাঁদের দুজনের একসাথে ECW তে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই Art Barr মৃত্যুবরণ করেন।

৯) Undertaker এবং Chris Jericho এর পূর্বে Eddie Guerrero প্রফেশনাল রেসলিং এর জগতে পদার্পণ করেন।

১০) তিনি প্রাথমিক জীবনে তাঁর বাবা Gory Guerrero এর কাছ থেকে প্রশিক্ষণ নেন। তাঁর বাবাও মেক্সিকোর ইতিহাসের অন্যতম সর্বকালের শ্রেষ্ঠ ক্রীড়াবিদ ছিলেন। বলা যায়, ছেলে বাবার নাম অনেক ভালভাবে রক্ষা করতে পেরেছে।

১১) Eddie Guerrero Brock Lesnar কে হারিয়ে WWE Championship জিতেন। Eddie তার ১ম WWE Championship “No Way Out” ২০০৪ এ Brock Lesnar এর বিরুদ্ধে অজর্ন করেন।

১২) সে তার ১ম United States Title Diamond Dallas Page এর কাছ থেকে জিতেন।

১৩) Eddie Guerrero তাঁর জীবনের প্রথম ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশীপ জিতেন Chyna কে হারিয়ে।

১৪) Eddie Guerrero কখনো World Heavyweight Champion হননি।

১৫) সে ২ বার European টাইটেল জিতেন।

১৬) তার পছন্দের উক্তি “Viva La Raza!” এর অর্থ “Long Live The Race” এই উক্তিটি সে তার Theme Music এ ব্যবহার করতেন। তিনি “I Lie, I Cheat, I Steal” উক্তিটিও পছন্দ করতেন।

১৭) Chavo Guerrero Eddie Guerrero এর Nephew + Tag Team Partner।

১৮) সে তার সর্বশেষ ম্যচ Mr. Kennedy এর বিপক্ষে খেলেন।

♦ রেসলিং জগতে অর্জন সমূহ :

Lucha Libre AAA Worldwide

AAA World Tag Team Championship (১ বার) – সঙ্গে : Art Barr

AAA Hall of Fame (Class of ২০০৮)

Extreme Championship Wrestling

ECW World Television Championship (২ বার)

Hardcore Hall of Fame

Class of ২০১৫

Independent Wrestling Association Mid-South

IWA Mid-South Heavyweight Championship (১ বার)

Latin American Wrestling Association

LAWA Heavyweight Championship (১ বার)

New Japan Pro Wrestling

Best of the Super Juniors III (১৯৯৬)

Junior Heavyweight Super Grade Tag League (১৯৯৬) – সঙ্গে : The Great Sasuke

Pro Wrestling Federation

PWF World Tag Team Championship (১ বার) – সঙ্গে : Héctor Guerrero

Pro Wrestling Illustrated

Comeback of the Year (১৯৯৯)

Inspirational Wrestler of the Year (২০০২, ২০০৪)

Stanley Weston Award (২০০৫)

Ranked No. ২ of the top ৫০০ wrestlers in the PWI ৫০০ in ২০০৪

Ranked No. ৮১ of the top ৫০০ wrestlers of the "PWI Years" in ২০০৩

Ranked No. ১৮ of the top ১০০ tag teams of the "PWI Years" with Art Barr in ২০০৩

World Championship Wrestling

WCW Cruiserweight Championship (২ বার)

WCW United States Heavyweight Championship (১ বার)

World Wrestling All-Stars

WWA International Cruiserweight Championship (১ বার)

World Wrestling Association

WWA Trios Championship (১ বার) – সঙ্গে : Chavo Guerrero এবং Mando Guerrero

WWA World Welterweight Championship (১ বার)

World Wrestling Federation/World Wrestling Entertainment

WWE Championship (১ বার)

WWF European Championship (২ বার)

WWE United States Championship (১ বার)

WWF/WWE Intercontinental Championship (২ বার)

WWE Tag Team Championship (৪ বার) – সঙ্গে : Chavo Guerrero (২), Tajiri (১) এবং Rey Mysterio (১)

WWE Hall of Fame (Class of ২০০৬)

WWE United States Championship Tournament (২০০৩)

Eleventh Triple Crown Champion

Sixth Grand Slam Champion

Wrestling Observer Newsletter

Best on Interviews (২০০৫)

Feud of the Year (১৯৯৪) Los Gringos Locos vs. AAA

Feud of the Year (১৯৯৫) vs. Dean Malenko

Most Charismatic (২০০৪, ২০০৫)

Tag Team of the Year (১৯৯৪) with Art Barr as La Pareja del Terror

Tag Team of the Year (২০০২) with Chavo Guerrero as Los Guerreros

Wrestling Observer Newsletter Hall of Fame (Class of ২০০৬)


EDDIE GUERRERO : এডি গুরেরো


আসল নাম

 Eduardo Gory Guerrero Llanes

জন্মদিন

৯ অক্টোবর, ১৯৬৭

জন্মস্থান

El Paso, Texas, US

বাসস্থান

Scottsdale, Arizona, US

উচ্চতা

৫ ফুট ৮ ইঞ্চি (১.৭৩ মি)

ওজন

১০০ কেজি (২২০ পাউন্ড)

ট্রেনার

Gory Guerrero

অভিষেক

৫  সেপ্টেম্বর, ১৯৮৬

মৃত্যু দিন

১৩ নভেম্বর ২০০৫


১৯৬৭ সালের ৯ অক্টোবর লিজেন্ডারি মেক্সিকান Guerrero রেসলিং ফ্যামিলিতে জন্ম হয়েছিল এক পুত্রশিশুর। মা-বাবা শখ করে বংশধারার সাথে মিলিয়ে নাম রেখেছিলেন Eduardo Gory Guerrero Yañez একটু বড় নাম ই। তখন হয়ত অনেকেই ভাবেন নি এই ছোট্ট শিশুটি ই একদিন তাদের লেগাসিকে রেসলিং দুনিয়ার সর্বোচ্চ শিখরে নিয়ে যাবে! বিশ্বব্যাপী কোটি কোটি রেসলিং ফ্যানদের কাছে "Latino Heat" হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে! নামের সাথে কর্মের সত্যিকার সু-বিচার করবে!

হ্যাঁ, কথা হচ্ছিলো Viva La Raza র সত্ত্বাধিকারীকে নিয়ে, বলছিলাম Eddie Guerrero র কথা। Gory Guerrero র সুযোগ্য পুত্র, পিউর ব্লাড বইছিলো যার শরীরে। বাবা Gory ও তার ক্যারিয়ারে কম অর্জন করেন নি, যোগ্যতার ষোলকলা ই পূর্ণ করেছিলেন। তিনি ছিলেন তার সময়ের অন্যতম শ্রেষ্ঠ রেসলার, বিশেষ করে হার্ডকোর রেসলিংয়ে তার সময়কার রাজা, যখন ৯০-২০০০ দশকের অন্যতম সেরা হার্ডকোর রেসলার হিসেবে খ্যাত Tommy Dreamer, Sandman দের জন্মও হয় নি। উদ্ভাবক ছিলেন ইতিহাসের অন্যতম হার্ডকোর সাবমিশন ম্যানুভার Camel Clutch এর।

♦ এডির ব্যক্তিগত জীবন :

১৯৬৭ সালের ৯ অক্টোবর Eddie র জন্ম হয়েছিল টেক্সাসের এল পাসোতে। যা মূলত আমেরিকার অঙ্গরাজ্য। কিন্তু তার ফ্যামিলি ছিলো ল্যাটিন আমেরিকান বংশধারার অর্থাৎ তিনি ছিলেন মূলত ল্যাটিন অরিজিনের। নিজের সত্যিকার মাতৃভূমি, অরিজিন থেকে দূরে থেকেও তিনি তার অরিজিনের কৃষ্টি ভূলেন নি। ফেমাসও হয়েছিলেন তার অরিজিনের ভিত্তির ওপর ই। তিনি সুপ্রসিদ্ধ মেক্সিকান Guerrero রেসলিং ফ্যামিলিতে জন্মেছিলেন।

ব্যক্তিগত জীবনে Vickie Guerrero ছিলো তার সহ-ধর্মিনী। তাদের Shaul Marie, Sherilyn Amber এবং Kaylie Marie নামে তিনটি কন্যাসন্তান রয়েছে। তিনি ছিলেন একজন প্র্যাকটিসিন খ্রিস্টান। Chris Benoit, Dean Malenko, Rey Mysterio, Batista প্রমুখরা ছিলেন তার বাস্তব জীবনের কাছের বন্ধু।

অতিরিক্ত ড্রাগ নেয়ার কারনে ২০০৫ সালে, মাত্র ৩৮ বছর বয়সে তিনি আমাদেরকে ছেড়ে চলে যান। Eddie ছিলো Vicckie Gurrero এর Husband। স্বামীর প্রতি শ্রদ্ধা রেখে এরপর আর কখনো ভিকি বিয়ে করেনি। Eddie ছিলো তার সময়ের সেরা High Flyer...। 

এছাড়াও এডির দুইটি পোষা কুকুর ছিল, তিনি কুসংস্কারে বিশ্বাসী ছিলেন না, তিনি স্কুলজীবনে লাজুক স্বভাবের ছিলেন, তাঁর প্রিয় সিরিজ ছিল “Friends”, তাঁর প্রিয় খাদ্য ছিল Cheesecake, তাঁর জীবনের অন্যতম লক্ষ্য ছিল বিনীত হওয়া, তিনি স্বীকার করেছেন যে তিনি একটু রগচটা স্বভাবের ছিলেন, তিনি Low-Ride গাড়ি অনেক পছন্দ করতেন, তিনি Fajita নামক এক সুস্বাদু খাবার বানাতে পারতেন।

♦ এডির রেসলিং ক্যারিয়ার :

দুনিয়াব্যাপী ফ্যানদের হৃদয়ের মণিকোটায় জায়গা করে নেয়া এই লিজেন্ডের বর্ণালী ক্যারিয়ারের দিকে একটু নজরপাত করা যাক -

• এডির রেসলিং জগতে প্রবেশ এবং ম্যাক্সিকান ক্যারিয়ার :

রেসলিংয়ে ডেবুউ করেন ১৯৮৭ সালে, অর্থাৎ তিনি Chris Jericho এরও আগ থেকে নিজের রেসলিং ক্যারিয়ার শুরু করেন। Jericho র ডেবুউ হয়েছিল ১৯৯০ সালে। রেসলিংয়ে তার হাতে কড়ি ঘটে স্বীয় পিতা দ্বারা। পিতা Gory Guerrero র নিজ হাতে গড়ে উঠছিলেন ভবিষ্যতের এই Latino Heat! Eddie তার ক্যারিয়ারের সূচনা করেন মেক্সিকান রেসলিং প্রমো CMLL এ, পরে আসেন মেক্সিকান প্রমো WWA তে। Eddie র ক্যারিয়ারের গ্রাউন্ড লেবেলের ডেভলাপমেন্ট হয় মূলত এসব মেক্সিকান রেসলিং প্রমোসমূহেই। বিশেষ করে AAA (Asistencia Asesoria Y Administracion) তে।

তিনি সেখানে Art Barr র সাথে (যিনি পরবর্তীতে তার রিয়াল লাইফের বন্ধু তেও পরিণত হোন) La Pareja Del Terror (The Pair Of Terror) নামক হিল ট্যাগ টিম স্ট্যাবল ঘটন করেন। মূলত এ ট্যাগ টিম কম্বিনেশন ই থাকে লাইমলাইটে নিয়ে আসে। Barr কে নিয়ে ১৯৯৪ সালে খেলেন তার ক্যারিয়ারের একমাত্র ৫★(স্টার) ম্যাচটি। অত :পর তাদের এ স্ট্যাবলের ব্রেক আপ ঘটে তখন যখন ততকালীন ECW র কর্তা Paul Heyman এর চোখ পড়ে Eddie র ওপর এবং তাকে নিয়ে আসেন তার কোম্পানিতে। Art এরও আসার সম্ভাবনা ছিলো কিন্তু ১৯৯৫ সালেই তিনি মারা যান। (Art এর মৃত্যুও হয়েছিল হার্ট এট্যাকে!)

• NJPW, ECW এবং WCW ক্যারিয়ার :

এরপর Eddie বিখ্যাত জাপানী রেসলিং প্রমো NJPW তেও রেসলিং করেন। সেখানে তিনি জাপানী প্রো-রেসলিংয়ের মাক্সধারী ঐতিহ্যবাহী "Black Tiger " এর দ্বিতীয় ভার্শন হোন (Black Tiger হলো জাপানী এনিম কারেক্টর Tiger Mask এর চতুর্থ রূপ)। হ্যাঁ, Eddie একসময় মাক্সধারী রেসলারও ছিলেন। ১৯৯৬ সাল পর্যন্ত ছিলেন ওখানে।

১৯৯৫ সালে ECW তে আসার পর অভিষেক ম্যাচে ই হয়ে যান ECW World Television Champion। এই চ্যাম্পিয়নশীপ টাইটেলের জন্য রেসলিং য়ের "Ice Man" খ্যাত Dean Malenko এবং ২ Cold Scorpio র সাথে তার ECW ক্যারিয়ারের বেশীরভাগ ফিউড হয়। ঐ বছরের আগষ্টের ৬ তারিখ ECW তে তিনি তার শেষ ম্যাচ খেলেন যা ড্র হয়। এ ক্ষুদ্র সময় ই তিনি এতো ফ্যান-ফেবরাইট হয়ে ওঠেন যে, যাওয়ার সময় এরিনার ক্রাউড "Please Don't Go" বলে তাকে বাধাপ্রাপ্ত করে।

এর মধ্যে ১৯৮৯ সালে তিনি WCW তেও রেসলিং করেন। যদিও তাকে জবার বানিয়ে রাখা হয়, তাই চলে যান সেখান থেকে। পরবর্তীতে অর্থাৎ ১৯৯৫ সালের লাস্টে ECW ছাড়ার পর আবারও WCW তে ফিরে আসেন। এবার সাথে ছিলেন তার ওল্ড বাডিস Dean Malenko এবং Chris Benoit, যারা NJPW এবং ECW তেও তার সাথে রেসলিং করেছিলেন। WCW তে তার অনেক মেমোরেবল ও বিখ্যাত ফিউড আছে। যেমন- United States Heavyweight Championship এর জন্য Ric Flair, Page, Dean Malenko দের সাথে ফিউড;Cruiserweight Championship এর জন্য Chris Jericho, Rey Mysterio Jr দের সাথে ফিউড; তার ভাতিজা Chavo এবং Latino World Order এর সাথে ফিউডও অন্যতম। "The Filthy Animals" নামে Rey Mysterio Jr আর Konnan কে নিয়ে তিনি একটি স্ট্যাবলও ঘটন করেন সেখানে।

• এডির WWE তে আগমন :

২০০০ সালে এডি WWF (বর্তমান WWE) র সাথে কন্ট্রাক্টে যুক্ত হোন, এবারও তার সাথে ছিলেন তার পুরনো বাডিস এবং ততকালীন WCW স্টার্স Benoit, Malenko এবং Saturn। তারা ঐ সময়কার Raw Is War এ 'The Radicalz' নামে New Outlaws দের বিপক্ষে ডেবুউ করেন। ঐ ম্যাচে Frog Splash দেয়ার সময় Eddie এলবোর ইঞ্জুরিতে পড়েন, ফলে কিছুদিনের জন্য তাকে রিংয়ের বাইরে থাকতে হয়। এরপর মার্চের দিকে তাকে আবারও দেখা যায় Chyna র সাথে, চায়নার প্রতি ক্রাস খাওয়া রেসলার হিসেবে। ঐসময় Eddie চায়নাকে "Mamacita"(প্রিয় বস্তুকে বুঝাতে একধরণের ভালোবাসার শব্দ) বলে সম্বোধন করেন। তাদের মধ্যে হালকা মিঠা, হালকা ঝাঁজ, হালকা বিরহের স্টোরি চলতে থাকে অনেক সময় ধরে। তাদের মধ্যকার ঐ সময়কার স্টোরিলাইন, কেমিস্ট্রি, ফানি মুমেন্ট, সেগমেন্ট, ফিউডগুলো ছিল চোখে পড়ার মতো(ঐ সময় নিজে দেখেছি ঐ ফিউডগুলো)। বিভিন্ন ঘটন, অঘটনের মধ্যে দিয়ে এই ফিউডের সময় WWE তে তিনি তার ফার্স্ট Intercontinental টাইটেল ম্যাচও জিতেন। একপর্যায়ে কিছুটা ভূল বুঝাবুঝি আর অভিমান বশত Chyna আর Eddie র সম্পর্ক ছেদ(স্ক্রিপ্টেড) ঘটে। ঐ সময় ই তিনি Hadry Boyz, Lita, Essa Rios, Chris Jericho, Benoit, X-Pac প্রমুখের সাথে বিভিন্ন ফিউডে জড়ান। পূর্ব ফ্র্যাকশন "The Radicalz" দের সাথেও তার রি-ইউনিয়ন ঘটে। কিন্তু এসময় তার ক্যারিয়ারে কিছুটা কালো রাত্রি নেমে আসে, তাকে মদ্যপ অবস্থায় পুলিশ এরেস্ট করে, এঘটনার ফলে WWF তাকে সাসপেন্ড করে দেয়।

• ইন্ডিতে এবং আবার WWE তে প্রবেশ :

এরপর কিছুদিনের জন্য ইন্ডিপেন্ডেন্ট সার্কিটে চলে যান। সেখানে তিনি Ring Of Honour প্রমোশনের ডেবিউ শোতে Super Crazy র মুখোমুখি হোন। ইন্ডি সার্কিটে কিছুদিন রেসলিং করার পর WWE তাকে আবারও তাদের শোতে রিটার্ন করায়। এবার Eddie- RVD, Rey Mysterio Jr, Chavo, Kurt Angle, Big Show, Ric Flair, John Cena প্রমুখের সাথে কিছু স্মরণীয় ফিউড করেন। ঐসময় Guerrero দের বিখ্যাত স্লোগান "We Lie, We Cheat, And We Steal, But At Least We're Honest About It " এর সূচনা হয় এবং চরমভাবে পপুলারিটি পায়। পরে তিনি Tajiri, Mysterio র সাথে টিম-আপ করেন, তারা Tag Team Champions ও হোন আবার ব্রেক-আপও হয়।

তখন পর্যন্ত তিনি মিড-কার্ডার ই ছিলেন। Eddie নিজেকে মেইন-ইভেন্টার রেসলার হিসেবে প্রমাণ করেন ২০০৪ সালের ২৯ জানুয়ারি SmackDown ব্র‍্যান্ডের একটি Royal Rumble ম্যাচ জিতে, এর ফলে তিনি WWE টাইটেলের জন্য No ১ Contender ও নির্বাচিত হোন এবং ততকালীন WWE চ্যাম্পিয়ন Brock Lesnar এর সাথে ফিউড শুরু করেন। এ ধারায় ঐ বছরের No Way Out পে-পার-ভিউ তে ক্যারিয়ারে প্রথমবারের মতো তিনি WWE Champion হোন। একই সাথে WWE ইতিহাসের Eleventh Triple-Crown এবং Sixth Grand Slam চ্যাম্পিয়ন ও।

এরপর Kurt Angle ও JBL এর সাথে শুরু হয় তার ঐতিহাসিক ফিউড, যাতে পরে তার ভাতিজা Chavo এবং Chavo র বাবা যোগ দেয়। JBL এর কাছে তাকে টাইটেলও হারাতে হয়। Kurt এবং JBL এর সাথের ফিউডগুলোতে ব্যাপকভাবে পার্সোনাল হানাহানীমূলক Kayfabe বৈশিষ্ট্যের নমুনা দেখা যায়।

করুণ মৃত্যুর শেষদিকে তার ফরমার ট্যাগ পার্টনার Rey Mysterio Jr র সাথে হিল গিমিকে ফিউড করেন কিছুদিন, তখন তিনি তার বিখ্যাত Catchphrase "Lie, Cheat, And Steal" এর ডার্ক রিমিক্স ভার্শন থিম হিসেবে ব্যবহার করতে থাকেন। এটা ছিলো তার সিগনেচার ও। শেষদিকে Batista র সাথে একটি ছোট্ট ফিউড হয় এবং World Title ম্যাচে তিনি তার সাথে হেরে যান। ম্যাচটির শেষে তিনি শেষবারের মতো Face টার্ন করেন।

WWE তে তার শেষ ম্যাচ ছিলো Mr. Kennedy র সাথে, যে ম্যাচটি তিনি তার সিগনেচার Lie, Cheat, And Steal দিয়ে জয়লাভ করেন। যেদিন তিনি মারা যান সেদিন তার, Batista এবং Randy Orton এর মাঝে World Heavyweight Championship এর জন্য একটি ট্রিপল থ্রেট ম্যাচ হয়ার কথা ছিলো। কিন্তু ম্যাচটি কেবল 'ছিল' রূপে ই থেকে যায়, Eddie র আর খেলা হয় নি।

♦ মৃত্যু ও সম্মাননা :

• এডির মৃত্যু নিয়ে ভুল ধারনা :

২০০৫ সালের ১৩ই নভেম্বরে এই রেসলিং কিংবদন্তির অপ্রত্যাশিত মৃত্যু ঘটে। যে কিনা নিজের ক্যারিয়ারের সেরা সময় চলাকালীন সকলকে অবাক করে দিয়ে অস্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করে। Eddie Guerrero এর মৃত্যুর কারণ নিয়ে আজও অনেকেই মনের মধ্যে অনেক ভুল ধারণা রাখে। অনেকেই মনে করে যে সে রিংয়ের মধ্যে হার্ট এট্যাক করে মারা যায় এবং JBL তখন তাকে পিন করে, কিন্তু সেটা একদম ভুল, তখন সে আদও মারা যায়নি।

২০০৫ সালের ১৩ই নভেম্বরে Minneapolis এ নিজের হোটেল রূমে Eddie এর ভাগ্নে, Chavo তাকে অচেতন অবস্থায় খুজে পায়। ঘটনাস্থলে ডাক্তাররা আসলে তারা তাকে মৃত ঘোষণা করে। পরে জানা যায়, অতিরিক্ত ড্রাগ নেওয়ার কারণে হার্ট এট্যাকের মাধ্যমে তার মৃত্যু ঘটে। Eddie এর স্ত্রী Vickie Guerrero, যে কিনা আগে Raw এর জেনারেল ম্যানেজার ছিল, সে জানায় যে পুরো সপ্তাহজুড়েই Eddie অসুখে ভুগছিল। তার মৃত্যুর ১৭ দিন পর Chavo জানায় যে, Eddie প্রতিদিন কঠোর ট্রেনিংয়ের মাধ্যমে নিজের শারীরিক ফিটনেসকে আরো উন্নত করার চেষ্টা করছিল। ময়নাতদন্তে জানা যায় মূলত হার্ট-এটাকের কারণে তিনি মারা যান। মাত্র ৩৮ বছর বয়সে এই লেজেন্ডারী কীর্তিমান রেসলারের বর্ণালী জীবনের অবসান ঘটে।

• মৃত্যুর পরবর্তী সম্মাননা :

Eddie Guerrero এর অকাল মৃত্যুতে পুরো রেসলিং ইন্ডাস্ট্রি শোকাহত হয়। তার মৃত্যুর পরের Raw ও SmackDown শো দুটি তার সম্মানার্থে রাখা হয়, সে সপ্তাহের জন্য WWE এর সকল স্টোরিলাইন স্থগিত করা হয় এবং কোন রেসলারকেই জোরপূর্বক রেসলিং করতে বলা হয় না, যদিও অনেকে স্বেচ্ছায় ম্যাচ খেলে। তার মধ্যে Eddie এর ভাগ্নে, Chavo Guerrero ও ছিল, যে কিনা নিজের আংকেলের প্রতি সম্মান জানিয়ে তার ফিনিশিং মুভ Frog Splash ব্যাবহার করে ম্যাচটি জিতে।

WWE র দুটি ব্র্যান্ড RAW এবং SmackDown তাকে নিয়ে পৃথক পৃথক Tribute প্রদর্শন করে। সে সপ্তাহের Raw শুরু হয় WWE এর তৎকালীন সকল রেসলার এবং কিছু কর্মচারীদের এন্ট্রেন্স এর স্থানে দাড়িয়ে থাকা অবস্থায়। সেখানে WWE এর মালিক Vince McMahon, Eddie এর ব্যাপারে একটা বক্তৃতা দেয়। তারপর সকলে নীরবতা পালন করে এবং ১০ বার বেল বাজে। এ পর্যন্ত অনেক কিংবদন্তী রেসলাররাই মারা গিয়েছে, কিন্তু খুব কম রেসলারই এরকম সম্মানে সম্মানিত হয়েছে।

তার সম্মানার্থে "Ten-Bell Salute" দেয়া হয় Chavo, Mysterio, Christian, CM Punk, Benoit প্রমুখরা তাকে নিয়ে Tribute করেন, অনেকে তার প্রতি সম্মান প্রদর্শনান্তে তাদের ম্যাচে Frog Flash ফিনিশার মুভ হিসেবে ব্যবহার করেন এবং তাদের কিছু ম্যাচ Eddie র প্রতি উৎসর্গিতও করেন, অন্যান্য রেসলাররা হাতে "E G " ব্যাজ ধারণ করেও তার প্রতি তাদের সম্মান প্রদর্শন করেন। এর মধ্যে Wrestlemania তে Rey Mysterio র World Championship ম্যাচ টি ছিল অন্যতম, যা তিনি Eddie র প্রতি উৎসর্গিত করেন।

অন্যান্য প্রো-রেসলিং প্রমোও এই লেজেন্ডের প্রতি তাদের সম্মান এবং ট্রিবিউট প্রদর্শন করে। TNA তাদের পে-পার-ভিউ "TNA Genesis", Eddie র প্রতি উৎসর্গিত করে, ROH তাদের পরবর্তী শোর নাম রাখে "Night Of Tribute", অপরদিকে CZW ও তাদের কার্ডে Eddie র প্রতি "Ten-Bell Salute" প্রদর্শন করে। আমেরিকান রক ব্যান্ড ৩ Doors Down তার প্রতি Tribute প্রদর্শনে "Here Without You" গানটি গায়। তাকে নিয়ে পরবর্তীতে অনেকগুলো ট্রিবিউট সং গাওয়া হয়। যার মধ্যে Boyce Avenue র "Hear Me Now", Lilian Garcia র "Live On" অন্যতম।

২০০৬ সালের ১ এপ্রিল বিখ্যাত এই লেজেন্ড কে WWE তাদের Hall Of Fame-এ ইন্ডাক্ট করে। রেসলিং ক্যারিয়ারে তার অসংখ্য অর্জনের মাঝে বিশেষভাবে উল্লেখযোগ্য হল-Wrestling Observer Newsletter কর্তৃক তাকে একাধারে ২০০৪ ও ২০০৫ সালের "Most Charismatic" রেসলারের খেতাবে ভূষিত করা। অপরদিকে Pro Wrestling Illustrated তাকে ২০০২ ও ২০০৪ সালের "Most Inspirational Wrestler Of The Year" এর খেতাবে ভূষিত করে। PWI এর রাঙ্কিং- এ ২০০৪ সালের ওয়ার্ল্ড-ওয়াইড ৫০০ জন বেস্ট প্রো-রেসলারের তালিকায় তার অবস্থান ছিল দ্বিতীয়।

Eddie ছিলেন এমন একজন রেসলার যাকে রেসলিং করতে গিয়ে অবর্ণনীয় পেইন সহ্য করতে হয়েছে। তার মুভসেট ই ছিল এরকম, যেগুলাতে হাই ইম্পেক্ট ও গভীর ইঞ্জুরিতে ভোগার সম্ভাবনা থাকে। পিঠের ইঞ্জুরি, পা ও পায়ের আঙ্গুলের অসহ্য পেইন নিয়ে তাকে প্রতিটা ম্যাচে রেসলিং করতে হত, তিনি তার পায়ের আঙ্গুলের কিছু অংশ খুঁইয়েও ফেলেছিলেন। তাকে অনেক বার এসবের জন্য পেইন মেডিকেশন রিহেভ(পুনর্বাসন) য়েও যেতে হয়েছে। অতিরিক্ত পেইন কিলার নিতে হয়েছে। যা ছিল তার নিত্যসঙ্গী। এসব কিছু নিয়েও তিনি আমাদের এন্টারটেইন করে গিয়েছেন। তার "Lie, Cheat, Steal" গিমিকটা হিল ক্যাটাগরির হলেও দর্শকরা এটাকে চরমভাবে পছন্দ করতো, এন্টারটেইনড হত, উপরন্তু তার এধরণের বিহেভ করার সময় এরিনা জুড়ে দর্শকদের তার প্রতি চিয়ার্সগুলো ছিল দেখার মতো। অর্থাৎ তিনি ছিলেন ঐসময়ে দর্শকদের এন্টারটেইনিংয়ের প্রাণ-ভোমরা। যা তিনি এখনোও রয়ে গেছেন এবং ভবিষ্যতেও থাকবেন প্রতিটি রেসলিং ফ্যানের অন্তরের মণিকোটায়, চোখের কোণের ঐ অশ্রুকণায়!

তিনি একজন ভাল স্বামী, একজন ভাল পিতা, একজন ভাল সন্তান, একজন ভাল বন্ধু, একজন ভাল সহকর্মী এবং সর্বোপরি একজন ভাল মানুষ ছিলেন। তাঁর হটাৎ মৃত্যুর এই ঘটনাকে WWE এর ইতিহাসে অন্যতম সবচেয়ে দু:খজনক ঘটনা বলেও আখ্যায়িত করা হয়। WWE তে তাঁর অবদান অবিস্মরণীয়, তাঁর শূন্যস্থান কখনো পূরণ হওয়ার নয়।

• এডির ব্যাপারে কয়েকটি অজানা কথা :

১) সে Mexicoএর Juarez এ জন্মগ্রহন করেন।

২) সে ৯ অক্টোবর, ১৯৬৭ সালে জন্মগ্রহন করে।  তিনি তাঁর বাবা-মার ছয়জন সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ।

৩) সে Guerrero Wrestling Family থেকে এসেছেন। এ পরিবার থেকে মোট ৬ জন রেসলার এসেছেন।

৪) তার আসল নাম Eduardo Gory Guerrero Llane। তার বাবার নাম Gory Guerrero যে তার Trainer ও ছিলেন।

৫) ১৯৮৭ সালে সে মেক্সিকোতে একজন প্রো রেসলার হিসেবে DEBUTE করেন।

৬) তার ফিনিশিং মুভ ছিল Frog splash  এবং সিগনেচার মুভগুলি ছিল - Three Amigos, Tornado DDT, Power Bomb, Figure For Leg Lock, Vertical, Monkey Flip, Europium Upper Lock & Top Rope Drop Kick।

৭) Eddie Guerrero স্মেকডাউনের প্রথম ট্রিপল ক্রাউন চ্যাম্পিয়ন।

৮) Eddie Guerrero তাঁর সবচেয়ে ভাল বন্ধু এবং ট্যাগ টিম পার্টনার Art Barr এর স্মরণে তাঁর ফিনিশিং মুভ Frog Splash ব্যবহার করত। ১৯৯৫ সালে তাঁদের দুজনের একসাথে ECW তে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই Art Barr মৃত্যুবরণ করেন।

৯) Undertaker এবং Chris Jericho এর পূর্বে Eddie Guerrero প্রফেশনাল রেসলিং এর জগতে পদার্পণ করেন।

১০) তিনি প্রাথমিক জীবনে তাঁর বাবা Gory Guerrero এর কাছ থেকে প্রশিক্ষণ নেন। তাঁর বাবাও মেক্সিকোর ইতিহাসের অন্যতম সর্বকালের শ্রেষ্ঠ ক্রীড়াবিদ ছিলেন। বলা যায়, ছেলে বাবার নাম অনেক ভালভাবে রক্ষা করতে পেরেছে।

১১) Eddie Guerrero Brock Lesnar কে হারিয়ে WWE Championship জিতেন। Eddie তার ১ম WWE Championship “No Way Out” ২০০৪ এ Brock Lesnar এর বিরুদ্ধে অজর্ন করেন।

১২) সে তার ১ম United States Title Diamond Dallas Page এর কাছ থেকে জিতেন।

১৩) Eddie Guerrero তাঁর জীবনের প্রথম ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশীপ জিতেন Chyna কে হারিয়ে।

১৪) Eddie Guerrero কখনো World Heavyweight Champion হননি।

১৫) সে ২ বার European টাইটেল জিতেন।

১৬) তার পছন্দের উক্তি “Viva La Raza!” এর অর্থ “Long Live The Race” এই উক্তিটি সে তার Theme Music এ ব্যবহার করতেন। তিনি “I Lie, I Cheat, I Steal” উক্তিটিও পছন্দ করতেন।

১৭) Chavo Guerrero Eddie Guerrero এর Nephew + Tag Team Partner।

১৮) সে তার সর্বশেষ ম্যচ Mr. Kennedy এর বিপক্ষে খেলেন।

♦ রেসলিং জগতে অর্জন সমূহ :

Lucha Libre AAA Worldwide

AAA World Tag Team Championship (১ বার) – সঙ্গে : Art Barr

AAA Hall of Fame (Class of ২০০৮)

Extreme Championship Wrestling

ECW World Television Championship (২ বার)

Hardcore Hall of Fame

Class of ২০১৫

Independent Wrestling Association Mid-South

IWA Mid-South Heavyweight Championship (১ বার)

Latin American Wrestling Association

LAWA Heavyweight Championship (১ বার)

New Japan Pro Wrestling

Best of the Super Juniors III (১৯৯৬)

Junior Heavyweight Super Grade Tag League (১৯৯৬) – সঙ্গে : The Great Sasuke

Pro Wrestling Federation

PWF World Tag Team Championship (১ বার) – সঙ্গে : Héctor Guerrero

Pro Wrestling Illustrated

Comeback of the Year (১৯৯৯)

Inspirational Wrestler of the Year (২০০২, ২০০৪)

Stanley Weston Award (২০০৫)

Ranked No. ২ of the top ৫০০ wrestlers in the PWI ৫০০ in ২০০৪

Ranked No. ৮১ of the top ৫০০ wrestlers of the "PWI Years" in ২০০৩

Ranked No. ১৮ of the top ১০০ tag teams of the "PWI Years" with Art Barr in ২০০৩

World Championship Wrestling

WCW Cruiserweight Championship (২ বার)

WCW United States Heavyweight Championship (১ বার)

World Wrestling All-Stars

WWA International Cruiserweight Championship (১ বার)

World Wrestling Association

WWA Trios Championship (১ বার) – সঙ্গে : Chavo Guerrero এবং Mando Guerrero

WWA World Welterweight Championship (১ বার)

World Wrestling Federation/World Wrestling Entertainment

WWE Championship (১ বার)

WWF European Championship (২ বার)

WWE United States Championship (১ বার)

WWF/WWE Intercontinental Championship (২ বার)

WWE Tag Team Championship (৪ বার) – সঙ্গে : Chavo Guerrero (২), Tajiri (১) এবং Rey Mysterio (১)

WWE Hall of Fame (Class of ২০০৬)

WWE United States Championship Tournament (২০০৩)

Eleventh Triple Crown Champion

Sixth Grand Slam Champion

Wrestling Observer Newsletter

Best on Interviews (২০০৫)

Feud of the Year (১৯৯৪) Los Gringos Locos vs. AAA

Feud of the Year (১৯৯৫) vs. Dean Malenko

Most Charismatic (২০০৪, ২০০৫)

Tag Team of the Year (১৯৯৪) with Art Barr as La Pareja del Terror

Tag Team of the Year (২০০২) with Chavo Guerrero as Los Guerreros

Wrestling Observer Newsletter Hall of Fame (Class of ২০০৬)


কোন মন্তব্য নেই

কমেন্ট করার জন্য ধন্যবাদ!