আসল নাম

Christopher Michael Benoit

জন্মদিন

২১ মে, ১৯৬৭

জন্মস্থান

Montreal, Quebec, Canada

বাসস্থান

Fayetteville, Georgia, US

উচ্চতা

৫ ফুট ১০ ইঞ্চি (১.৭৮ মি)

ওজন

১০০ কেজি (২২০ পাউন্ড)

ট্রেনারস

Bruce Hart, NJPW

অভিষেক

২২ নভেম্বর, ১৯৮৫

মৃত্যু দিন

২৪ জুন, ২০০৭


রেসলিং জগতে উজ্জ্বল একজন নক্ষত্র ছিলেন Chris Benoit, অর্জন করেছিলেন প্রফেশনাল রেসলিং ভক্তদের ভালোবাসা ও সম্মান। অসাধারণ টেকনিক্যাল রেসলিং দ্বারা দর্শকদের হৃদয় জিতে নিতে সক্ষম হয়েছিলেন তিনি। 'Benoit' কে 'Dave Meltzer' তার দেখা সর্বকালের সেরা ৫ প্রো-রেসলারদের মধ্যে স্থান দিয়েছেন।  কিন্তু তাঁর অকাল মৃত্যুবরণ স্তম্ভিত করে দেয় সমগ্র রেসলিং বিশ্বকে। তার রহস্যে ভরা মৃত্যু সংবাদটি দেখে কেউই নিজের চোখকে তখন বিশ্বাস করতে পারেনি।

♦ ব্যক্তিগত জীবন :

রেসলিং ইতিহাসের অন্যতম সেরা "The Best Damned Technical Wrestler In The World" খ্যাত Chris Benoit ১৯৬৭ সালের ২১শে মে কানাডার মন্ট্রিলে জন্মগ্রহণ করেন। তার আসল নাম Christopher Michael Benoit। Benoit এর বাবার নাম Michael Benoit ও তার মায়ের নাম Margaret Benoit।  রেসলারদের মধ্যে তাঁর সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন EDDIE GUERRERO। দুই বন্ধুরই জীবনাবসান হয় খুব অল্প বয়সেই।  ইংরেজি এবং ফারসি - দুই ভাষাতেই সমান পারদর্শী ছিলেন Benoit।  একবার বাড়িতে একটি পোষা কুকুরের সাথে দুষ্টুমি করতে গিয়ে তার একটি দাঁত পড়ে যায়।

Chris Benoit তার দাম্পত্য জীবনে ২ বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। প্রথমবার তিনি Martina Benoit -কে বিয়ে করেছিলেন এবং পরবর্তীকালে তাকে ডিভোর্স দিয়েছিলেন। তাদের দুইটি সন্তানের নাম David Benoit ও Megan Benoit। দ্বিতীয়বার Nancy Benoit নামক এক ভদ্রমহিলার সঙ্গে পরিণয়াবদ্ধ হয়েছিলেন Chris Benoit। তাঁদের পুত্রের নাম Daniel Benoit। Chris Benoit -এর প্রথম স্ত্রীর পক্ষের সন্তান David Benoit -ও তার বাবার মতো একজন বড় রেসলার হওয়ার স্বপ্ন দেখেন। তিনি বর্তমানে রেসলার হওয়ার কঠোর অনুশীলন গ্রহণ করছেন। এমনকি AEW -এর মালিক TONY KHAN -ও তাকে নিজের কোম্পানিতে নেয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন এবং তিনি নিজেও AEW তে যাওয়ার ইচ্ছা দেখিয়েছেন, তাই  খুব শীঘ্রই আমরা তাকে AEW প্রমোশনে রেসলিং করতে দেখতে পারি।

♦ বেনোয়ার রেসলিং ক্যারিয়ার :

মাত্র ১২ বছর বয়স থেকে তাঁর মধ্যে একজন রেসলার হওয়ার কামনার উন্মেষ ঘটে।  Tom Billington এবং Bret Hart -এর কাছে থেকে তিনি রেসলিং শেখার প্রেরণা পান।  Bret Hart ও Owen Hart -এর পিতা Stu Hart তাঁকে সর্বপ্রথম রেসলিং বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন।  ১৯৮৫ সালে Stu Hart -এর একটি স্থানীয় রেসলিং প্রমোশন "Stampede Wrestling" -এ একটি ট্যাগ টিম ম্যাচ খেলার মধ্য দিয়ে রেসলিংয়ে অভিষেক করেন Chris Benoit।  তিনি খুব অল্প সময়েই ফ্যান ফেভারিট হয়েউঠেন। তিনি অনেক হার্ডকোর ম্যাচ উপহার দিয়েছেন আমাদের।  দীর্ঘ ২২ বছরের ক্যারিয়ারে রেসলিং করেছেন NJPW, WCW, ECW, WWF/WWE প্রভৃতি উল্লেখযোগ্য প্রমোশনে। সব প্রমোশন ও টাইটেলস মিলিয়ে মোট ২২ বার চ্যাম্পিয়ন হয়েছেন Chris Benoit, এর মধ্যে ১ বার "WCW World Heavyweight Championship" এবং ১ বার "WWE World Heavyweight Championship" টাইটেল জিতেছেন।

• Benoit এর NJPW ক্যারিয়ার :

প্রো-রেসলিং জগতে বা NJPW এর ইতিহাসে Super Junior Tournament ডিভিশনে সর্বপ্রথম  ৫ Star ম্যাচ খেলেছিলেন The Pegasus Kid! ৯০'এর দশকের আগে ইতিহাসে কোন রেসলার মিডকার্ডে বা Super Junior Cup ডিভিশনে কোনদিনই ৫ Star ম্যাচ খেলতে পারেননি, সর্বপ্রথম Super Junior Tournament'এ ৫ Star ম্যাচ খেলেন Pegasus Kid Vs The Great Sasuki। অনেকেই ভাবছেন, Pegasus Kid -ইনি কে? Pegasus Kid হলেন Daniel Bryan'এর পর সর্বোচ্চবার "Best In The World" খেতাবপ্রাপ্ত, আমাদের সবার প্রিয় Chris Benoit।

Chris Benoit ছিলেন NJPW এর Super Junior ডিভিশন ম্যাটেরিয়াল! "Koji Kanemoto" এর সাথে ১৯৯৩-১৯৯৯ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের একাধিকবার ফিউড হয়েছিলো এবং তাদের মধ্যে বেশ কতকগুলো ট্যাগ টিম & সিংগেল ম্যাচ অনুষ্ঠিত হয়! কিছু ট্যাগ টিম ম্যাচ ছাড়া সবগুলো সিংগেল ম্যাচই Chris Benoit জিতেছিলেন!

Benoit এর সাথে ফিউড চলাকালীন কোজি বেনোয়াকে অনেক ভাবেই ধরাশায়ী করতে চাইতেন! কারণ তিনি তখনকার অন্যতম হিল ছিলেন। তিনি Tiger Mask গিমিকেও Benoitর চোখে ধোকা দিয়ে তার সাথে জিততে চেয়েছিলেন! কিন্তু পারেন নি, এছাড়াও Benoit এর সাথে Koji, El Samurai এর ফিউডগুলো ভালো ছিলো (ট্রিপল থ্রেট)!

• WCW ও WWE ক্যারিয়ার :

Chris Benoit সাবেক IWGP Jr. Heavyweight Champion ছিলেন।  তিনি ১৯৯২ সালে WCW তে ডেবিউ করেন।   তিনি হলেন WCW -এর ইতিহাসের মোট ৫ জনের মধ্যে ২য় Triple Crown Champion উপাধি অর্জনকারী রেসলার।   ECW -তে Sabu -এর সাথে একটি ম্যাচ খেলতে গিয়ে তিনি দুর্ভাগ্যবশত Sabu -এর ঘাড় ভেঙে ফেলেন। আর Chris Benoit -এর মাতৃভূমি হলো কানাডা। সেই ঘটনার পর থেকে তাঁকে "The Canadian Crippler" হিসেবে আখ্যায়িত করা হয়।  তিনি তাঁর ২২ বছরের রেসলিং ক্যারিয়ারে ২২ বার বিভিন্ন প্রমোশনের চ্যাম্পিয়নশিপ জিততে সক্ষম হয়েছেন।

তিনি ২০০০ সালে WWE তে আসেন।  তিনি হলেন, ইতিহাসের ২য় রেসলার যিনি "Men's Royal Rumble" ম্যাচে ১ নম্বরে এন্ট্রি নিয়ে জয়লাভ করেন। এর আগে এই কৃতিত্বটি গড়েছিল "Shawn Michaels"। তবে WWE এখন "Chris Benoit" কে ইতিহাস থেকে বাদ দিয়ে "Shawn Michaels" কেই এই অনন্য পারফরম্যান্সের স্বীকৃতি দেয়।

WWE Summerslam পিপিভি ইতিহাসের সবচেয়ে কম দৈর্ঘ্যের ম্যাচটির অংশ ছিলেন Benoit। উক্ত ম্যাচটিতে তিনি মাত্র ২৫.৫ সেকেন্ডেই Orlando Jordan -কে পরাজিত করেন।  তিনি ছিলেন WWE -এর ১২তম Triple Crown Champion। তার জীবনের সবচেয়ে বড় অর্জন হল তিনি ২০০৪ সালের Royal Rumble ম্যাচটি জিতে ঐ বছর WrestleMania তে HBK & HHH কে হারিয়ে জীবনে প্রথমবার World Heavyweight Champion হন। WWE এর ইতিহাসে মাত্র দু'জন রেসলারই আছে যারা Royal Rumble ম্যাচে ১ নাম্বারে প্রবেশ করে ম্যাচটি জিতেছে, যথা শন মাইকেলস (১৯৯৫) এবং Chris Benoit(২০০৪)।

আর একটা ব্যাপার যেটা হয়ত সবার দৃষ্টি আকর্ষন করতে পারে Chris Benoit এর দিকে সেটা হল, অনেকেই ভাবেন যে John Cena কখনও Tap Out করেনি। কিন্তু এটা ভুল ধারনা। Cena ও Tap Out করেছে কয়েকবার। Chris Benoit সর্বপ্রথম Cena কে Tap Out করান তার বিখ্যাত সাবমিশন মুভ Cross Face দিয়ে। John Cena বাদেও Stone Cold Steve Austin, The Rock, Edge, Kurt Angle, JBL, Kane ইত্যাদি লেজেন্ডরা Chris Benoit এর কাছে Tap Out করেন।

• জেরিকোর সাথে বেনোয়ার  ফিউড :

Chris Jericho এবং Chris Benoit, নিরপেক্ষভাবে দুজনেই অভিন্ন ক্যারিয়ার নিয়ে WWF এ পা রাখে৷ উভয়ে অত্যন্ত ট্যালেন্টেড এবং পরিশ্রমী হওয়া সত্ত্বেও WCW ম্যানেজমেন্ট তাদের খারাপভাবে উপেক্ষা করে। তথাপি WWF এ আসলেও, Jericho এবং Benoit এর দুর্দশার অবসান ঘটেনি। নিজের ডেবিউ ম্যাচেই Road Dogg এর কাছে হেরে যায়।

তারা মেইন ইভেন্ট পর্যায়ে যাওয়ার জন্য নিজ নিজ স্থান থেকে প্রচুর স্ট্রাগল করতে থাকে৷ Benoit - তো প্রায় চলেই গিয়েছিল। WWF এ ডেবিউ করার এক মাস পরই সে Intercontinental Champion হয়। এবং পরবর্তীতে The Rock এর WWF Championship এর জন্য টাইটেল শট পায়।

কিন্তু পরবর্তীতে, কর্তৃপক্ষ তাদের টপ স্টারদের সাথে কাজ না দিয়ে উল্টো নিজেদের মধ্যে ফিউড লাগিয়ে দেয়। তবে এতে নিরাশ না হয়ে, দুজনে একে অপরকে সাহায্য করে গেছে আর একসঙ্গে মিলে দর্শকদের উপহার দিয়েছে একাধিক গ্রেট ম্যাচ৷ Backlash, Judgment Day এবং SummerSlam পিপিভিতে দুজনের মোকাবেলায়, তিনবারই জয়ী হয় Chris Benoit। পরে Jericho একটি Ladder ম্যাচে Benoit কে হারিয়ে New Intercontinental Champion হলে, তাদের ফিউড চুড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়।

তখনো মনে হচ্ছিলো স্পেশাল কিছু তাদের অধরা থেকে গেছে। ফাইনালি তার সন্ধান মিলে Stone Cold Steve Austin এর Heel Turn এর মাধ্যমে। Wrestlemania ১৭ এ, Austin অথরিটির সাথে হাত মিলায় এবং Triple H এর সঙ্গে মিলে গড়ে তুলে 'The Power Trip'। অন্যদিকে, Chris Benoit এবং Jericho লম্বা ফিউডের পর একে অন্যের রেসপেক্ট অর্জন করে ও ট্যাগ টিম ডিভিশনে প্রবেশ করে। একই সাথে প্রবেশ করে নিজেদের ক্যারিয়ারের বেস্ট একটি স্টোরি-লাইনে, যেটার জন্য উভয়ে অপেক্ষমাণ ছিল। অতঃপর Raw ইতিহাসের সেরা একটি ম্যাচে, The Power Trip কে হারিয়ে নতুন ট্যাগ টিম চ্যাম্পিয়ন্স হয় Jericho & Benoit। চারিদিকে বিস্ময়কর মহল, এ যেন নতুন দুজন বিগ স্টারের উদয় 😍! দর্শক এই স্টোরি-লাইনকে পজিটিভলি দেখে, যা তাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য 'হাইলি মোটিভেট' করে।

কিন্তু এরপরে দুঃখজনক ভাবে  Fatal-Four Way Tables, Ladders And Chairs ম্যাচে নিজেদের টাইটেল ডিফেন্ড করতে গিয়ে, প্রায় এক বছরের জন্য ইঞ্জুর্ড হয় Chris Benoit এবং তাদের ফিউড জুড়ি শেষ হয়।

সময়ের সেরা হার্ডকোর ও টেকনিক্যাল রেসলার 'Chris Benoit' এর বিভিন্ন উল্লেখযোগ্য মুভস ছিল যেমন, "Diving Headbutt", "Three Rolling German Suplexes", "Crossface/Crippler Crossface", "Sharpshooter" ইত্যাদি বেশ জনপ্রিয়। এরকম "High-Impact Technical Style" রেসলিং এর জন্য আজও তার ভক্তরা তাকে ভুলতে পারেনি। Chris Benoit ছিলেন প্রচুর হার্ডকোর Wrestler। তিনি প্রচুর ব্রুটাল ম্যাচ খেলেন। তার ম্যাচে মাথায় Chair Shot খাওয়া ছিল কমন ব্যাপার। তিনি অতিরিক্ত Head মুভ দিতেন। তিনি অনেকবার তার ফিনিশিং মুভ Diving Headbutt দিতেগিয়ে নিজেরই মাথা ফাটিয়েছেন!

বিভিন্ন হার্ডকোর মুভস অকপটে রিসিভ করতেন "Benoit", এতে মুভগুলো তার মাথায় ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে। ঘন ঘন মাথায় আঘাত পেয়ে প্রায় বেশ কয়েকবারই তাকে ইঞ্জুরির মোকাবেলা করতে হয়। তবে বিষয়টা নিয়মিত হতে থাকায়, মাথায় এত আঘাত পাওয়ার জন্য এক পর্যায়ে তার ব্রেইন ড্যামেজ হয়েযায়। তিনি কিছুটা ভারসাম্যহীন হয়ে পরেন। কিন্তু কর্তৃপক্ষ তার ট্রিটমেন্ট নিয়ে মাথা ঘামায় না। ধারনা করা হয় ২০০৭ সালের দিকে তার ব্রেইন ৯০% ড্যামেজ হয়ে পরেছিল, যার ফলে তিনি আত্মহত্যা করেন।

• Chris Benoit ৫টি কোম্পানির হয়ে রেসলিং করেছেন :

  • New Japan Pro Wrestling (১৯৮৬–১৯৯১)
  • World Championship Wrestling (১৯৯২–১৯৯৩)
  • Extreme Championship Wrestling (১৯৯৪–১৯৯৫)
  • World Championship Wrestling (১৯৯৫–২০০০)
  • World Wrestling Federation/Entertainment (২০০০–২০০৭)

♦ ক্রিশ বেনোইটের মৃত্যু :-

ইতিহাসের পাতায় লেখা আছে যে Chris Benoit তার স্ত্রী ও পুত্রকে হত্যা করে নিজেও আত্মহত্যা করেছিলেন। তবে এখনো তার মৃত্যু অনেকের কাছে রহস্যই রয়ে গেছে। আজ আমি Benoit -এর মৃত্যু রহস্য নিয়েই বিস্তারিত আলোচনা করবো।

২৫ জুন ২০০৭ এর ব্রেকিং নিউজ ছিল : "Chris Benoit Is No More! Benoit & His Family Members Were Found Dead"। এই খবরটা সব জায়গায় ছড়িয়ে যায়। Raw বাতিল করে WWE সম্প্রচার করে Benoit -কে ট্রিবিউট দিয়ে ৩ ঘণ্টার একটি শো। পুলিশ তদন্ত শুরু করে ঘটনার তলানিতে পৌঁছাতে।

সব ঘটনা ঘটেছিলো ২২ থেকে ২৪ জুনের মধ্যে। Benoit -এর স্ত্রীর মৃতদেহ উদ্ধার করা হয় সুইমিংপুল এর সামনে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী Nancy - এর শরীরে অনেক আঘাতের চিহ্ন পাওয়া যায়। হত্যার পর Nancy -এর লাশ অনেক দূর পর্যন্ত মাটিতে ঘসে নেয়া হয়। Benoit -এর ছেলে Daniel -কে শ্বাসরোধ করে হত্যা করা হয়, তার শরীরে হরমোনের ইনজেকশন দেওয়া হয়।

এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে যে Chris Benoit হত্যা করেছেন তার স্ত্রী ও ছেলেকে৷ কারণ Benoit -এর বিরুদ্ধে অনেক প্রমাণ আছে। Benoit তার সর্বশেষ শোতে একটি প্রমো কাট করেছিলেন। উক্ত প্রমোতে Benoit বলেছিলেন, "আমি এমন কিছু করতে চলেছি যা সবাই চিরকাল মনে রাখবে। " ঐ প্রমোটিতে নিজের পরিবার নিয়েও কথা বলেন Benoit। টেকনিক্যাল রেসলিং করার পাশাপাশি Benoit অনেক হার্ড-হিটিং মুভও ব্যবহার করতেন, যেমনঃ Diving Headbutt, মাথায় চেয়ারশট নেওয়া ইত্যাদি। এসব মুভ ব্যবহার করার ফলে তার মস্তিষ্কে অনেক বাজেভাবে ক্ষয় হয়ে যায়। মাঝেধ্যে তিনি অকারণেই রেগে যেতেন, স্মৃতিশক্তিও অনেক কমে গিয়েছিলো। Benoit -এর সহধর্মিণী Nancy -এর সাথে প্রায় সময়ই ঝগড়া বিবাদ করতেন। এজন্য Benoit -এর উপর ক্ষুব্ধ হয়ে ডিভোর্স ফাইল করেছিলেন Nancy। অবশ্য পরে ডিভোর্স ফাইলের আবেদন বাতিল করেছিলেন।

• Benoit এর সপক্ষে প্রমান :

তবে Benoit -এর বিরুদ্ধে যেমন প্রমাণ আছে, তার পক্ষেও কিছু প্রমাণ রয়েছে। FBI এই প্রমাণ গুলো একটি ওয়েবসাইটে প্রকাশ করে। আমি একে একে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি৷

Benoit এর মৃত্যুর একদিন আগে অর্থাৎ ২৩শে জুন Chris Benoit কথা বলেন বন্ধু Chavo Guerreo -এর সাথে! Chavo বলেন, “আমি ২৩ তারিখ রাতে Benoit কে অনেকবার ফোন করার পর একবার রিসিভ করে। আমাকে সে বলে যে সে তখন ব্যস্ত ছিল তাই ফোন রিসিভ করতে পারেনি। পরের দিন আমাদের শো ছিলো টেক্সাসে, আমরা সবাই ইতিমধ্যেই টেক্সাসে পৌঁছে গিয়েছিলাম। Benoit তখনো সেখানে পৌঁছায়নি৷ আমি ফোন করলে সে রিসিভ করেনা৷ অতঃপর রাত ২টা ৩০ মিনিটে আমি তাকে ভয়েস মেসেজ পাঠাই। অনেক পর সে আমাকে মেসেজ করে বলে, "আমি ফ্লাইট মিস করেছি, পরের ফ্লাইটে আমি আসবো। " পরে আমরা সবাই খবর পাই সে আর বেঁচে নেই। " Chavo - এর বক্তব্যটি আরেকটি অংক মেলাতে সাহায্য করবে।

অনেকদিন তদন্ত করার পর Benoit -এর পক্ষে অনেক প্রমাণ প্রকাশিত হয়। প্রমাণগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো Kevin Sullivan। Kevin Sullivan হলেন Chris Benoit -এর স্ত্রী Nancy -এর প্রথম স্বামী। Chris Benoit -কে হত্যা করার হুমকি দিয়েছিলেন Kevin। চমকে দেওয়ার মতো একটি বিষয় হলো Chris Benoit যেদিন মৃত্যুবরণ করেছিলেন অর্থাৎ ২৪শে জুন ২০০৭, এর থেকে ঠিক ১০ বছর পূর্বে ১৯৯৭ সালে Nancy -এর সাথে Sullivan -এর ডিভোর্স হয়।

আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে Chris Benoit মৃত্যুর পূর্বে নেশা জাতীয় দ্রব্য পান করেছিলেন, তার লাশের পাশেও অনেক এলকোহল জাতীয় দ্রব্য ছিলো। কিন্তু ময়নাতদন্তের সময় তার শরীরের মধ্যে কোনো এলকোহল জাতীয় দ্রব্য পাওয়া যায়নি।

রিপোর্ট অনুযায়ী, Benoit মৃত্যুর পূর্বে Chavo -এর সাথে কথা বলেন, তখন হঠাৎ কেউ বাসায় আসে এবং ফোনের লাইন কেটে যায়। মৃত্যুর পর তার মোবাইল থেকে মেসেজ পাঠানো হয়। আমি আগেই বলেছিলাম Chavo -এর বক্তব্যগুলো একটি অংক মেলাতে সাহায্য করবে। FBI -এর রিপোর্ট অনুযায়ী Benoit -এর মৃত্যুর পর তার মোবাইল থেকে মেসেজ পাঠানো হয়, Chavo বলেছিলেন তিনি ভয়েস মেসেজ পাঠানোর অনেক পর Benoit মেসেজ দিয়ে বলেন যে তিনি ফ্লাইট মিস করেছেন, পরের ফ্লাইটে আসবেন। আশ্চর্যের বিষয় হলযে মেসেজটি Benoit -এর মৃত্যুর পর পাঠানো হয়!

Benoit -এর মৃতদেহ উদ্ধার হওয়ার আগেই তার মৃত্যুর খবর ছড়িয়ে যায়। পুলিশ খবর পেয়ে আসার সময় Benoit -এর বাসা থেকে একটি গাড়ি বেরিয়ে যেতে দেখা যায়।

এতো প্রমাণ থাকার পরও সবাই আজো Benoit -কে তার স্ত্রী-সন্তানের হত্যাকারী বলে মনে করে। WWE তার সমস্ত স্মৃতি তাদের ইতিহাস থেকে মুছে দেয়৷ WWE History তে তাকে মর্যাদা না দেওয়া হলেও আমরা সবসময়ই দিবো, এবং Chris Benoit আমাদের স্মৃতিতে আজীবন রয়ে যাবে। 

♦ রেসলিং জগতে অর্জন সমূহ :

Cauliflower Alley Club

Future Legend Award (২০০২)

Catch Wrestling Association

CWA World Tag Team Championship (১ বার) – সঙ্গে : Dave Taylor

Extreme Championship Wrestling

ECW World Tag Team Championship (১ বার) – সঙ্গে : Dean Malenko

New Japan Pro-Wrestling

IWGP Junior Heavyweight Championship (১ বার)

Super J-Cup (১৯৯৪)

Top/Best of the Super Juniors (১৯৯৩, ১৯৯৫)

Super Grade Junior Heavyweight Tag League (১৯৯৪) – সঙ্গে : Shinjiro Otani

Pro Wrestling Illustrated

Feud of the Year (২০০৪) vs. Triple H

Match of the Year (২০০৪) vs. Shawn Michaels এবং Triple H at WrestleMania XX

Wrestler of the Year (২০০৪)

Ranked No. ১ of the top ৫০০ singles wrestlers in the PWI ৫০০ in ২০০৪

Ranked No. ৬৯ of the top ৫০০ greatest wrestlers in the "PWI Years" in ২০০৩

Stampede Wrestling

Stampede British Commonwealth Mid-Heavyweight Championship (৪ বার)

Stampede Wrestling International Tag Team Championship (৪ বার) – সঙ্গে : Ben Bassarab (১), Keith Hart (১), Lance Idol (১), এবং Biff Wellington (১)

Stampede Wrestling Hall of Fame

Universal Wrestling Association

WWF Light Heavyweight Championship (১ বার)

World Championship Wrestling

WCW World Heavyweight Championship (১ বার)

WCW World Tag Team Championship (২ বার) – সঙ্গে : Dean Malenko (১) এবং Perry Saturn (১)

WCW World Television Championship (৩ বার)

WCW United States Heavyweight Championship (২ বার)

Seventh WCW Triple Crown Champion

World Wrestling Federation/Entertainment

World Heavyweight Championship (১ বার)

WWE Tag Team Championship (১ time, inaugural) – সঙ্গে : Kurt Angle

WWE United States Championship (৩ বার)

WWF/WWE Intercontinental Championship (৪ বার)

WWF/World Tag Team Championship (৩ বার) – সঙ্গে : Chris Jericho (১) এবং Edge (২)

Royal Rumble (২০০৪)

WWE Tag Team Championship Tournament (২০০২) – সঙ্গে : Kurt Angle

Twelfth Triple Crown Champion

Wrestling Observer Newsletter

Best Brawler (২০০৪)

Best Technical Wrestler (১৯৯৪, ১৯৯৫, ২০০০, ২০০৩, ২০০৪)

Feud of the Year (২০০৪) vs. Shawn Michaels এবং Triple H

Match of the Year (২০০২) with Kurt Angle vs. Edge এবং Rey Mysterio

Most Outstanding Wrestler (২০০০, ২০০৪)

Most Underrated (১৯৯৮)

Readers' Favorite Wrestler (১৯৯৭, ২০০০)

Wrestling Observer Newsletter Hall of Fame (Class of ২০০৩)


CHRIS BENOIT : ক্রিশ বেনোয়া


আসল নাম

Christopher Michael Benoit

জন্মদিন

২১ মে, ১৯৬৭

জন্মস্থান

Montreal, Quebec, Canada

বাসস্থান

Fayetteville, Georgia, US

উচ্চতা

৫ ফুট ১০ ইঞ্চি (১.৭৮ মি)

ওজন

১০০ কেজি (২২০ পাউন্ড)

ট্রেনারস

Bruce Hart, NJPW

অভিষেক

২২ নভেম্বর, ১৯৮৫

মৃত্যু দিন

২৪ জুন, ২০০৭


রেসলিং জগতে উজ্জ্বল একজন নক্ষত্র ছিলেন Chris Benoit, অর্জন করেছিলেন প্রফেশনাল রেসলিং ভক্তদের ভালোবাসা ও সম্মান। অসাধারণ টেকনিক্যাল রেসলিং দ্বারা দর্শকদের হৃদয় জিতে নিতে সক্ষম হয়েছিলেন তিনি। 'Benoit' কে 'Dave Meltzer' তার দেখা সর্বকালের সেরা ৫ প্রো-রেসলারদের মধ্যে স্থান দিয়েছেন।  কিন্তু তাঁর অকাল মৃত্যুবরণ স্তম্ভিত করে দেয় সমগ্র রেসলিং বিশ্বকে। তার রহস্যে ভরা মৃত্যু সংবাদটি দেখে কেউই নিজের চোখকে তখন বিশ্বাস করতে পারেনি।

♦ ব্যক্তিগত জীবন :

রেসলিং ইতিহাসের অন্যতম সেরা "The Best Damned Technical Wrestler In The World" খ্যাত Chris Benoit ১৯৬৭ সালের ২১শে মে কানাডার মন্ট্রিলে জন্মগ্রহণ করেন। তার আসল নাম Christopher Michael Benoit। Benoit এর বাবার নাম Michael Benoit ও তার মায়ের নাম Margaret Benoit।  রেসলারদের মধ্যে তাঁর সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন EDDIE GUERRERO। দুই বন্ধুরই জীবনাবসান হয় খুব অল্প বয়সেই।  ইংরেজি এবং ফারসি - দুই ভাষাতেই সমান পারদর্শী ছিলেন Benoit।  একবার বাড়িতে একটি পোষা কুকুরের সাথে দুষ্টুমি করতে গিয়ে তার একটি দাঁত পড়ে যায়।

Chris Benoit তার দাম্পত্য জীবনে ২ বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। প্রথমবার তিনি Martina Benoit -কে বিয়ে করেছিলেন এবং পরবর্তীকালে তাকে ডিভোর্স দিয়েছিলেন। তাদের দুইটি সন্তানের নাম David Benoit ও Megan Benoit। দ্বিতীয়বার Nancy Benoit নামক এক ভদ্রমহিলার সঙ্গে পরিণয়াবদ্ধ হয়েছিলেন Chris Benoit। তাঁদের পুত্রের নাম Daniel Benoit। Chris Benoit -এর প্রথম স্ত্রীর পক্ষের সন্তান David Benoit -ও তার বাবার মতো একজন বড় রেসলার হওয়ার স্বপ্ন দেখেন। তিনি বর্তমানে রেসলার হওয়ার কঠোর অনুশীলন গ্রহণ করছেন। এমনকি AEW -এর মালিক TONY KHAN -ও তাকে নিজের কোম্পানিতে নেয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন এবং তিনি নিজেও AEW তে যাওয়ার ইচ্ছা দেখিয়েছেন, তাই  খুব শীঘ্রই আমরা তাকে AEW প্রমোশনে রেসলিং করতে দেখতে পারি।

♦ বেনোয়ার রেসলিং ক্যারিয়ার :

মাত্র ১২ বছর বয়স থেকে তাঁর মধ্যে একজন রেসলার হওয়ার কামনার উন্মেষ ঘটে।  Tom Billington এবং Bret Hart -এর কাছে থেকে তিনি রেসলিং শেখার প্রেরণা পান।  Bret Hart ও Owen Hart -এর পিতা Stu Hart তাঁকে সর্বপ্রথম রেসলিং বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন।  ১৯৮৫ সালে Stu Hart -এর একটি স্থানীয় রেসলিং প্রমোশন "Stampede Wrestling" -এ একটি ট্যাগ টিম ম্যাচ খেলার মধ্য দিয়ে রেসলিংয়ে অভিষেক করেন Chris Benoit।  তিনি খুব অল্প সময়েই ফ্যান ফেভারিট হয়েউঠেন। তিনি অনেক হার্ডকোর ম্যাচ উপহার দিয়েছেন আমাদের।  দীর্ঘ ২২ বছরের ক্যারিয়ারে রেসলিং করেছেন NJPW, WCW, ECW, WWF/WWE প্রভৃতি উল্লেখযোগ্য প্রমোশনে। সব প্রমোশন ও টাইটেলস মিলিয়ে মোট ২২ বার চ্যাম্পিয়ন হয়েছেন Chris Benoit, এর মধ্যে ১ বার "WCW World Heavyweight Championship" এবং ১ বার "WWE World Heavyweight Championship" টাইটেল জিতেছেন।

• Benoit এর NJPW ক্যারিয়ার :

প্রো-রেসলিং জগতে বা NJPW এর ইতিহাসে Super Junior Tournament ডিভিশনে সর্বপ্রথম  ৫ Star ম্যাচ খেলেছিলেন The Pegasus Kid! ৯০'এর দশকের আগে ইতিহাসে কোন রেসলার মিডকার্ডে বা Super Junior Cup ডিভিশনে কোনদিনই ৫ Star ম্যাচ খেলতে পারেননি, সর্বপ্রথম Super Junior Tournament'এ ৫ Star ম্যাচ খেলেন Pegasus Kid Vs The Great Sasuki। অনেকেই ভাবছেন, Pegasus Kid -ইনি কে? Pegasus Kid হলেন Daniel Bryan'এর পর সর্বোচ্চবার "Best In The World" খেতাবপ্রাপ্ত, আমাদের সবার প্রিয় Chris Benoit।

Chris Benoit ছিলেন NJPW এর Super Junior ডিভিশন ম্যাটেরিয়াল! "Koji Kanemoto" এর সাথে ১৯৯৩-১৯৯৯ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের একাধিকবার ফিউড হয়েছিলো এবং তাদের মধ্যে বেশ কতকগুলো ট্যাগ টিম & সিংগেল ম্যাচ অনুষ্ঠিত হয়! কিছু ট্যাগ টিম ম্যাচ ছাড়া সবগুলো সিংগেল ম্যাচই Chris Benoit জিতেছিলেন!

Benoit এর সাথে ফিউড চলাকালীন কোজি বেনোয়াকে অনেক ভাবেই ধরাশায়ী করতে চাইতেন! কারণ তিনি তখনকার অন্যতম হিল ছিলেন। তিনি Tiger Mask গিমিকেও Benoitর চোখে ধোকা দিয়ে তার সাথে জিততে চেয়েছিলেন! কিন্তু পারেন নি, এছাড়াও Benoit এর সাথে Koji, El Samurai এর ফিউডগুলো ভালো ছিলো (ট্রিপল থ্রেট)!

• WCW ও WWE ক্যারিয়ার :

Chris Benoit সাবেক IWGP Jr. Heavyweight Champion ছিলেন।  তিনি ১৯৯২ সালে WCW তে ডেবিউ করেন।   তিনি হলেন WCW -এর ইতিহাসের মোট ৫ জনের মধ্যে ২য় Triple Crown Champion উপাধি অর্জনকারী রেসলার।   ECW -তে Sabu -এর সাথে একটি ম্যাচ খেলতে গিয়ে তিনি দুর্ভাগ্যবশত Sabu -এর ঘাড় ভেঙে ফেলেন। আর Chris Benoit -এর মাতৃভূমি হলো কানাডা। সেই ঘটনার পর থেকে তাঁকে "The Canadian Crippler" হিসেবে আখ্যায়িত করা হয়।  তিনি তাঁর ২২ বছরের রেসলিং ক্যারিয়ারে ২২ বার বিভিন্ন প্রমোশনের চ্যাম্পিয়নশিপ জিততে সক্ষম হয়েছেন।

তিনি ২০০০ সালে WWE তে আসেন।  তিনি হলেন, ইতিহাসের ২য় রেসলার যিনি "Men's Royal Rumble" ম্যাচে ১ নম্বরে এন্ট্রি নিয়ে জয়লাভ করেন। এর আগে এই কৃতিত্বটি গড়েছিল "Shawn Michaels"। তবে WWE এখন "Chris Benoit" কে ইতিহাস থেকে বাদ দিয়ে "Shawn Michaels" কেই এই অনন্য পারফরম্যান্সের স্বীকৃতি দেয়।

WWE Summerslam পিপিভি ইতিহাসের সবচেয়ে কম দৈর্ঘ্যের ম্যাচটির অংশ ছিলেন Benoit। উক্ত ম্যাচটিতে তিনি মাত্র ২৫.৫ সেকেন্ডেই Orlando Jordan -কে পরাজিত করেন।  তিনি ছিলেন WWE -এর ১২তম Triple Crown Champion। তার জীবনের সবচেয়ে বড় অর্জন হল তিনি ২০০৪ সালের Royal Rumble ম্যাচটি জিতে ঐ বছর WrestleMania তে HBK & HHH কে হারিয়ে জীবনে প্রথমবার World Heavyweight Champion হন। WWE এর ইতিহাসে মাত্র দু'জন রেসলারই আছে যারা Royal Rumble ম্যাচে ১ নাম্বারে প্রবেশ করে ম্যাচটি জিতেছে, যথা শন মাইকেলস (১৯৯৫) এবং Chris Benoit(২০০৪)।

আর একটা ব্যাপার যেটা হয়ত সবার দৃষ্টি আকর্ষন করতে পারে Chris Benoit এর দিকে সেটা হল, অনেকেই ভাবেন যে John Cena কখনও Tap Out করেনি। কিন্তু এটা ভুল ধারনা। Cena ও Tap Out করেছে কয়েকবার। Chris Benoit সর্বপ্রথম Cena কে Tap Out করান তার বিখ্যাত সাবমিশন মুভ Cross Face দিয়ে। John Cena বাদেও Stone Cold Steve Austin, The Rock, Edge, Kurt Angle, JBL, Kane ইত্যাদি লেজেন্ডরা Chris Benoit এর কাছে Tap Out করেন।

• জেরিকোর সাথে বেনোয়ার  ফিউড :

Chris Jericho এবং Chris Benoit, নিরপেক্ষভাবে দুজনেই অভিন্ন ক্যারিয়ার নিয়ে WWF এ পা রাখে৷ উভয়ে অত্যন্ত ট্যালেন্টেড এবং পরিশ্রমী হওয়া সত্ত্বেও WCW ম্যানেজমেন্ট তাদের খারাপভাবে উপেক্ষা করে। তথাপি WWF এ আসলেও, Jericho এবং Benoit এর দুর্দশার অবসান ঘটেনি। নিজের ডেবিউ ম্যাচেই Road Dogg এর কাছে হেরে যায়।

তারা মেইন ইভেন্ট পর্যায়ে যাওয়ার জন্য নিজ নিজ স্থান থেকে প্রচুর স্ট্রাগল করতে থাকে৷ Benoit - তো প্রায় চলেই গিয়েছিল। WWF এ ডেবিউ করার এক মাস পরই সে Intercontinental Champion হয়। এবং পরবর্তীতে The Rock এর WWF Championship এর জন্য টাইটেল শট পায়।

কিন্তু পরবর্তীতে, কর্তৃপক্ষ তাদের টপ স্টারদের সাথে কাজ না দিয়ে উল্টো নিজেদের মধ্যে ফিউড লাগিয়ে দেয়। তবে এতে নিরাশ না হয়ে, দুজনে একে অপরকে সাহায্য করে গেছে আর একসঙ্গে মিলে দর্শকদের উপহার দিয়েছে একাধিক গ্রেট ম্যাচ৷ Backlash, Judgment Day এবং SummerSlam পিপিভিতে দুজনের মোকাবেলায়, তিনবারই জয়ী হয় Chris Benoit। পরে Jericho একটি Ladder ম্যাচে Benoit কে হারিয়ে New Intercontinental Champion হলে, তাদের ফিউড চুড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়।

তখনো মনে হচ্ছিলো স্পেশাল কিছু তাদের অধরা থেকে গেছে। ফাইনালি তার সন্ধান মিলে Stone Cold Steve Austin এর Heel Turn এর মাধ্যমে। Wrestlemania ১৭ এ, Austin অথরিটির সাথে হাত মিলায় এবং Triple H এর সঙ্গে মিলে গড়ে তুলে 'The Power Trip'। অন্যদিকে, Chris Benoit এবং Jericho লম্বা ফিউডের পর একে অন্যের রেসপেক্ট অর্জন করে ও ট্যাগ টিম ডিভিশনে প্রবেশ করে। একই সাথে প্রবেশ করে নিজেদের ক্যারিয়ারের বেস্ট একটি স্টোরি-লাইনে, যেটার জন্য উভয়ে অপেক্ষমাণ ছিল। অতঃপর Raw ইতিহাসের সেরা একটি ম্যাচে, The Power Trip কে হারিয়ে নতুন ট্যাগ টিম চ্যাম্পিয়ন্স হয় Jericho & Benoit। চারিদিকে বিস্ময়কর মহল, এ যেন নতুন দুজন বিগ স্টারের উদয় 😍! দর্শক এই স্টোরি-লাইনকে পজিটিভলি দেখে, যা তাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য 'হাইলি মোটিভেট' করে।

কিন্তু এরপরে দুঃখজনক ভাবে  Fatal-Four Way Tables, Ladders And Chairs ম্যাচে নিজেদের টাইটেল ডিফেন্ড করতে গিয়ে, প্রায় এক বছরের জন্য ইঞ্জুর্ড হয় Chris Benoit এবং তাদের ফিউড জুড়ি শেষ হয়।

সময়ের সেরা হার্ডকোর ও টেকনিক্যাল রেসলার 'Chris Benoit' এর বিভিন্ন উল্লেখযোগ্য মুভস ছিল যেমন, "Diving Headbutt", "Three Rolling German Suplexes", "Crossface/Crippler Crossface", "Sharpshooter" ইত্যাদি বেশ জনপ্রিয়। এরকম "High-Impact Technical Style" রেসলিং এর জন্য আজও তার ভক্তরা তাকে ভুলতে পারেনি। Chris Benoit ছিলেন প্রচুর হার্ডকোর Wrestler। তিনি প্রচুর ব্রুটাল ম্যাচ খেলেন। তার ম্যাচে মাথায় Chair Shot খাওয়া ছিল কমন ব্যাপার। তিনি অতিরিক্ত Head মুভ দিতেন। তিনি অনেকবার তার ফিনিশিং মুভ Diving Headbutt দিতেগিয়ে নিজেরই মাথা ফাটিয়েছেন!

বিভিন্ন হার্ডকোর মুভস অকপটে রিসিভ করতেন "Benoit", এতে মুভগুলো তার মাথায় ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে। ঘন ঘন মাথায় আঘাত পেয়ে প্রায় বেশ কয়েকবারই তাকে ইঞ্জুরির মোকাবেলা করতে হয়। তবে বিষয়টা নিয়মিত হতে থাকায়, মাথায় এত আঘাত পাওয়ার জন্য এক পর্যায়ে তার ব্রেইন ড্যামেজ হয়েযায়। তিনি কিছুটা ভারসাম্যহীন হয়ে পরেন। কিন্তু কর্তৃপক্ষ তার ট্রিটমেন্ট নিয়ে মাথা ঘামায় না। ধারনা করা হয় ২০০৭ সালের দিকে তার ব্রেইন ৯০% ড্যামেজ হয়ে পরেছিল, যার ফলে তিনি আত্মহত্যা করেন।

• Chris Benoit ৫টি কোম্পানির হয়ে রেসলিং করেছেন :

  • New Japan Pro Wrestling (১৯৮৬–১৯৯১)
  • World Championship Wrestling (১৯৯২–১৯৯৩)
  • Extreme Championship Wrestling (১৯৯৪–১৯৯৫)
  • World Championship Wrestling (১৯৯৫–২০০০)
  • World Wrestling Federation/Entertainment (২০০০–২০০৭)

♦ ক্রিশ বেনোইটের মৃত্যু :-

ইতিহাসের পাতায় লেখা আছে যে Chris Benoit তার স্ত্রী ও পুত্রকে হত্যা করে নিজেও আত্মহত্যা করেছিলেন। তবে এখনো তার মৃত্যু অনেকের কাছে রহস্যই রয়ে গেছে। আজ আমি Benoit -এর মৃত্যু রহস্য নিয়েই বিস্তারিত আলোচনা করবো।

২৫ জুন ২০০৭ এর ব্রেকিং নিউজ ছিল : "Chris Benoit Is No More! Benoit & His Family Members Were Found Dead"। এই খবরটা সব জায়গায় ছড়িয়ে যায়। Raw বাতিল করে WWE সম্প্রচার করে Benoit -কে ট্রিবিউট দিয়ে ৩ ঘণ্টার একটি শো। পুলিশ তদন্ত শুরু করে ঘটনার তলানিতে পৌঁছাতে।

সব ঘটনা ঘটেছিলো ২২ থেকে ২৪ জুনের মধ্যে। Benoit -এর স্ত্রীর মৃতদেহ উদ্ধার করা হয় সুইমিংপুল এর সামনে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী Nancy - এর শরীরে অনেক আঘাতের চিহ্ন পাওয়া যায়। হত্যার পর Nancy -এর লাশ অনেক দূর পর্যন্ত মাটিতে ঘসে নেয়া হয়। Benoit -এর ছেলে Daniel -কে শ্বাসরোধ করে হত্যা করা হয়, তার শরীরে হরমোনের ইনজেকশন দেওয়া হয়।

এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে যে Chris Benoit হত্যা করেছেন তার স্ত্রী ও ছেলেকে৷ কারণ Benoit -এর বিরুদ্ধে অনেক প্রমাণ আছে। Benoit তার সর্বশেষ শোতে একটি প্রমো কাট করেছিলেন। উক্ত প্রমোতে Benoit বলেছিলেন, "আমি এমন কিছু করতে চলেছি যা সবাই চিরকাল মনে রাখবে। " ঐ প্রমোটিতে নিজের পরিবার নিয়েও কথা বলেন Benoit। টেকনিক্যাল রেসলিং করার পাশাপাশি Benoit অনেক হার্ড-হিটিং মুভও ব্যবহার করতেন, যেমনঃ Diving Headbutt, মাথায় চেয়ারশট নেওয়া ইত্যাদি। এসব মুভ ব্যবহার করার ফলে তার মস্তিষ্কে অনেক বাজেভাবে ক্ষয় হয়ে যায়। মাঝেধ্যে তিনি অকারণেই রেগে যেতেন, স্মৃতিশক্তিও অনেক কমে গিয়েছিলো। Benoit -এর সহধর্মিণী Nancy -এর সাথে প্রায় সময়ই ঝগড়া বিবাদ করতেন। এজন্য Benoit -এর উপর ক্ষুব্ধ হয়ে ডিভোর্স ফাইল করেছিলেন Nancy। অবশ্য পরে ডিভোর্স ফাইলের আবেদন বাতিল করেছিলেন।

• Benoit এর সপক্ষে প্রমান :

তবে Benoit -এর বিরুদ্ধে যেমন প্রমাণ আছে, তার পক্ষেও কিছু প্রমাণ রয়েছে। FBI এই প্রমাণ গুলো একটি ওয়েবসাইটে প্রকাশ করে। আমি একে একে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি৷

Benoit এর মৃত্যুর একদিন আগে অর্থাৎ ২৩শে জুন Chris Benoit কথা বলেন বন্ধু Chavo Guerreo -এর সাথে! Chavo বলেন, “আমি ২৩ তারিখ রাতে Benoit কে অনেকবার ফোন করার পর একবার রিসিভ করে। আমাকে সে বলে যে সে তখন ব্যস্ত ছিল তাই ফোন রিসিভ করতে পারেনি। পরের দিন আমাদের শো ছিলো টেক্সাসে, আমরা সবাই ইতিমধ্যেই টেক্সাসে পৌঁছে গিয়েছিলাম। Benoit তখনো সেখানে পৌঁছায়নি৷ আমি ফোন করলে সে রিসিভ করেনা৷ অতঃপর রাত ২টা ৩০ মিনিটে আমি তাকে ভয়েস মেসেজ পাঠাই। অনেক পর সে আমাকে মেসেজ করে বলে, "আমি ফ্লাইট মিস করেছি, পরের ফ্লাইটে আমি আসবো। " পরে আমরা সবাই খবর পাই সে আর বেঁচে নেই। " Chavo - এর বক্তব্যটি আরেকটি অংক মেলাতে সাহায্য করবে।

অনেকদিন তদন্ত করার পর Benoit -এর পক্ষে অনেক প্রমাণ প্রকাশিত হয়। প্রমাণগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো Kevin Sullivan। Kevin Sullivan হলেন Chris Benoit -এর স্ত্রী Nancy -এর প্রথম স্বামী। Chris Benoit -কে হত্যা করার হুমকি দিয়েছিলেন Kevin। চমকে দেওয়ার মতো একটি বিষয় হলো Chris Benoit যেদিন মৃত্যুবরণ করেছিলেন অর্থাৎ ২৪শে জুন ২০০৭, এর থেকে ঠিক ১০ বছর পূর্বে ১৯৯৭ সালে Nancy -এর সাথে Sullivan -এর ডিভোর্স হয়।

আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে Chris Benoit মৃত্যুর পূর্বে নেশা জাতীয় দ্রব্য পান করেছিলেন, তার লাশের পাশেও অনেক এলকোহল জাতীয় দ্রব্য ছিলো। কিন্তু ময়নাতদন্তের সময় তার শরীরের মধ্যে কোনো এলকোহল জাতীয় দ্রব্য পাওয়া যায়নি।

রিপোর্ট অনুযায়ী, Benoit মৃত্যুর পূর্বে Chavo -এর সাথে কথা বলেন, তখন হঠাৎ কেউ বাসায় আসে এবং ফোনের লাইন কেটে যায়। মৃত্যুর পর তার মোবাইল থেকে মেসেজ পাঠানো হয়। আমি আগেই বলেছিলাম Chavo -এর বক্তব্যগুলো একটি অংক মেলাতে সাহায্য করবে। FBI -এর রিপোর্ট অনুযায়ী Benoit -এর মৃত্যুর পর তার মোবাইল থেকে মেসেজ পাঠানো হয়, Chavo বলেছিলেন তিনি ভয়েস মেসেজ পাঠানোর অনেক পর Benoit মেসেজ দিয়ে বলেন যে তিনি ফ্লাইট মিস করেছেন, পরের ফ্লাইটে আসবেন। আশ্চর্যের বিষয় হলযে মেসেজটি Benoit -এর মৃত্যুর পর পাঠানো হয়!

Benoit -এর মৃতদেহ উদ্ধার হওয়ার আগেই তার মৃত্যুর খবর ছড়িয়ে যায়। পুলিশ খবর পেয়ে আসার সময় Benoit -এর বাসা থেকে একটি গাড়ি বেরিয়ে যেতে দেখা যায়।

এতো প্রমাণ থাকার পরও সবাই আজো Benoit -কে তার স্ত্রী-সন্তানের হত্যাকারী বলে মনে করে। WWE তার সমস্ত স্মৃতি তাদের ইতিহাস থেকে মুছে দেয়৷ WWE History তে তাকে মর্যাদা না দেওয়া হলেও আমরা সবসময়ই দিবো, এবং Chris Benoit আমাদের স্মৃতিতে আজীবন রয়ে যাবে। 

♦ রেসলিং জগতে অর্জন সমূহ :

Cauliflower Alley Club

Future Legend Award (২০০২)

Catch Wrestling Association

CWA World Tag Team Championship (১ বার) – সঙ্গে : Dave Taylor

Extreme Championship Wrestling

ECW World Tag Team Championship (১ বার) – সঙ্গে : Dean Malenko

New Japan Pro-Wrestling

IWGP Junior Heavyweight Championship (১ বার)

Super J-Cup (১৯৯৪)

Top/Best of the Super Juniors (১৯৯৩, ১৯৯৫)

Super Grade Junior Heavyweight Tag League (১৯৯৪) – সঙ্গে : Shinjiro Otani

Pro Wrestling Illustrated

Feud of the Year (২০০৪) vs. Triple H

Match of the Year (২০০৪) vs. Shawn Michaels এবং Triple H at WrestleMania XX

Wrestler of the Year (২০০৪)

Ranked No. ১ of the top ৫০০ singles wrestlers in the PWI ৫০০ in ২০০৪

Ranked No. ৬৯ of the top ৫০০ greatest wrestlers in the "PWI Years" in ২০০৩

Stampede Wrestling

Stampede British Commonwealth Mid-Heavyweight Championship (৪ বার)

Stampede Wrestling International Tag Team Championship (৪ বার) – সঙ্গে : Ben Bassarab (১), Keith Hart (১), Lance Idol (১), এবং Biff Wellington (১)

Stampede Wrestling Hall of Fame

Universal Wrestling Association

WWF Light Heavyweight Championship (১ বার)

World Championship Wrestling

WCW World Heavyweight Championship (১ বার)

WCW World Tag Team Championship (২ বার) – সঙ্গে : Dean Malenko (১) এবং Perry Saturn (১)

WCW World Television Championship (৩ বার)

WCW United States Heavyweight Championship (২ বার)

Seventh WCW Triple Crown Champion

World Wrestling Federation/Entertainment

World Heavyweight Championship (১ বার)

WWE Tag Team Championship (১ time, inaugural) – সঙ্গে : Kurt Angle

WWE United States Championship (৩ বার)

WWF/WWE Intercontinental Championship (৪ বার)

WWF/World Tag Team Championship (৩ বার) – সঙ্গে : Chris Jericho (১) এবং Edge (২)

Royal Rumble (২০০৪)

WWE Tag Team Championship Tournament (২০০২) – সঙ্গে : Kurt Angle

Twelfth Triple Crown Champion

Wrestling Observer Newsletter

Best Brawler (২০০৪)

Best Technical Wrestler (১৯৯৪, ১৯৯৫, ২০০০, ২০০৩, ২০০৪)

Feud of the Year (২০০৪) vs. Shawn Michaels এবং Triple H

Match of the Year (২০০২) with Kurt Angle vs. Edge এবং Rey Mysterio

Most Outstanding Wrestler (২০০০, ২০০৪)

Most Underrated (১৯৯৮)

Readers' Favorite Wrestler (১৯৯৭, ২০০০)

Wrestling Observer Newsletter Hall of Fame (Class of ২০০৩)


কোন মন্তব্য নেই

কমেন্ট করার জন্য ধন্যবাদ!