আসল নাম

Jorge González

জন্মদিন

৩১ জানুয়ারি, ১৯৬৬

জন্মস্থান

El Colorado, Formosa, Argentina

বাসস্থান

San Martín, Chaco, Argentina

উচ্চতা

৮ ফুট (২.৪৪ মি)

ওজন

২০৯ কেজি (৪৬০ পাউন্ড)

ট্রেনার

WCW Power Plant

অভিষেক

১৯ মে, ১৯৯০

অবসর

৮ ডিসেম্বর ১৯৯৫



♦ ব্যক্তিগত জীবন :

Giant González এর আসল নাম Jorge González, তার আসল উচ্চতা ছিল ৭ ফুট ৭ ইঞ্চি। কিন্তু WWE সবসময় দাবি করত ৮ ফুট। কিন্তু সত্য ছিল তার Height ৭ ফুট ৭ ইঞ্চি, সেই কারণে WWE এর ইতিহাসে Giant González কে সবচেয়ে লম্বা রেসলার ধরা হয়। Giant González একজন আর্জেন্টাইন রেসলার ছিলেন। এই ব্যক্তি বাস্কেটবল খেলোয়াড় ছিল, তাকে আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে লম্বা খেলোয়াড় হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। Giant এর এত বড় দেহের কারণ তার ছোট বেলায় একটি রোগ হয়েছিল, রোগটির নাম হল Gigansticsm এবং সে কারণে মাত্র ১৪ বছর বয়সে তার উচ্চতা এসে দাঁড়ায় ৬ ফুট ৪ ইঞ্চিতে। তিনি কোনো বিয়ে করেননি এবং তার কোনো সন্তানও ছিল না। তিনি কিছু মুভি এবং টিভি শো তে অভিনয়ও করেছেন, যেগুলি হল : Swamp Thing, Thunder In Paradise, Baywatch, Thunder In Paradise, Hercules In The Underworld এবং Thunder In Paradise II।

♦ রেসলিং ক্যারিয়ার :

WCW এর প্রতিষ্ঠাতার হাত ধরে ১৯৮৯ সালে তিনি ট্রেনিং নেওয়া শুরু করেন এবং ১৯৯০ সালে তিনি রেসলিং ক্যারিয়ারে প্রবেশ করেন এবং ১৯৯২ সাল পর্যন্ত El Gigante নামে WCW তেই অবস্থান করেন। ১৯৯৩ সালে তিনি WWF এ প্রবেশ করেন এবং পরবর্তী বছরেই তিনি NJPW এর উদ্দেশ্যে যাত্রা করেন। ১৯৯৪-১৯৯৫ সাল পর্যন্ত তিনি NJPW তেই অবস্থান করেন। অবশেষে এই Giant ১৯৯৫ সালে মাত্র ৫ বছরের রেসলিং ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করেন। এই রেসলার তার ক্যারিয়ারে কোনো চ্যাম্পিয়নশিপ জয় লাভ করেনি। এই রেসলার মাত্র ৪টি মুভ ফিনিশিং মুভ হিসেবে ব্যবহার করত। ফিনিশিং মুভ গুলো হল : Chokeslam, Clawhold, Chokehold, Clawslam। এই রেসলারের Signature মুভ ছিল মাত্র দুইটি : Big Boot এবং Overhead Chop। এই রেসলার তার জীবনের কোনো এ্যাওয়ার্ড পায়নি। কিন্তু Wrestling Observer তার এবং আন্ডারটেকারের ফিউডটিকে Worst Fued Of The Year ঘোষণা করেছিল।

• রেসেলমেনিয়াতে আন্ডারটেকারের সাথে ম্যাচ :

১৯৯৩ সালের জানুয়ারি মাসে এই জায়ান্টকে WWF এর রয়্যাল রাম্বালে প্রথম দেখা যায় সেখানে তিনি অফিসিয়াল প্রতিযোগী না থেকেও আন্ডারটেকারকে এলিমিনেট করেন, ফলে টেকারের সাথে তার ফিউড শুরু হয়। রেসেলম্যানিয়া ৯ তে সে আন্ডারটেকারের সাথে মুখোমুখি হয় WWF এ তার ক্যারিয়ারের প্রথম ম্যাচে। সেখানে Disqualification এর মাধ্যমে আন্ডারটেকার Giant কে হারায়, অর্থাৎ তিনিই একমাত্র রেসলার যাকে Undertaker পরিস্কারভাবে হারাতে পারেনি Wrestlemania তে! ম্যাচটির বিস্তারিত বিবরন নিচে দেওয়া হল-

Undertaker এর রেসেলমানিয়ার তৃতীয় ম্যাচটি হয় WWE এর ইতিহাসের সবচেয়ে লম্বা দানব জায়ান্ট গণজালেজ এর সাথে। ১৯৯৩ সালের ৪ই এপ্রিল লাস ভেগাসের নেভাডার কেসাস প্যালেসে ম্যাচটি অনুষ্ঠিত হয় , যেখানে দর্শকসংখ্যা ছিল প্রায় ১৬৮৯১ জন। ৭ মিনিট ৩৩ সেকেন্ডের অসাধারণ ম্যাচ হয়, জায়ান্ট বনাম ডেডম্যান! গঞ্জালেজের সাথে ছিল Harvey Wippleman এবং টেকারের সাথে ছিল Paul Barer।

শুরুতেই অনেকগুলো Choke দিয়ে শুরু হয ম্যাচ টি। এই ম্যাচ দেখে মনে হচ্ছিল দুই মানুষ না, দৈত্যের মধ্যে যুদ্ধ চলছে। Gonzalez একটি Big Foot ও একটি ‎Clothes Line দেয়। এরপর Gonzalez একটি Choke Hold সাবমিশন ধরে কিন্তু Taker, Give Up করে না। Gonzalez পরে Undertaker কে রিঙ থেকে ফেলেদেয়। এরপর Taker কে স্টিল স্টেপের উপর ধাক্কা দিয়ে ফেলেদেয়। দর্শকদের তখন একটাই আশা, Undertaker কখন নিজের পায়ে দাঁড়াবে? ম্যাচটি এক পর্যায়ে বোরিং হতে থাকে কারন, Taker কোনভাবেই তাকে ভালমত আঘাত করতে পারছিলনা। পরে Undertaker হঠাত আক্রমন করে Gonzalez কে। পরে Wippleman লাফ মারে Taker এর উপর। এরপর সে Gonzalez এর দিকেএকটি কাপড় ছুঁড়ে দেয়। Gonzalez এরপর একটি Headbut মারে Paul Barer কে। এরপর Gonzalez তার হাতে থাকা কাপড় Undertaker এর মুখে পেঁচিয়ে ধরে এবং মারতে থাকে।

ধারাভাষ্যকার জানায় এটি ছিল ক্লোরোফর্ম। Savage (ধারাভাষ্যক) জানায়, "এটি দিয়ে আপনিএকজনকে খুনও করতে পারবেন"। ফলে রেফারী Disqualified করে দেয় Giant Gonzalez কে। এর কারনে, Undertakerএর স্ট্রিক ৩-০ হয়েযায় WrestleMania ৯ এ। ম্যাচ শেষে ডাক্তাররা Undertaker কে চেক করে। যার ফলে দর্শকরাও হতভম্ব হয়েযায়। Gonzalez নিজেকে হিরো বানানোর চেষ্টা চালায় কিন্তু দর্শক তাকে ফিরিয়ে দেয়। কারন, সে কোম্পানির সবচেয়েবড় Wrestler কে এইভাবে আহত করেছে। এরপর Gonzalez রেফারী Bill Alfonso কে মারে & Chokeslam দেয়। হঠাত Undertaker স্ট্রেচার থেকে উঠে দাঁড়ায় এবং রিঙে উঠে Gonzalez কে পরপর ৪টা Clothes Line দেয় Undertaker। পরে Gonzalez রিঙ থেকে নেমে পালিয়ে যায়।

• রেসলিং থেকে অবসর এবং শেষ জীবন :

এরপরে জায়েন্ট গঞ্জালেজের সাথে Adam Bomb এর ফিউড ঠিক হলেও সেটি আর বাস্তবায়িত হয়নি এবং ৭ অক্টোবর, ১৯৯৩ সালে তার কন্ট্রাক্ট শেষ হলে সে WWF পরিত্যাগ করে এবং জাপানে যায়।WWF থেকে যাওয়ার পরে গঞ্জালেজ NJPW এবং WAR নামক জাপানি প্রমোশনে তার পুরনো El Gigante রিং নামে রেসলিং করে। তার শেষ সিঙ্গেল ম্যাচ হয় ১৯৯৫ এর ৮ই ফেব্রুয়ারি যেখানে সে পরাজিত হয়। এবং তার ক্যারিয়ারের শেষ ম্যাচ হয় ৮ই ডিসেম্বরে, যেখানে ট্যাগ টীম ম্যাচে সে এবং Kōji Kitao এর টিম পরাজিত হয়। এইভাবেই তার ক্যারিয়ারের ইতি ঘটে।

১৯৯৫ সালে তার ক্যারিয়ারে সমাপ্ত হওয়ার পিছনে দায়ী ছিল তার স্বাস্থ্য সমস্যা। তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তিনি নিজ জন্মভূমি আর্জেন্টিনায় ফিরে তার জীবনের শেষ সময়টুকু কাটান। ২০০৮ সালের দিকে তাকে হুইলচেয়ার ব্যবহার করতে হতো। ২০১০ সালে তার কিডনি অকেজো হয়ে গেলে তাকে ডায়ালাইসিসের মাধ্যমে বাঁচিয়ে রাখা হয়। ডায়াবেটিস এবং হার্ট ইস্যুতে ২২শে সেপ্টেম্বর ২০১০ সালে মাত্র ৪৪ বছর বয়সে তার জন্মস্থান San Martin, Argentina তে মৃত্যুবরণ করেন ইতিহাসের সবচেয়ে লম্বা বা দীর্ঘদেহী এই রেসলার। 

♦ রেসলিং জগতে অর্জন সমূহ :

Pro Wrestling Illustrated

PWI Ranked Him No. ১১২ Of The ৫০০ Best Singles Wrestlers In The PWI ৫০০ In ১৯৯১

PWI Ranked Him No. ৪৯৮ Of The Top ৫০০ Singles Wrestlers Of The PWI Years In ১৯৯৩

Wrestling Observer Newsletter

Worst Feud Of The Year (১৯৯৩) Vs. The Undertaker


GIANT GONZALEZ : জায়েন্ট গঞ্জালেজ


আসল নাম

Jorge González

জন্মদিন

৩১ জানুয়ারি, ১৯৬৬

জন্মস্থান

El Colorado, Formosa, Argentina

বাসস্থান

San Martín, Chaco, Argentina

উচ্চতা

৮ ফুট (২.৪৪ মি)

ওজন

২০৯ কেজি (৪৬০ পাউন্ড)

ট্রেনার

WCW Power Plant

অভিষেক

১৯ মে, ১৯৯০

অবসর

৮ ডিসেম্বর ১৯৯৫



♦ ব্যক্তিগত জীবন :

Giant González এর আসল নাম Jorge González, তার আসল উচ্চতা ছিল ৭ ফুট ৭ ইঞ্চি। কিন্তু WWE সবসময় দাবি করত ৮ ফুট। কিন্তু সত্য ছিল তার Height ৭ ফুট ৭ ইঞ্চি, সেই কারণে WWE এর ইতিহাসে Giant González কে সবচেয়ে লম্বা রেসলার ধরা হয়। Giant González একজন আর্জেন্টাইন রেসলার ছিলেন। এই ব্যক্তি বাস্কেটবল খেলোয়াড় ছিল, তাকে আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে লম্বা খেলোয়াড় হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। Giant এর এত বড় দেহের কারণ তার ছোট বেলায় একটি রোগ হয়েছিল, রোগটির নাম হল Gigansticsm এবং সে কারণে মাত্র ১৪ বছর বয়সে তার উচ্চতা এসে দাঁড়ায় ৬ ফুট ৪ ইঞ্চিতে। তিনি কোনো বিয়ে করেননি এবং তার কোনো সন্তানও ছিল না। তিনি কিছু মুভি এবং টিভি শো তে অভিনয়ও করেছেন, যেগুলি হল : Swamp Thing, Thunder In Paradise, Baywatch, Thunder In Paradise, Hercules In The Underworld এবং Thunder In Paradise II।

♦ রেসলিং ক্যারিয়ার :

WCW এর প্রতিষ্ঠাতার হাত ধরে ১৯৮৯ সালে তিনি ট্রেনিং নেওয়া শুরু করেন এবং ১৯৯০ সালে তিনি রেসলিং ক্যারিয়ারে প্রবেশ করেন এবং ১৯৯২ সাল পর্যন্ত El Gigante নামে WCW তেই অবস্থান করেন। ১৯৯৩ সালে তিনি WWF এ প্রবেশ করেন এবং পরবর্তী বছরেই তিনি NJPW এর উদ্দেশ্যে যাত্রা করেন। ১৯৯৪-১৯৯৫ সাল পর্যন্ত তিনি NJPW তেই অবস্থান করেন। অবশেষে এই Giant ১৯৯৫ সালে মাত্র ৫ বছরের রেসলিং ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করেন। এই রেসলার তার ক্যারিয়ারে কোনো চ্যাম্পিয়নশিপ জয় লাভ করেনি। এই রেসলার মাত্র ৪টি মুভ ফিনিশিং মুভ হিসেবে ব্যবহার করত। ফিনিশিং মুভ গুলো হল : Chokeslam, Clawhold, Chokehold, Clawslam। এই রেসলারের Signature মুভ ছিল মাত্র দুইটি : Big Boot এবং Overhead Chop। এই রেসলার তার জীবনের কোনো এ্যাওয়ার্ড পায়নি। কিন্তু Wrestling Observer তার এবং আন্ডারটেকারের ফিউডটিকে Worst Fued Of The Year ঘোষণা করেছিল।

• রেসেলমেনিয়াতে আন্ডারটেকারের সাথে ম্যাচ :

১৯৯৩ সালের জানুয়ারি মাসে এই জায়ান্টকে WWF এর রয়্যাল রাম্বালে প্রথম দেখা যায় সেখানে তিনি অফিসিয়াল প্রতিযোগী না থেকেও আন্ডারটেকারকে এলিমিনেট করেন, ফলে টেকারের সাথে তার ফিউড শুরু হয়। রেসেলম্যানিয়া ৯ তে সে আন্ডারটেকারের সাথে মুখোমুখি হয় WWF এ তার ক্যারিয়ারের প্রথম ম্যাচে। সেখানে Disqualification এর মাধ্যমে আন্ডারটেকার Giant কে হারায়, অর্থাৎ তিনিই একমাত্র রেসলার যাকে Undertaker পরিস্কারভাবে হারাতে পারেনি Wrestlemania তে! ম্যাচটির বিস্তারিত বিবরন নিচে দেওয়া হল-

Undertaker এর রেসেলমানিয়ার তৃতীয় ম্যাচটি হয় WWE এর ইতিহাসের সবচেয়ে লম্বা দানব জায়ান্ট গণজালেজ এর সাথে। ১৯৯৩ সালের ৪ই এপ্রিল লাস ভেগাসের নেভাডার কেসাস প্যালেসে ম্যাচটি অনুষ্ঠিত হয় , যেখানে দর্শকসংখ্যা ছিল প্রায় ১৬৮৯১ জন। ৭ মিনিট ৩৩ সেকেন্ডের অসাধারণ ম্যাচ হয়, জায়ান্ট বনাম ডেডম্যান! গঞ্জালেজের সাথে ছিল Harvey Wippleman এবং টেকারের সাথে ছিল Paul Barer।

শুরুতেই অনেকগুলো Choke দিয়ে শুরু হয ম্যাচ টি। এই ম্যাচ দেখে মনে হচ্ছিল দুই মানুষ না, দৈত্যের মধ্যে যুদ্ধ চলছে। Gonzalez একটি Big Foot ও একটি ‎Clothes Line দেয়। এরপর Gonzalez একটি Choke Hold সাবমিশন ধরে কিন্তু Taker, Give Up করে না। Gonzalez পরে Undertaker কে রিঙ থেকে ফেলেদেয়। এরপর Taker কে স্টিল স্টেপের উপর ধাক্কা দিয়ে ফেলেদেয়। দর্শকদের তখন একটাই আশা, Undertaker কখন নিজের পায়ে দাঁড়াবে? ম্যাচটি এক পর্যায়ে বোরিং হতে থাকে কারন, Taker কোনভাবেই তাকে ভালমত আঘাত করতে পারছিলনা। পরে Undertaker হঠাত আক্রমন করে Gonzalez কে। পরে Wippleman লাফ মারে Taker এর উপর। এরপর সে Gonzalez এর দিকেএকটি কাপড় ছুঁড়ে দেয়। Gonzalez এরপর একটি Headbut মারে Paul Barer কে। এরপর Gonzalez তার হাতে থাকা কাপড় Undertaker এর মুখে পেঁচিয়ে ধরে এবং মারতে থাকে।

ধারাভাষ্যকার জানায় এটি ছিল ক্লোরোফর্ম। Savage (ধারাভাষ্যক) জানায়, "এটি দিয়ে আপনিএকজনকে খুনও করতে পারবেন"। ফলে রেফারী Disqualified করে দেয় Giant Gonzalez কে। এর কারনে, Undertakerএর স্ট্রিক ৩-০ হয়েযায় WrestleMania ৯ এ। ম্যাচ শেষে ডাক্তাররা Undertaker কে চেক করে। যার ফলে দর্শকরাও হতভম্ব হয়েযায়। Gonzalez নিজেকে হিরো বানানোর চেষ্টা চালায় কিন্তু দর্শক তাকে ফিরিয়ে দেয়। কারন, সে কোম্পানির সবচেয়েবড় Wrestler কে এইভাবে আহত করেছে। এরপর Gonzalez রেফারী Bill Alfonso কে মারে & Chokeslam দেয়। হঠাত Undertaker স্ট্রেচার থেকে উঠে দাঁড়ায় এবং রিঙে উঠে Gonzalez কে পরপর ৪টা Clothes Line দেয় Undertaker। পরে Gonzalez রিঙ থেকে নেমে পালিয়ে যায়।

• রেসলিং থেকে অবসর এবং শেষ জীবন :

এরপরে জায়েন্ট গঞ্জালেজের সাথে Adam Bomb এর ফিউড ঠিক হলেও সেটি আর বাস্তবায়িত হয়নি এবং ৭ অক্টোবর, ১৯৯৩ সালে তার কন্ট্রাক্ট শেষ হলে সে WWF পরিত্যাগ করে এবং জাপানে যায়।WWF থেকে যাওয়ার পরে গঞ্জালেজ NJPW এবং WAR নামক জাপানি প্রমোশনে তার পুরনো El Gigante রিং নামে রেসলিং করে। তার শেষ সিঙ্গেল ম্যাচ হয় ১৯৯৫ এর ৮ই ফেব্রুয়ারি যেখানে সে পরাজিত হয়। এবং তার ক্যারিয়ারের শেষ ম্যাচ হয় ৮ই ডিসেম্বরে, যেখানে ট্যাগ টীম ম্যাচে সে এবং Kōji Kitao এর টিম পরাজিত হয়। এইভাবেই তার ক্যারিয়ারের ইতি ঘটে।

১৯৯৫ সালে তার ক্যারিয়ারে সমাপ্ত হওয়ার পিছনে দায়ী ছিল তার স্বাস্থ্য সমস্যা। তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তিনি নিজ জন্মভূমি আর্জেন্টিনায় ফিরে তার জীবনের শেষ সময়টুকু কাটান। ২০০৮ সালের দিকে তাকে হুইলচেয়ার ব্যবহার করতে হতো। ২০১০ সালে তার কিডনি অকেজো হয়ে গেলে তাকে ডায়ালাইসিসের মাধ্যমে বাঁচিয়ে রাখা হয়। ডায়াবেটিস এবং হার্ট ইস্যুতে ২২শে সেপ্টেম্বর ২০১০ সালে মাত্র ৪৪ বছর বয়সে তার জন্মস্থান San Martin, Argentina তে মৃত্যুবরণ করেন ইতিহাসের সবচেয়ে লম্বা বা দীর্ঘদেহী এই রেসলার। 

♦ রেসলিং জগতে অর্জন সমূহ :

Pro Wrestling Illustrated

PWI Ranked Him No. ১১২ Of The ৫০০ Best Singles Wrestlers In The PWI ৫০০ In ১৯৯১

PWI Ranked Him No. ৪৯৮ Of The Top ৫০০ Singles Wrestlers Of The PWI Years In ১৯৯৩

Wrestling Observer Newsletter

Worst Feud Of The Year (১৯৯৩) Vs. The Undertaker


কোন মন্তব্য নেই

কমেন্ট করার জন্য ধন্যবাদ!