আসল নাম: John Randall Hennigan

জন্মদিন: October 3, 1979

জন্মস্থান: Palos Verdes, California

বাসস্থান: Los Angeles, California

উচ্চতা: 6 ft 0 in (1.83 m)

ওজন: 215 lb (98 kg)

ট্রেনার(স): ♠Supreme Pro Wrestling
♠Tough Enough 3 Trainers
♠এবং Ohio Valley Wrestling

অভিষেক: 2005


একজন টেকনিকাল রেসলারের যেসব গুণ থাকে তার প্রায় সব আছে এই রেসলারটার মধ্যে। অসাধারণ টেকনিকস দিয়ে যেকোন অপনেন্টকে বশ করতে পারলে সেটা মরিসন থেকেই জানা যায়। তার মুভসেটগুলো হল অসাধারণ ও কার্যকরী। বিশেষত Starship Pain,Corkscrew Plancha,Enzuigiri,Running Knee Strike,Leg Lariat,Springboard Roundhouse,Russian Legsweep,Capoeira Style Spinning Heel হল তার অসাধারণ মুভগুলোর কয়েকটি। এতো টেলেন্টফুল একটা রেসলারকে WWE কেনো মূল্যায়ন করলো না তা আমার জানা নেই। 

♦ ব্যক্তিগত জীবন: 

The Miz হল John Morrison এর আপন ভাই৷ তার আরও দু'টি বোনও রয়েছে৷ Morrison কিছু TV Showতেও কাজ করেছে৷

Morrison এর প্রিয় বন্ধু হল Randy Orton এবং Matt Cappotelli, এছাড়া Zack Ryder এবং Dolph Ziggler এর সাথে তার বেশ ভাল বন্ধুক্ত রয়েছে৷


♦ জন মরিসনের রেসলিং ক্যারিয়ারঃ 

◘ John Morrison প্রথমে Tough Enough Season 2 তে যাওয়ার চেষ্টা করে কিন্তু সে সিলেক্ট হয় না৷ পরে Tough Enough Season 3 তে সে চান্স পায় এবং Al Snow, Bill DeMott & Ivory তাকে Trained করে৷ সে ঐ Season এর রানার আপ হওয়াই তাকে WWE Developmental Contract দেয়া হয় এবং WWE এর Developmental Territory, OVW (Ohio Valley Wrestling) এ পাঠানো হয় যাতে সে তার ট্রেনিং চালিয়ে যেতে পারে৷

◘ John Morrison ২০০৫ সালে WWEতে অভিষেক করে Johnny Blaze নামে৷ তখন তার গিমীক ছিল তৎকালিন Raw এর GM Eric Bischoff এর Assistant & Apprentice. কিন্তু ১ সপ্তাহ পরই সে তার নাম পালটিয়ে রাখে Johnny Spade ও গিমীকও চেইন্জ করে৷ মাত্র ৩ সপ্তাহ পর সে আবারও নাম বদলে Johnny Nitro রাখে৷

◘ Nitro তখন Joey Mercury এবং Melina এর সাথে টিম আপ করে৷ তাদের টিমের নাম হল MNM (Mercury Nitro Melina). MNM এর প্রথম ম্যাচটি হয় Smack Down এ সেখানে WWE Tag Team Championship এর জন্য তারা Fatal Four-Way Tag Team Match এ অংশ নেয়৷ তাদের প্রতিপক্ষরা ছিল The Mexicools (Super Crazy and Psicosis), William Regal and Paul Burchall এবং The WWE Tag Team Champions Legion Of Doom (Heidenreich and Road Warrior Animal). প্রথম ম্যাচেই Champion হয় MNM৷

◘ June 19, 2007 এ Nitroকে ECWতে পাঠানো হয় যেখানে সে Nunzioকে পরাজিত করে৷ Next Week এ Vengeance: Night of Champions নামক PPVতে CM Punkকে হারিয়ে ECW World Champion হয় Nitro৷ Champion হওয়ার কিছু সপ্তাহ পর Nitro তার গিমীক বদলায় এবং নাম পালটিয়ে রাখে John Morrison.

◘ Morrison তার নতুন গিমীক, অসাধারন স্টাইল এবং হাই-ফ্লাইং স্কিল দ্বারা খুব তারাতারিই দর্শকদের মন জয় করে ফেলে৷ WWE চাইলে John Morrison কে দ্বিতীয় Jeff Hardy বানাতে পারতো৷ সে যোগ্যতা Morrison এর রয়েছে৷ কিন্তু WWE সেই দিকে পাত্তা না দিয়ে Morrisonকে Miss-Use করতে থাকে৷

◘ Morrison এক সময় The Miz এর সাথে টিম আপ করে৷ তারা World Tag Team Championship, WWE Tag Team Championship এবং Slammy Award জিতে৷ সে WWE তে থাকাকালীন সময় অনেক অসাধারণ ফিউড করেছিলো।২০১০ সালের TLC তে তার সাথে Sheamus এর ম্যাচটা ছিল এক কথায় অসাধারণ।

◘ John Morrison ২০১১ সালে Extreme Rules এ WWE Championship এর জন্য Number One Contender হয়৷ এটিই ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে বড় পুশ৷ তার প্রতিপক্ষরা ছিল The Miz (WWE Champion) ও John Cena এবং ম্যাচটি ছিল Steel Cage Match.

◘ ম্যাচের এক পর্যায়ে Morrison Cage এর উপর থেকে Miz & Cenaকে তার ফিনিশিং মুভ Starship Pain দেয়৷ এতে Morrison নিজেও আহত হয় তাও সে ক্রল করে গেট দিয়ে বের হওয়ার চেষ্টা করে৷ সে প্রায় জিতেই গিয়েছিল খালি পা দু'টি বের করলেই হয়ে যেত৷ কিন্তু হটাৎ করে R-Truth এসে তাকে মেরে আবার ভিতরে ঢুকিয়ে দেয় (বলে রাখা ভাল যে, R-Truth কে হারিয়েই Number One Contender হয় John Morrison)৷ Truth তাকে মারতে থাকে কিন্তু ফাইট ব্যাক করার মত অবস্হা ছিল না Morrison এর৷ ম্যাটি অবশেষে John Cena জিতে৷

◘ Morrison এর শেষ ম্যাচটি হয় ঐ বছরের নভেম্বরের ২৮ তারিখে Rawতে এটি ছিল তার Contract এর শেষ দিন৷ ম্যাচটি ছিল Falls Count Anywhere Match এবং তার প্রতিপক্ষ ছিল The Miz. Steel Stage এর উপর Miz Morrisonকে তার ফিনিসার Skull-Crushing Finale দেয় এবং Pin করে জিতেযায়৷

◘ এর পর Morrisonকে আর WWEতে দেখা যায়নি৷ তবে এখন শোনা যাচ্ছে যে, সে নাকি আবার Return করবে৷ কিন্তু কথাটি কতটা সত্য এ ব্যাপারে WWE এখনো কিছু বলেনি৷ John Morrison তার টুইটারে বলেছেন Royal Rumble এ তিনি রিটার্ন করতে পারেন। তবে তিনি Lucha Underground ও যেতে পারেন।

♦ রেসলিং -এ John Morrison এর অর্জন সমুহ:

১) ১ বারের ECW Champion।
২) ৩ বারের WWE Intercontinental Champion।
৩) ৪ বারের WWE Tag Team Champion।(With Joey Mercury(3) & The Miz(1))
৪) ১ বারের World Tag Team Champion of WWE।(With The Miz)
৫) ২০০৩ সালের WWE Tough Enough winner।
৬) ২০০৮ সালের Tag Team Of The Year হয়। (With The Miz)
৭) ১ বারের CWF(Continental Wrestling Federation) United States Champion।
৮) ১ বারের FWE(Family Wrestling Entertainment) Heavyweight Champion।
৯) ১ বারের NGW(Next Generation Wrestling) World Champion।(Current)
১০) ১ বারের OVW(Ohio Valley Wrestling) Southern Tag Team Champion।(With Joey Mercury)
১১) ২০০৫ সালের Tag Team Of The Year।(With Joey Mercury)
১২) 2010 & 2011 সালে (Pro Wrestling Illustrated) তাকে ২৭ নং নির্বাচিত করে ৫০০ জনের মধ্যে।
১৩) ১ বারের WWFX(World Wrestling Fan Experience) Heavyweight Champion।


JOHN MORRISON : জন মরিসন


আসল নাম: John Randall Hennigan

জন্মদিন: October 3, 1979

জন্মস্থান: Palos Verdes, California

বাসস্থান: Los Angeles, California

উচ্চতা: 6 ft 0 in (1.83 m)

ওজন: 215 lb (98 kg)

ট্রেনার(স): ♠Supreme Pro Wrestling
♠Tough Enough 3 Trainers
♠এবং Ohio Valley Wrestling

অভিষেক: 2005


একজন টেকনিকাল রেসলারের যেসব গুণ থাকে তার প্রায় সব আছে এই রেসলারটার মধ্যে। অসাধারণ টেকনিকস দিয়ে যেকোন অপনেন্টকে বশ করতে পারলে সেটা মরিসন থেকেই জানা যায়। তার মুভসেটগুলো হল অসাধারণ ও কার্যকরী। বিশেষত Starship Pain,Corkscrew Plancha,Enzuigiri,Running Knee Strike,Leg Lariat,Springboard Roundhouse,Russian Legsweep,Capoeira Style Spinning Heel হল তার অসাধারণ মুভগুলোর কয়েকটি। এতো টেলেন্টফুল একটা রেসলারকে WWE কেনো মূল্যায়ন করলো না তা আমার জানা নেই। 

♦ ব্যক্তিগত জীবন: 

The Miz হল John Morrison এর আপন ভাই৷ তার আরও দু'টি বোনও রয়েছে৷ Morrison কিছু TV Showতেও কাজ করেছে৷

Morrison এর প্রিয় বন্ধু হল Randy Orton এবং Matt Cappotelli, এছাড়া Zack Ryder এবং Dolph Ziggler এর সাথে তার বেশ ভাল বন্ধুক্ত রয়েছে৷


♦ জন মরিসনের রেসলিং ক্যারিয়ারঃ 

◘ John Morrison প্রথমে Tough Enough Season 2 তে যাওয়ার চেষ্টা করে কিন্তু সে সিলেক্ট হয় না৷ পরে Tough Enough Season 3 তে সে চান্স পায় এবং Al Snow, Bill DeMott & Ivory তাকে Trained করে৷ সে ঐ Season এর রানার আপ হওয়াই তাকে WWE Developmental Contract দেয়া হয় এবং WWE এর Developmental Territory, OVW (Ohio Valley Wrestling) এ পাঠানো হয় যাতে সে তার ট্রেনিং চালিয়ে যেতে পারে৷

◘ John Morrison ২০০৫ সালে WWEতে অভিষেক করে Johnny Blaze নামে৷ তখন তার গিমীক ছিল তৎকালিন Raw এর GM Eric Bischoff এর Assistant & Apprentice. কিন্তু ১ সপ্তাহ পরই সে তার নাম পালটিয়ে রাখে Johnny Spade ও গিমীকও চেইন্জ করে৷ মাত্র ৩ সপ্তাহ পর সে আবারও নাম বদলে Johnny Nitro রাখে৷

◘ Nitro তখন Joey Mercury এবং Melina এর সাথে টিম আপ করে৷ তাদের টিমের নাম হল MNM (Mercury Nitro Melina). MNM এর প্রথম ম্যাচটি হয় Smack Down এ সেখানে WWE Tag Team Championship এর জন্য তারা Fatal Four-Way Tag Team Match এ অংশ নেয়৷ তাদের প্রতিপক্ষরা ছিল The Mexicools (Super Crazy and Psicosis), William Regal and Paul Burchall এবং The WWE Tag Team Champions Legion Of Doom (Heidenreich and Road Warrior Animal). প্রথম ম্যাচেই Champion হয় MNM৷

◘ June 19, 2007 এ Nitroকে ECWতে পাঠানো হয় যেখানে সে Nunzioকে পরাজিত করে৷ Next Week এ Vengeance: Night of Champions নামক PPVতে CM Punkকে হারিয়ে ECW World Champion হয় Nitro৷ Champion হওয়ার কিছু সপ্তাহ পর Nitro তার গিমীক বদলায় এবং নাম পালটিয়ে রাখে John Morrison.

◘ Morrison তার নতুন গিমীক, অসাধারন স্টাইল এবং হাই-ফ্লাইং স্কিল দ্বারা খুব তারাতারিই দর্শকদের মন জয় করে ফেলে৷ WWE চাইলে John Morrison কে দ্বিতীয় Jeff Hardy বানাতে পারতো৷ সে যোগ্যতা Morrison এর রয়েছে৷ কিন্তু WWE সেই দিকে পাত্তা না দিয়ে Morrisonকে Miss-Use করতে থাকে৷

◘ Morrison এক সময় The Miz এর সাথে টিম আপ করে৷ তারা World Tag Team Championship, WWE Tag Team Championship এবং Slammy Award জিতে৷ সে WWE তে থাকাকালীন সময় অনেক অসাধারণ ফিউড করেছিলো।২০১০ সালের TLC তে তার সাথে Sheamus এর ম্যাচটা ছিল এক কথায় অসাধারণ।

◘ John Morrison ২০১১ সালে Extreme Rules এ WWE Championship এর জন্য Number One Contender হয়৷ এটিই ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে বড় পুশ৷ তার প্রতিপক্ষরা ছিল The Miz (WWE Champion) ও John Cena এবং ম্যাচটি ছিল Steel Cage Match.

◘ ম্যাচের এক পর্যায়ে Morrison Cage এর উপর থেকে Miz & Cenaকে তার ফিনিশিং মুভ Starship Pain দেয়৷ এতে Morrison নিজেও আহত হয় তাও সে ক্রল করে গেট দিয়ে বের হওয়ার চেষ্টা করে৷ সে প্রায় জিতেই গিয়েছিল খালি পা দু'টি বের করলেই হয়ে যেত৷ কিন্তু হটাৎ করে R-Truth এসে তাকে মেরে আবার ভিতরে ঢুকিয়ে দেয় (বলে রাখা ভাল যে, R-Truth কে হারিয়েই Number One Contender হয় John Morrison)৷ Truth তাকে মারতে থাকে কিন্তু ফাইট ব্যাক করার মত অবস্হা ছিল না Morrison এর৷ ম্যাটি অবশেষে John Cena জিতে৷

◘ Morrison এর শেষ ম্যাচটি হয় ঐ বছরের নভেম্বরের ২৮ তারিখে Rawতে এটি ছিল তার Contract এর শেষ দিন৷ ম্যাচটি ছিল Falls Count Anywhere Match এবং তার প্রতিপক্ষ ছিল The Miz. Steel Stage এর উপর Miz Morrisonকে তার ফিনিসার Skull-Crushing Finale দেয় এবং Pin করে জিতেযায়৷

◘ এর পর Morrisonকে আর WWEতে দেখা যায়নি৷ তবে এখন শোনা যাচ্ছে যে, সে নাকি আবার Return করবে৷ কিন্তু কথাটি কতটা সত্য এ ব্যাপারে WWE এখনো কিছু বলেনি৷ John Morrison তার টুইটারে বলেছেন Royal Rumble এ তিনি রিটার্ন করতে পারেন। তবে তিনি Lucha Underground ও যেতে পারেন।

♦ রেসলিং -এ John Morrison এর অর্জন সমুহ:

১) ১ বারের ECW Champion।
২) ৩ বারের WWE Intercontinental Champion।
৩) ৪ বারের WWE Tag Team Champion।(With Joey Mercury(3) & The Miz(1))
৪) ১ বারের World Tag Team Champion of WWE।(With The Miz)
৫) ২০০৩ সালের WWE Tough Enough winner।
৬) ২০০৮ সালের Tag Team Of The Year হয়। (With The Miz)
৭) ১ বারের CWF(Continental Wrestling Federation) United States Champion।
৮) ১ বারের FWE(Family Wrestling Entertainment) Heavyweight Champion।
৯) ১ বারের NGW(Next Generation Wrestling) World Champion।(Current)
১০) ১ বারের OVW(Ohio Valley Wrestling) Southern Tag Team Champion।(With Joey Mercury)
১১) ২০০৫ সালের Tag Team Of The Year।(With Joey Mercury)
১২) 2010 & 2011 সালে (Pro Wrestling Illustrated) তাকে ২৭ নং নির্বাচিত করে ৫০০ জনের মধ্যে।
১৩) ১ বারের WWFX(World Wrestling Fan Experience) Heavyweight Champion।